পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે. বয়স্ক ছাত্র শ্ৰীমান প্রমথনাথ দাস শিশুটির প্রাণরক্ষণ করিয়াছে। - - বাংলা অনেক বিদ্যালয়পাঠ্য বহিতে, বিদেশের ছেলেদের সাহসের আখ্যান থাকে । আমাদের দেশের এইসব সাহসের বৃত্তান্তও সংগৃহীত ও পুস্তকাকারে প্রকাশিত হওয়া উচিত ।

গোটা দুই প্রশ্ন কাগজে দেখিলাম, কানপুরের কারখানার শ্রমজীবীদের উপর পুলিশ গুলি চালানতে কয়েক জনের মৃত্যু হইয়াছে, এবং তার চেয়ে অনেক বেশী লোক আহত হইয়াছে। শ্রমজীবীরা নাকি অশাস্ত হইয়৷ ভীড় করিয়া শান্তিভঙ্গ, না ঐরূপ কিছু-একটা, করিতে যাইতেছিল। ইহা সৰ্বকার পক্ষের কথা । গুলি চালানটা বড় একঘেয়ে উঠিতেছে। এখন নূতন কিছু করা হউক, জগং-রঙ্গমঞ্চের দর্শক মানবজাতি বলিতে পারে, “আংকোর, আংকোর", “আবার কর, আবার কুর” । বিলাতে রয়্যাল হিউমেন সোসাইটি নামক একটি সমিতি আছে । কেহ নিজের জীবনকে বিপন্ন করিয়াও যদি অপরের প্রাণরক্ষণ করে, তাহা হইলে সেই দয়া ৫ সাহসের কাজের জন্য এই সমিতি তাঙ্গকে পদক, সার্টিফিকেট প্রভৃতি দিয়া থাকেন। আমাদের অভিলাষ এই, যে, ভারতীয় পুলিশ বিভাগকে ধেন এই সভার পদক দেওয়া হয় । কারণ, পুলিশের লোক জনতা হইলেই ত অনেক লোকের প্রাণ বধ করিতে পারে ; তাহা না করিয়া তাহারা এমনভাবে গুলি চালায়, যে, তাহাতে মোটে কেবল ২৪ জনের প্রাণ যায় ; বাকী লোকদের প্রাণরক্ষা হয়। যাহাদের প্রাণ রক্ষা হয়, তাহাদের পক্ষে পুলিশকে আক্রমণ করা একেবারে অসম্ভব হয় । সুতরাং পুলিশের লোকেরা নিজেদের বিপংসম্ভাবনাকে অগ্রাহ করিয়৷ লোকের প্রাণরক্ষা করায় উক্ত সভার পদক পাইবার -অধিকারী | o এই যুক্তিমাৰ্গ অনুসরণ করিতে রয়্যাল হিউমেন সোসাইটি অনিচ্ছুক হইতে পারেন তাদের কাজ হইয়া প্রবাসী—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড সোজা করিবার জন্ত আমরা নীচে দুটি প্রশ্ন দিতেছি। • ইহার কোন-একটা উত্তর পাইলেই তাহার জোরে ভারতীয় পুলিশকে উক্ত সোসাইটি পদক পুরস্কার দিতে পারিবেন। ১ম প্রশ্ন । গত পাঁচ বৎসরের মধ্যে কোন কোন . ধৰ্ম্মঘট, হরতাল, ইত্যাদি উপলক্ষ্যে ভারতীয় পুলিশ গুলি ন চালাইয়া জনতাভঙ্গ, শৃঙ্খলা-স্থাপন ইত্যাদি করিয়া মানুষের প্রাণরক্ষা করিয়াছিল ? ২য় প্রশ্ন । গত পাঁচ বৎসরের মধ্যে কোন কোন বংসর, মাস, বা সপ্তাহে ভারতবর্ষের কোথাও পুলিশ নিজেদের প্রাণের মায়া ছাড়িয়া দিয়াও বেসরকারী কোন জনতার উপর গুলি চালায় নাই ? -- আমাদের প্রশ্ন-জুটিতে যে প্রকারের হরতাল আদি, কিম্বা যে প্রকার বংসর, মাস ও সপ্তাহের উল্লেখ করিতে বলিয়াছি, তাঙ্গর উল্লেখ পাইলেই সেই প্রমাণের বলে রয়্যাল হিউমেন সোসাইটি পুলিশ বিভাগকে পদক দিতে পারিবেন। কারণ, ইহা অতি সত্য কথা, যে, ভারতীয় জনতার হাতে পুলিশের প্রাণ সৰ্ব্বদাই বিপন্ন ; তাঙ্গ সত্বেও পুলিশ গুলি ন চালাইলে তাহাদের wযু ও প্রাণভয়হীনত। প্রমাণিত ধৰ্ম্মঘট ও を数 স্বরাজ্য-দলের বিরুদ্ধে অভিযোগ একখানি বাংলা সাপ্তাধিক এবং একটি ইংরেজী পুস্তিকায় দেখিলাম, কালীঘাটের কালীমন্দিরে এক সভায় ঐযুক্ত হরিদাস হালদার শ্ৰীযুক্ত চিত্তরঞ্জন দশকে জিজ্ঞাসা করেন, যে, বঙ্গীয় ব্যবস্থাপক সভার ও কলিকাতা মিউনিসিপাল কৌন্সিলের সভ্যের পুল তাহার দল ও দলের পূজি বাড়াইবার জন্য প্রাথদিগকে টীকা লইয়। বিক্ৰী করিতেছেন কি না । পুস্তিকায় ও কাগজে দেখিলাম, মি: দাশ ইহার কোন জবাব দেন নাই । সত্য হইলে ইহা দুঃগের বিষয় । ইহার জবাব দেওয়া উচিত ছিল, এবং এখনও জবাবের প্রয়োজন আছে। যাঁহাদের প্রকৃত লোকহিতৈষণ আছে এবং হিত করিবার মত চরিত্র জ্ঞান ও অন্যবিধ মেঃগ্যতা আছে, উহাদেরই জনসাধারণের