পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$8. নিয়ম : ২৪টা ব্যতিক্রমস্থল দেখাইয়া ইহা অপ্রমাণ করা যায় না । হিন্দু বিধবাদের, বিবাহু হিন্দুসমাজে চলিত নাই । চলিত থাকিলে তাহারা অনেকেই বলিষ্ঠ সন্তানের মাত হইতে পারিতেন। পূৰ্ণবয়স্ক যেসব হিন্দুবিধবা কোম না-কোন প্রকারে মুসলমান-সমাজভূক্ত হস, র্তাহীদের সন্তান অপেক্ষাকৃত বলিষ্ঠ হয় । সামাষ্ঠ বিবেচিত হষ্টলেও হিন্দুসমাজের আপেক্ষিক কুৰ্ব্বলতার ইহা একটি কারণ । يطينssesصو তারেকশ্বরের ব্যাপার তারকেশ্বরে অনাচার-অত্যাচার নুতন নহে । বড়বৎসর পূৰ্ব্বে নবীন-এলোকেশী ঘটিত মোকদ্দমায় বাংল। দেশে খুব আন্দোলন হুইয়াছিল। বর্তমান মোহান্তের নামে খবরের কাগঞ্জে কংকৰ্ত্তক অত্যাচরিত ও হৃতসৰ্ব্বস্ব পুরুষ ও নারীর মামধাম দিয়া দীর্ঘ অভিযোগ বাহির হইতেছে । অথচ মোহাম্বের নামে কেহ আদালতে মালিশ করিতেছে ন!,.4মাহাম্ভ ও কোন খবরের কাগজের সম্পাদকের নামে মানহানির নালিশ করিতেছে না ! অনাচার-অত্যাচার অসহ্য ও নিমনীয় ; তাহ ধর্শের নামে হইলে আরও নিন্দনীয় । হিন্দুসমাজ সংঘবদ্ধ হইয়া তারকেশ্বরের মানবদেহধারী সব আবর্জন ও পাপবিষ দূর করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইবেন কি না, বলিতে পারি না-হওয়াই ত উচিত । কিন্তু তাহা না হইলেও যে-সব খবরের কাগজ তথাকার অত্যাচার ও কলঙ্কের বৃত্তান্ত প্রকাশ করিতেছেন, তাহার ধন্যবাদাৰ্ছ । কালক্রমে তাহার কুফল ফলিবেই। কোন ধৰ্ম্মের শাস্ত্রে, হিন্দু-ধর্মের শাস্ত্রে, ইহা বলে না, যে, ভগবান কোন একটি জায়গায় ব তীর্থে থাকেন ; তিনি সৰ্ব্বত্র ৰিরাজমান স্বতরা তারকেশ্বরের প্রকৃত সংবাদ যতই লোকসমাজে জ্ঞাত হুইবে, ততই হিন্দুরা সেখানে ম| গিয়া অন্তত্ব ভগবানের অর্চনা করিবেন। কোন দুর্গন্ধ অশুচি স্থানের উপর অবিরত রোদ পড়িবার ও বাতাস খেলিবান্ধ বন্দোবস্ত করিয়া দিলে যেমন কিছু দিন পরে তাহার অস্বাস্থ্যকরত। দূর হইতে अंदाजै–झेलाई, ४७०० S SMAMAAA AAAA AAAAS AAAAAM MAAASAAA SS S SAAAASAAAAASA SAAAS AAASASASS SAA AAAAS AAASASAAAMA AMMAS AMAMS AAAAA AAAASAA AAAS s ২৪শ ভাগ, ১ঞ্জখও পারে, তেমনি যে-সব অত্যাচার-অনাচার গোপনে হইতে থাকে, তাহা প্রকাশ করিয়া দিয়া তাহার উপর লোকমতের ঝড় বহাইয়া দিলে কিছু কুফল নিশ্চয়ই ফলে । ভিন্নধৰ্ম্মী লোকদের উপর ক্রোধ ও বিদ্বেয সহজেই জন্মিতে পারে। সেইজন্য যখন মুসলমান-নামধারী দুৰ্ব্বত্তের নারীনিগ্ৰহ অপরাধে অপরাধী হয়, তখন তাহার বৃত্তান্ত অগত্যা বাহির করিতে হইলেও, তাহা এরূপভাবে করা আমাদের কৰ্ত্তব্য যাহাতে সমগ্র মুসলমান সম্প্রদায়ের উপর ক্রোধ ও বিদ্বেষ উৎপন্ন না হয় । ইংরেজীতে একটা কথা আছে, যে কাচের ঘরে বাস করে তাহার অন্তের উপর ঢিল ছোড়া উচিত নয়। ধৰ্ম্মের নামে আমাদের মধ্যে যাহারা দুৰ্ব্বত্ততা করিবার সুযোগ ভোগ করিয়া আসিতেছে, তাহীদের নিত্যনৈমিত্তিক পাপাচার স্মরণ করিলে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ অন্যের প্রতি অতিমাত্রায় বুদ্ধি পাইবে না । মুসলমান কথাটির ব্যুৎপত্তিলব্ধ আসল মানে, ধিনি ঈশ্বরের আজ্ঞাধীন, যিনি ঈশ্বরে আত্মসমর্পণ করিয়াছেল । এই কারণে আমরা মুসলমান-নামধারী কোন লোকের দুবৃত্ততার উল্লেখ করিতে হইলে তাহাকে তথাকথিতমুসলমান বলিয়া থাকি। নামে হিন্দু হইলেই যেমন প্রকৃত হিন্দু হওয়া যায় না, তেমনি নামে মুসলমান হইলেই গ্রকৃত মুসলমান হওয়া যায় না।

  • =#ãos

নারী-নিৰ্য্যাতন-প্রতিকারের জন্য আবেদন "নারী-নিৰ্য্যাক্রনের প্রতিকারকল্পে আমাদের সাহায্যের জন্য খুব শীঘ্ৰ ৪০ জন উৎসাহী কৰ্ম্মী-যুবকের প্রয়োজন । মায়ের সেবায় আমরা সাদরে প্রত্যেক যুবককে ডাকিতেছি । নারী-নিৰ্য্যাতন-প্রতিকারকল্পে সাধারণের নিকট সাহায্যের জন্য শিশুসহায় ও মাতৃমঙ্গল সমিতির সভ্যগণ ভিক্ষায় বাহির হইবেন । সাধারণের যোগদান প্রার্থনীয়। শ্ৰী বিমলকান্তি মুখোপাধ্যায়, সম্পাদক, শিশুসহ্যয় ও মাতৃমঙ্গল-সমিতি, ১২নং বিডন ষ্ট্রীটু, কলিকাতা।” یمینی جse