পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আৰ্য্য প্রতিভা—জী স্বৰ্য্যকুমার দে, বি-এ, অধ্যাপক হোলি #5 onioiosa, wiforn (Holy Cross Institution, Akyab, Burma) os: a > : TMT i/ গ্রন্থকারের বক্তব্য—বর্তমানযুগে যেসমুদায় বৈজ্ঞানিক তত্ব শিল্প আবিষ্কৃত হইয়াছে, বৈদিক ঋষিগণ সেসমুদায়ই অবগত ছিলেন । বৈছাতিক শকটাদি বৈদিক যুগে ব্যবহৃত হইত। মহেশচন্দ্র ঘোষ গীতমালা—দেবদেবী বিষয়ক গানের স্বরলিপি-শ্ৰী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় প্রণীত, প্রকাশক ডোয়ার্কিন এও সন, কলিকাতা মূল্য ২॥• টাকা । সঙ্গীত-জগতে শ্ৰীযুক্ত গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নূতন করিয়া পরিচয় দিবার প্রয়োজন নাই । সুকণ্ঠে ও সঙ্গীত শাস্ত্র জ্ঞানে ইহার সমকক্ষ লোক ভারতে অল্পই আছেন। গীতমালার ছাপ ও স্বরলিপিগুলি খুবই উৎকৃষ্টদরের হইয়াছে। আশা করা যায় যে সঙ্গীত-জগতে ইহার উপযুক্ত আদর হইবে । পুস্তকের মলাটখানিও সুন্দর হইয়াছে । অ বরেন্দ্র রন্ধন—কিরণ লেখা রায় সঙ্কলিত। দাম দুইটাক ১৩২৮ । জলখাবার—কিরণ-লেখা বায় সঙ্কলিত । দাম দুটাকা । ১৩৩১ । দুইখানি পুজকেই নান-প্রকার ব্যঞ্জন এবং জলখাবার মিষ্টান্ন ইত্যাদি তৈয়ার করিবার সহজ প্রণালী আছে। এইপুস্তক দুখানি পড়িয় একজন আনাড়ী পুরুষ মানুষও অনেকপ্রকার ব্যঞ্জন এবং মিষ্টান্ন তৈয়ার করিতে পারে। প্রত্যেক বাঙ্গালী পরিবারে এইরকম পুস্তকের আদর হওয়া উচিত । ছেলেমেয়েদের পক্ষে একখানি অভিধান যেমন প্রয়োজম—বাড়ীর মেয়েদের পক্ষে এই “বরেন্দ্র রন্ধন” এবং “জল থাবার” পুস্তকের প্রয়োজন তেমূনি। বইদুখানির ছাপা, বাধাই এবং কাগজ সবই ভাল, তবে এইরকম বইয়ের দাম আরো অনেক কম করা উচিত। চারটাকা দিয়া দুখানি বই ক্রয় করা আমাদের দেশের অনেকের অবস্থায় কুলায় না। হাসি (উপন্যাস )—শ্ৰী শৈলজা মুখোপাধ্যায়। কল্লোল পাবলিশিং, ১০২ পটুয়াটোল লেন, কলিকাতা । দাম পাচ সিকা । লক্ষ্মী (উপন্যাস )—ই শৈলজ মুখোপাধ্যায়। কল্লোল পাবলিশিং । দাম বারো আনা । দুখানি উপস্থাসই মন্দ নয়। ছাপা বাধাই ইত্যাদি বেশ ঝরঝরে। কারাজীবনী—স্ত্রী উল্লাসকর দত্ত। আর্ঘ্য পাবলিশিং হাউস, কলেজ ষ্ট্রট মার্কেট, কলিকাতা । দাম একটাকা । দ্বিতীয় সংস্করণ, 3vరిరిe বই দুখানির প্রথম সংস্করণ শেষ হইয়া গিয়াছে, ইহাতেই ইহায় যথেষ্ট পরিচয় পাওয়া যায়, কারণ বাংলাদেশে বটতলা এবং 8>> বিশেষপ্রকার বিজ্ঞান-কেতাব ছাড়া আর কোনপ্রকার বইএর বিশেষ কাটুতি হইতে দেখা যায় না। এই কারাজীবনী পাঠে লেখকের জীবনের অনেক কিছুই জানিতে পারা যায়। ভুল পথে হউক,ঠিক পৰে হউক, দেশের সেবা করিতে গিয়া এবং দেশকে স্বাধীন কজিতে গিয়৷ লেখককে যে কতপ্রকার অত্যাচার এবং দুঃখ কষ্ট সদ্ধ করিতে হইয়াছে, তাহাৰ ঠিকান নাই । তবে বইয়ের মধ্যে দু-একটি প্রায়-ভৌতিক ব্যাপারের কথা উল্লেখ আছে । এইসব ভৌতিক কীও সত্য স্থঃ ভগও বিশ্বাস করা মুস্কিল, তবে পড়িতে বেশ লাগে। বইখানির স্বাগ:গাড়াই বেশ কৌতুহল্লেদীপক। ছাপা, বাধাইও বেশ ভাল। রূপোপজীবিনী--(ছোটগল্পের বই) ঐ শিবশঙ্কর রায় চৌধুরী। প্রাপ্তিস্থান, দি বুক কোম্পানি, কলেজ স্কোয়ার, এম, সি, সরকার এও, সন্স ৯.২এ হারিসন রোড, কলিকাতা । বইখানি সম্বন্ধে বিশেষ কিছুই বলিবার নাই। কয়েকটি গল্প বিদেশী গল্পের অনুবাদ, লেখক তাহা স্বীকার করিয়াছেন, ইহা মুখের বিষয় । তবে কোন গল্পটি অনুবাদ এবং কোনটি মৌলিক তাহা বুঝিবার কোনই উপায় নাই। পড়িতে একরকম লাগে । চিত্ররেখা—শ্ৰী স্বধীন্দ্রনাথ ঠাকুব । বাণীমন্দির, ঢাকা হইতে প্রকাশিত। দাম আট আনা । ১৩৩১ । স্বধীবাবুর গল্প-সম্বন্ধে নতুন কিছুই বলিবার নাই। ছোট গল্পগুলি সুখপাঠ্য। গল্প পড়া শেষ হইয়া গেলেও যেন তাহার স্কোর শেষ হয় না । বইখানির বাধাই, ছাপা অতি মনোহর। মলাটের পরিকল্পনাটিও সুন্দর। বইখানি দেখিলেই একবার হাতে করিতে ইচ্ছা করে। মাছ ব্যাঙ সাপ—শ্ৰী জগদানন্দ রায় । ইণ্ডিয়ান এলাহাবাদ । দেড় টাকা । ১৩২৯ । বৈজ্ঞানিক ব্যাপার জগদানন্স-বাবুর হাতে পড়িলে উপন্যাসের মৃত্যু সরস এবং মনোমুগ্ধকর হইয় পড়ে। বাঙ্গলা দেশে কঠিন বিজ্ঞানকে এমন শিশু-বৃদ্ধ-যুবজনপ্রিয় আর কেহ করিয়াছেন কি না, জানি না। এই বইখানি কেবল শিশুদের নহে, সকলেরই পড়িতে ভাল লাগিৰে এবং নতুন অনেক কিছু শিখাইবে। মাছ ব্যাঙ সাপ ছাড়াও ইহাতে আরো অনেক কিছুর কথা আছে। চিত্রবহুল হওয়ায় পুস্তকখানি বিশেষ সুখপাঠ্য হইয়াছে। আমাদের দেশে প্রকৃতি-পর্য্যবেক্ষণ শিশুদের শিখান হয় না বলিলেই হয় । প্রায় সকল বিদ্যালয়ে ইহাকে সময় নষ্ট এবং অপ্রয়োজনীয় জ্ঞানে সাদরে বর্জন করা হয় । এই পুস্তকপাঠে আমাদের এবং আমাদের দেশের শিক্ষকদের সে ভ্রম দূর হইতে পারে । বিশেষ বিশেষ প্রাণীর শরীয় গঠন এবং পরিচয় যে কিপ্রকার অভূত, তাহা জগদানন্দ বাবু অতি পরিষ্কার এবং উপকথার মত সফল করিয়া শিশুজগতের সামনে ধরিয়াছেন । শিশুজগৎ যদি এই পুস্তকপাঠে আনন্দ এবং জ্ঞান লাভ না করিতে পারে তবে তাহাজের মন্দভাগ্য বলিতে হইবে । বইখানির চাপ, কাগজ, বাধাই ইত্যাদি সবই সুন্দর। এককথা, বইখানি সকলরকমেই মনোমুগ্ধকর হইয়াছে। প্রেস, 4धइकैौझै