পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ণ । শ্ৰী প্যারীমোহন সেনগুপ্ত [ কর্ণের জীবন আগাগোড়া ব্যর্থতায় ভরা। অৰ্জ্জুনের শরে যুদ্ধক্ষেত্রে কর্ণ নিপতিত হইলে খ্ৰীকৃষ্ণ অর্জুনকে জানান যে, কর্ণ র্তাহার জ্যেষ্ঠ ভ্রাতা । ইহাতে শোক-বিহবল হইয় অর্জুন তৎক্ষণাৎ কর্ণের মাথা আপনার কোলে তুলিয়া লইয়া তাহার পরিচর্য্য করিতে থাকেন। অর্জনের কোলে কর্ণ বিলাপ করিতেছেন । ] কর্ণ কে রে ? কার স্পর্শ পাই ?—দুৰ্য্যোধন ? দুৰ্য্যোধন বুঝি ! এস ভাই, কৰ্ণ হত প্রাণপণে তব তরে যুঝি’ ! এস সখী ! এস মিত্ৰ ' লহ শেষ বিদায় আমার ! অৰ্জুন দুৰ্য্যোধন নহি ভাই, আমি পার্থ অনুজ তোমার । কর্ণ এ্যা ! এ্যা ! পার্থ –দেখি দেখি—বটে ত অৰ্জ্জুন ! কি সংবাদ চিরদ্বন্দ্বী ? শত্রু তব রিক্ত-ধনু-তৃণ মৃতপ্রায় । আর কেন ? অৰ্জুন ক্ষমা কর মোরে, সহোদর ; জ্যেষ্ঠ মোর, ভ্রাতা মোর, অপরাধ করেছি বিস্তর । • কর্ণ সহোদর জ্যেষ্ঠ তব ! শক্রজনে এ কি সম্ভাষণ । . তুমি অরি, আমি অরি-এই ভাই মোদের বন্ধন । জ্যেষ্ঠ আমি ? জ্যেষ্ঠ বটে ; আজ প্রাতে শুনিচু তাছাই ; তুমি আমি সহোদর- সিংহে ব্ল্যাঞ্জে, -শুনিহ বৃথাই । আজ প্রাতে, আগে নয়, শুনিয়াছি তোমারই জননী আমার জননী সে , জ্যেষ্ঠ আমি ; ধন্য মনে গণি । চিরদ্বেষী, চিরদ্বন্দ্বী, চিরঅরি সৃপ ও নকুল এক গর্ভ হ’তে এল,- ভুল ভাই, বিধাতার ভুল ! কর্ণ অধিরথ স্থত অবজ্ঞাত,– সেই ছিল বেশ ; অরি-হাতে হ'কু হত সেন্স ੱਚੋੜ মুছে যেত ক্লেশ । বড় ব্যথা, বড় ক্লেশ ! পদ্মাবতী ! বৃষকেতু নাই ? অৰ্জুন ভাই, ভাই, কেঁদে নাকো, ধৈৰ্য্য ধর, শাস্ত হও ভাই ! কর্ণ শান্ত হব, ভেবো নাকে ; ঐ হোথা ডুবে দিন-স্বামী তপন জনক মোর চিরারাধ্য —যাই পিতা আমি ! শাস্ত হব, যাব ভাই, মহীতলে তুমি রবে বীর দ্বন্দ্বীষ্টীন দন্তী দৃপ্ত —মৃত্যু মোর নহে যে স্বস্থির । না, না, ভাই, ক্রোধ নাই, দ্বেষ নাই, হিংসা নাই আর, আমি তব জ্যেষ্ঠ ভাই, তব শুভ ইচ্ছি বার বার । মৃত্যু আসে, শান্তি আসে, জানি ভাই মুদিব নয়ন, দু’টি কথা বলে মাই দু'টি কথা–হৃদয়-বেদন । অৰ্জুন ব্যথি ও না আপনারে, ছাড় খেদ, ছাড় সহোদর ! কর্ণ খেদ ভাই, খেদ বটে, বড় খেদ, কহি পর-পর-— বড় ব্যথা, বড় দুখ জমে আছে, ঢেকে আছে বুক ; পার্থ ধীর, ভ্রাতা মোর, তব পাশে নামাই সে দুথ — যে ব্যথা বলিনি কারে সে ব্যথা আজিকে বলে যাই, ধরণী দিল যে ব্যথা, ধরণীতে রেখে যেতে চাই। " পার্থ ভাই, ভেবে দেখ—অবহেলা, ঘৃণা, অপমান শৈশব হইতে পেহ্ল নিতি আমি মানবের দান,— ব্যর্থতা বিপুল শুধু পদে পদে নিঠর ব্যর্থতা ; কীৰ্ত্তি-শৈলে উঠি—পড়ি, ঠেলে পদ গুপ্ত পিচ্ছিলতা । শৈশবে ত্যজিল মাতা লজ্জায় গোপনে অবজ্ঞায় । কৈশোরে যখন প্রাণ মুঞ্জরিল বীরত্ব-ব্যথায় অঙ্গু-গুরু দ্ৰোণ-পাশে মাগিলাম অস্ত্রের শিক্ষণ দিলা গুরু প্রত্যাখ্যান, রাধা-স্বতে ফিরাল বদন । গেকু জামদগ্ন্য-পাশে—অস্ত্রশিক্ষা লভিতু অপার : ক্ষত্র নহি জানি’ গুরু দিল শাপ, দিলা তিরস্কার, শাপ দিলা- দ্বন্দ্বীমুখে ব্যর্থ হবে তোর বাণ-বল । দুর্জয় এ চিত্তে তবু কোন ব্যথা করেন দুৰ্ব্বল । দুৰ্ব্বার এ বীৰ্য্য-তেজ আপনাতে সম্বরিতে নারি" ছুটে গেছি দম্ভী দৃপ্ত—যে-দিন নিপুণ অস্ত্রধারী