পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—ত,ত্র, ১৩৩১ টেলিনের কিষাণদম্প হ:

  • উপবন, সাগর, দরিয়ার অভাব আছে কি ? কিন্তু আমরা কোথায়ও এখন পর্য্যন্ত পাটি “কুরট ” নামক শক্তি-স্বাস্থ্যের জনপদ গড়িয়া তুলিতে পারি নাই ।

ইংরেজরা ভারতীয় পাহাড়গুলাকে নিজ দরকার-মত নিজ স্বাস্থ্য, বিলাস ও আমোদপ্রমোদের কেন্দ্ৰ তৈয়ারা করিয়া লইয়াছে। সেইসকল কেন্দ্রে পয়সাওয়ালা ভারত-সস্তানেরা -به [ ২৪শ ভাগ, ১ম খণ্ড আজকাল একটু-আধটু করিয়া যাওয়া-আসা করিতেছে"। ஃ অধিকন্তু রেল-কোম্পানীর প্রভাবে ভারতের বহু অপরিচিত অথচ সৌন্দর্য্যময় জনপদে কুলী-মজুর ও কেরানীদের আড্ডা-হিসাবে অনেক পল্লী গড়িয়া উঠিয়াছে। এইসকল পল্লীর দিকেও স্বাস্থ্যাম্বেষীরা ক্ৰমে-ক্রমে ঝুঁকিতেছে। ( or ) কিন্তু ভারতীয় নর-নারী বৰ্ত্তমান যুগে কোন স্বাস্থ্য-কর নগরনিৰ্ম্মাণ বা উপনিবেশস্থাপনের দিকে দৃষ্টি দিতে অগ্রসর হয় নাই। আজকাল যুবক ভারত স্বাস্থ্যের দিকে নজর দিতেছে । খোলা হাওয়ায় খেলা-ধূলা, দরিয়ায়-সাগরে সাতার কাটা, অটোমবিলে, সাইকেলে অথবা পদব্রজে ক্টাটিয়া শত শত মাইল সাওয়া ইত্যাদি সখ আমাদের জীবনে দেথা দিয়াছে। ভারতীয় প্রাকৃতিক সৌন্দৰ্য্যকে নিত্য-নৈমিত্তিক জীবনের সহচর করিবার দিকে এবং স্বাস্থ্য শক্তিকর হযোগগুলাকে আটপৌরে খাওয়া-পরার আবি-হাওয়ায় আনিয়া ফেলিবার frকে আমাদের টেলিনের গির্জ-কষ্টিাঞোলায়