পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ኃዓe নির্বাসিত যুক্ত হৃষীকেশ কাঞ্জিলালের পত্নী। স্বামীর নির্বাসনের পর, দিনের পর দিন, দুঃখ ও যাতনার আগুনে পুড়িয়া পুড়িয়া তিনি কিরূপে অসহায়ের অবলম্বল ভগবানকে উপলব্ধি করিতে পারিয়াছিলেন এবং ধর্মগ্রন্থাদি অধ্যয়নের দ্বারা কিরূপে তাহার স্বরূপ নিৰ্দ্ধারণ করিতে পারিয়াছিলেন তাহার পরিচয় বা লেখিকার ধর্শ্বভাবের ক্রমোন্নতি বইটিতে বেশ স্পষ্ট পাওয়া যায়। দুঃখ-কষ্টের মধ্যেও আনন্দ লাভ করিয়া লেখিকা ঘেরূপে ভগবানে আত্মসমর্পণ করিয়াছেন তাহা দেখিলে বিস্মিত হইতে হয়। বইটি সাধারণ পাঠকের নিকট গুরু হইবে, তত্ত্বজ্ঞের নিকট আদর পাইবে। বইটির শেষে দুইটি অঙ্ক কবিতা আছে। দুইটিই ভালো। স্বাধীনতার षप्य औबन वांशउि ब्रिांटझन यॆांशत्र श्राभ्रेो, शांत्रालैौब्र शात्रव्र এমন এক পীড়িত মেয়ে স্বাধীনতা ও বিপ্লবের যেরূপ উপলব্ধি করিয়াছেন তাহ সুন্দর। স্বাধীনতা ও 越 w ব - ও বিপ্লবকে উদ্দেশ করিয়া তিনি স্বাধীনতে, হে অমৃতে, তব মহিমায় উদ্ভাসিত, আনন্দিত নিখিল ভুবন । প্রকৃত স্বরূপ তুমি নিখিল জীবের, আনন্দের অমৃতের তুমি প্রস্রবণ। তুমি উৎস শিল্প-বিদ্যা-জ্ঞান-বিজ্ঞানের ; স্বাধীনতে, জগতের তুমিই জীবন।

  • 3r 家 স্বাতন্ত্রোর ক্ৰোধবহ্নি তুমি হে বিপ্লষ, স্বায়ের দারুণ দও, হে চির-বিজয়ী, মনোহর শত্ৰুভয়কারী রূপ তব

নিরখি পুলকে মম প্রাণ উঠে ভরি। শিখ-পরিচয়—প্রদেবেন্দ্রনাথ মিত্র, বি এ । বি, প্র, ভাণ্ডায়, বসন্তকুটার, গোন্দলপাড়া, চন্দননগর, । দাম চার আলা। বইটিতে শিখ জাতির দশটি গুরুর জীবন-কথা, তাহাদের উপদেশ ও শিখ জাতির ইতিহাস খুব সংক্ষেপে বিবৃত হইয়াছে। অল্পের মধ্যে যাহারা শিখদিঞ্জের পরিচয় জানিতে চান, বইটি উহাদের কাজে লাগিৰে । e শাস্তি—শ্ৰীক্ষিতীন্দ্রনাথ ঠাকুর । আদি ব্রাহ্ম-সমাজ যন্ত্রালয়, as অাপার চিৎপুর রোড, কলিকাতা । দাম বারে আন । গান ও কবিতার বই। লতাপাতা—শ্ৰীঅমূল্যরতন বিশ্বাস, বি-এ । প্রকাশক লীঅমৃতলাল দত্ত, খাসিয়াল, যশোহর। দাম এক টাকা । পদ্যের বই। না আছে ছন্দ, না আছে ভাব। এমন বই প্রকাশ না করাই উচিত ছিল । রামকৃষ্ণ মনঃশিক্ষা—অন্নদা ঠাকুর দ্বারা প্রাপ্ত। প্রকাশক শ্ৰীনলিনচন্দ্র পাল বি, এ, ১৯ নং মেছুয়াবাজার ষ্ট্রট, কলিকাতা । দাম এক টাকা । রামকুকপরমহংসর উপদেশ পদে গ্রথিত । কল্যাণী—ঐনিত্যনিরঞ্জন সান্তাল। প্রকাশক ঐবিষ্ণুরঞ্জন সাঙ্কাল, সলপ । দাম আট আনা । g কবিতার বই। কয়েকটি কবিতা মন নয়। মাঝে-মাঝে ছন্দের দোষ আছে ; ছাপার ভুলও অত্যন্ত বেশী। 33 প্রবাসী—ভাদ্র, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড সরল গঠন-তত্ত্ব—ঐ শৈলেশ্বর সাহাল বি-ই। প্রকাশক দি বুক্‌ কোম্পানি, কলেজ স্কোয়ার কলিকাতা । দাম এক টাক মাত্র। ১৩৩১ । এই বিষয়ের বই বাংলা ভাষাতে বেশী নাই। এই বইখানি প্রণয়ন করিতে গ্রন্থকারের বিশেষ চেষ্টা এবং অধ্যবসায়ের পরিচয় প্রত্যেক পাতায় পাওয়া যায় । বইখানিতে কতকগুলি পরিভাষা প্রণয়ন কষ্ট-কল্পনা করিয়া করা হইয়াছে এবং তাঁহা অনেকের পক্ষে সহজে বোধগম্য হইবে বলিয়াও মনে হয় না। আমাদের দেশের ঠিকাদারেরা এবং অনেক ইঞ্জিনিয়ার পূর্ববিভাগের কার্যক্ষেত্রে নামেল বিশেষ ব্যাবহারিক জ্ঞান না লইয়াই ; তাহীদের পক্ষে এই বইখানি বিশেষ উপকারী হইবে, এবং আশা করা যায় এই বইখানিকে তাহার কাজে লাগাইবেন । বইখানিতে পুৰ্ববিদ্যার কেবল মাত্র নিয়মাদি এবং নিৰ্ম্মাণ-কৌশলই আলোচিত হয় নাই, ইহাতে পুৰ্ববিদ্যা-ব্যবসায়ীদের অবগুজ্ঞাতব্য বিষয়গুলি, যেমন ব্যয়-নির্ণর, পরিমাণ-নির্ণয়, বিভিন্ন দ্রব্যের ওজন ইত্যাদি অক্ষাগু অনেক বিষয়ই আলোচিত হইয়াছে। চিত্র-সম্বলিত হওয়ায় বইখানি সহজ-বোধ হইয়াছে। মাঝে মাঝে ফুটনোট দেওয়ার ভাল হইয়াছে, কারণ এই-সমস্ত বিষয়ে এখনও এমন অনেক কিছু আছে, যাহা বাংলা অপেক্ষ ইংরেজিতেই আমরা ভাল বুঝি— কথাটা দুঃখের হইলেও সত্য। মোটের উপর বইখানি প্রণয়ন করির লেখক সকলেরই ধন্যবাদার্হ এবং বিশেষ করিয়া বাঙ্গালী পূৰ্ববিদ্যাব্যবসায়ীদের কৃতজ্ঞতার পাত্র হইয়াছেন । বইখানির বাধাই, ছাপা, কাগজ সবই ভাল। ইংরেজি টেক্‌নিক্যালু বইএর তুলনায় দামও কম । পার্থী—ঐজগদানন্দ রায় প্রধত। প্রকাশক ইণ্ডিয়ান প্রেস লিমিটেড, এলাহাবাদ। প্রাপ্তিস্থান, ইণ্ডিয়ান পাবলিশিং হাউস, ২২।১, কর্ণওয়ালিস ষ্ট্রটু, কলিকাতা । দাম ১ < । ১৩৩১ । বাংলা-সাহিত্যে জগদাননা-বাবুর নূতন পরিচয় অনাবষ্ঠক । বৰ্ত্তমানে বাংলায় বৈজ্ঞানিক বিষয় এমন শিশু-যুব-বৃদ্ধ-জন-মনোহরণ করিয়া আর কে লিখিতে পারেন জানি না। আলোচ্য বইখানি শিশুদের জন্ত লেথা । বইখানিতে পার্থীদের সম্বন্ধে যাহা জানা দরকার সবই কাছে । তাহীদের জন্ম এবং মৃত্যুর মধ্যে কিছুই বাদ নাই । আমাদের দেশের পার্থীদের সম্বন্ধে বিশেষ-ভাবে আলোচনা করা হইয়াছে। বইখানি যাহাঁদের জন্তু লেথা তাহারা ইহা একবার আরম্ভ করিলে, শেষ না করিয়া উঠিবে না—এবং ইহার আনন্দ হইতে বুড়ারাও বাদ যাইবেন না। বইএর ছবিগুলিও ভাল হইয়াছে। শিশুকাল হইতেই বদি বালকদের মনে এই-সমস্ত পুস্তক পাঠ করাইয়৷ বিজ্ঞান-বিষয়ে তাহাদের একটা স্বাদ জন্মান যায়, তবে বড় হইয়া তাহারা পৃথিবীর অন্যান্ত বৈজ্ঞানিক বিষয়ের অনেক কিছু মনোযোগ দিয়া পাঠ করিবে আশা আছে, এবং তাঁহাতে উপকার ছাড়া অপকার নাই। আমাদের দেশে বিদ্যালয়ে যে-সমস্ত বৈজ্ঞানিক পুস্তক পাঠ করান হয়, তাহাতে শিশুর কচি মন বিজ্ঞানের প্রতি বিরূপ হইল বায়—ঐ-সমস্ত বই ইংরেজি বৈজ্ঞানিক বইএর “মখি-লিখিত স্বসমাচারের" মত অনুবাদ । অমুবাদকের কোনপ্রকার বিদ্যা আছে বলিয়া মনে হয় না। জগদানন্দ-বাবু নিজে বৈজ্ঞানিক এবং তার উপর পাকা শিক্ষক, “স্কুল-মাষ্টার” নন, কাজেই শিশুদের মন আকৃষ্ট করিবার মত করিয়া বৈজ্ঞানিক বিষয় লিখিবার তাহার যথেষ্ট ক্ষমতা এবং জ্ঞান আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় জগদানন্দ-বাবুর এই-- সমস্ত বই স্কুলপাঠ্য হইবে না । বইখানির ছাপা কাগজ বাধাই ইত্যাদি সবই ভাল, তবে একটা বিষয়ের ক্রটি আছে মনে হয়—