পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ৷

শ্ৰী বসন্তকুমার বন্দ্যোপাধ্যায় লিখিয়া থাকেন। জেমুটু সম্প্রদায়ের একখানি গ্রন্থ লিখিতেছেন । - শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বি-এ, ‘বিধির বিধান’ নামক একখানি উপন্যাস ১৩২৫ সালে পাঠ্যাবস্থায় রচনা করিয়াছিলেন। নিয়তির চক্র ইহার আর-একপানি পুস্তক । শ্ৰীযুক্ত ভোলানাথ চক্রবর্তী, ‘জাতি-তত্ত্ব-নিরূপণ'নামক একখানি পুস্তক ১৩১৪ সালে প্রকাশ করেন । । ৬ মহেন্দ্রনাথ নন্দী ; অৰ্দ্ধ শতাব্দী পূৰ্ব্বে ইনি চন্দননগরে নানা বিষয়ুের একজন উদ্যোগী লোক ছিলেন। তিনি একখানি অভিধানের কিয়দংশ প্রকাশ করিয়াছিলেন বলিয়। শুনা যায়। ৮ মধুমাধব চট্টোপাধ্যায়,—ইনি বৃদ্ধ বয়স পৰ্য্যস্ত যাজ্য কৰ্ম্ম ও দোকানে মুহুরির কাজ করিতেন। গান বাধিবার সম্বন্ধে তুিনি চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় ዓዓፄ র্তাহার ক্ষমতা ছিল। চিস্তে মালা ও নবীন গুইয়ের পাচালীর দলে তিনি পালা বাধিয়া দিতেন । নিজেও একীি পাচালীর দল করিয়াছিলেন। রহস্য-পাচালী’ নামে বিবিধ রহস্য-সঙ্গীত সহ একখানি পুস্তক রচনা করিয়া ছিলেন। এতদ্ভিন্ন প্রচলিত প্রবাদসকল সংগ্ৰহ করিয় তাহার উৎপত্তি ও অর্থ-নির্ণয় করিয়া v রাখালদা অধিকারী মহাশয় কর্তৃক সংশোধন করাইয়া ১৩০৫ ও ১৩০ সালে প্রবাদ-পদ্মিনী’-নামক তিন খণ্ড গ্রন্থ প্রকাশ করেন এ ভাবের গ্রন্থ বাঙ্গালায় আর নাই । ‘হেমোপাখ্যান নামে একখানি উপাখ্যান-পুস্তকের তিনি রচয়িত । শ্ৰীযুক্ত মতিলাল রায়,~প্ৰবৰ্ত্তক-সঙ্ঘের প্রতিষ্ঠাত বলিয়া ইনি খ্যাত। এই সঙ্ঘের দ্বারা যে-সব কাৰ্য্যে প্রবর্তন হষ্টয়াছে ও হইতেছে, গঠন-কার্য্যের জন্য যে চেষ্ট্র