পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓዓb~ প্রবাসা—আশ্বিন ১৩৩১ শ্ৰী মতিলাল রায় হইতেছে, এসকলের মূল মতি-বাবু। বৰ্ত্তমানে "প্ৰবৰ্ত্তক’-নামক মাসিক পত্ৰখানি ইহার দ্বারা সম্পাদিত হইয়া থাকে। ইহার ওজস্বিনী ভাষায় সুন্দর বক্তৃতা করিবারও বেশ ক্ষমতা আছে। উদ্বোধন’ ( ১৩২৬ ) নাটক, সাধনা’ ( ১৩২৬ ), ‘যুগবাৰ্ত্ত ( ১৩২৭ ), 'যৌগিক সাধনী (দ্বিতীয় ংস্করণ, ১৩২৮ ), “কৰ্ম্মের ধারা’ ( ১৩২৮ ), ‘লীলা’ ( দ্বিতীয় সংস্করণ, ১৩২৯ ) নামক প্রবন্ধাদিপূর্ণ পুস্তক ও ‘কানাইলাল” (দ্বিতীয় সংস্করণ, ১৩৩০) নামে চন্দননগরের কানাইলাল সম্বন্ধে একখানি পুস্তক রচনা করিয়াছেন। ব্রিটিশ গভর্ণমেণ্ট কর্তৃক ব্রিটিশ ভারতে শেষোক্ত গ্রন্থের প্রচার বন্ধ হইয়াছে। সাময়িক পত্রাদিতে তিনি বহু প্রবন্ধ লিথিয়াছেন । উল্লিখিত অধিকাংশ রচনাই উহু হইতে পুনমুদ্রিত । শ্ৰীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাবিনোদ,বৈদ্যশাস্ত্রী, ইনি একজন কবিরাজ । ‘বৈদ্যবেদ-বিদ্যালয়’ নামে ইংরেজি চিকিৎসাবিদ্য৯শক্ষা-সম্বলিত একটি { ২৪শ ভাগ, ১ম খণ্ড আয়ুৰ্ব্বেদ-বিদ্যালয় প্রতিষ্ঠা কfrয়ছেন । শ্রী-বপূজা-পদ্ধতি’ নামে একখানি ক্ষুদ্র পুস্তিক প্রণয়ন করিয়াছেন । v যদুনাথ মুখোপাধ্যায়, ‘চিত্তরঞ্জন উপন্যাস’নামে একখানি পুস্তক রচনা করেন । yঅন্নদাপ্রসাদ ও রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ুদিগেব সাগয্যে গিরিশচন্দ্র বিদ্যারত্ব মহাশয় দ্বারা সংশোধিত ইষ্টয়া ১৩০৩ সালে উহার তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় । যোগেন্দ্রলাল বস্থ-কলিকাতা ষ্টতে এখানে আসিয়া বাস করিয়াছিলেন । একজন কৃতবিদ্য লোক ছিলেন, শেষে খৃষ্টধৰ্ম্মে দক্ষিত হন । তাহার বঙ্গ-ভাষায় রচিত গ্রন্থের নাম দিয়াছিলেন ‘Original Works of Poor Jogendra Lal Basu.” যোগেন্দ্রনাথ দে,–চন্দননগর বারশতের দে বংশে ইনি জন্ম গ্রহণ করেন। SS SSAS SSAS SSAS SSAS শ্ৰী যোগেশ্রঙ্কুমার্ক্স চট্টোপাধ্যায়