পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ বিবিধ প্রসঙ্গ—প্রৰণসী বঙ্গসাহিত্য সম্মেলন 86ゞ শ্ৰীমুক্ত ভক্টর ভানুভূষণ দাশগুগ প্রবাসা বঙ্গসাহিত্য সম্মলনের ধনবিজ্ঞান শাখার সভাপতি শ্রীযুক্ত ডক্টর প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় ; ললিতকলা ও শিল্পশথির শ্রীযুক্ত অৰ্দ্ধেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায় ; বৃহত্তর বঙ্গশাখার ত্রযুক্ত নলিনীরঞ্জন সরকার ; এবং দর্শন-শাখার শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। ত্রযুক্ত সরলা দেবী চৌধুরাণী সঙ্গীত-শfথার উদ্বোধন কfরবেন। কোন দিন কোন অধিবেশন বা অল্প অনুষ্ঠান হইবে, তাহার তালিকা নীচে দেওয়া হইল। আবগুক হইলে ইহার অল্পধিক পরিবর্তন হইতে পরিবে । সমুদয় অনুষ্ঠানের তালিকা ও ক্রম শীঘ্রই মুদ্রিত হইবে। ১০ই পৌষ ২৬শে ডিসেম্বর অপরাহ্লে বঙ্গীয়-সাহিত্যপরিষদ মন্দিরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কর্তৃক প্রদর্শনীর উদ্বোধন ; সন্ধ্যায় রেডিও দ্বারা সঙ্গীতাদি ; তৎপরে পরিচালক সমিতির অধিবেশন । ১১ই পৌষ ২৭শে ডিসেম্বর কবিসৰ্ব্বিভৌম প্রযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সমগ্র সম্মেলনের উদ্বোধন, অভ্যর্থনাসমিতির সভাপতির বক্তৃত, সভাপতি ঐযুক্ত স্তর লীলগোপাল মুখোপাধ্যায়ের অভিভাষণ, ইত্যাদি । এই দিন গত অধিবেশনের কার্যবিবরণপাঠও হুইবে । সাহিত্য-শাখার l Af উদ্বোধন এবং তাহার সভাপতির অভিভাষণ-পঠিও এই দিন হইবে । অপরাহ্লে কলিকাতার মেয়র ত্রযুক্ত নলিনীরঞ্জন ষ্ট্ৰীযুক্ত ডক্টর সুবিমলচন্দ্র সরকার প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের শিক্ষাবিজ্ঞান-শখর সভাপতি সরকারের প্রীতি-সম্মিলনী । নিৰ্ব্বাচন সমিতির অধিবেশন । ১২ই পৌর ২৮শে ডিসেম্বর দর্শন-শাখার উদ্বোধন ও তাহার সভাপতির অভিভাষণ, এবং প্রবন্ধপীঠ। সাহিতাশাখার প্রবন্ধপাঠ । “বৃহত্তর বঙ্গ” শাখার উদ্বোধন ও তাহার সভাপতির অভিভাষণ, এবং প্রবন্ধপাঠ। ইতিহাসশাখার উদ্বোধন, তাহার সভাপতির অভিভাষণ, এবং এবদ্ধপীঠ। ষ্টীমারে মিলনী ক্লাবে ঠি-সন্মিলনী। সন্ধ্যার পর সঙ্গীত ও অভিনয়”। ১৩ই পৌষ ২৯শে ডিসেম্বর ললিতকলা ও শিল্প-বিভাগের উদ্বোধন, সভাপতির অভিভাষণ ও প্রবন্ধপীঠ । যামিনীরঞ্জন রাৱে চিত্রাগার দর্শন। শিক্ষাবিজ্ঞান-শাখার উদ্বোধন, তাহার সভাপতির অভিভাষণপাঠ ও প্রবন্ধপাঠ। বিজ্ঞান সন্ধ্যর পর সম্মেলনের বিষয়