পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وق التي لايقا রাজনীতিক্ষেত্রে সুপরিচিত ৮মনোরঞ্জন গুহ ঠাকুরতা মহাশয়র এক সময়ে গিরিডিতে অভ্রের খনি ছিল । ইনি স্থানীয় পুরাতন প্রবাসী বাঙালীদের মধ্যে অন্ততম ছিলেন । গিরিডিতে ইহার বাট বর্তমান । ত্রযুক্ত গগনচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ও এক জন স্থানীয় অভ্র-ব্যবসায়ী । ইহার এস্থানে fনজস্ব বাট ও জমি আছে । ইনি এক জন মিউনিসিপ্যাল কমিশনার। ইহার পিতা ৮মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় একাদিক্ৰমে কুড়ি বৎসর যাবৎ এস্থানের ষ্টেশন-মাষ্টার ছিলেন। ত্রযুক্ত প্রবোধচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় পূৰ্ব্বে কলিকাতায় বেচু চাটুজ্জে ষ্ট্রীটে বাস করিতেন। ১৯১৫ সালে গিরিডিতে কপদকশূন্ত অবস্থায় আসিয়া কিছুকাল স্থানীয় কাছারীতে ওকালতি করিয়াছিলেন ; পরে অভ্রের ব্যবসায় আরম্ভ করিয়া বিশেষ লাভবান হন । এখনও ইনি বিলতে অভ্র রপ্তানী করিয়া থাকেন। স্থানীয় বিহার-মাইকা কোম্পানীর ইনিই স্বত্বাধিকারী । গিরিডিতে ইহার একাধিক বাড়িঘর আছে ; ইনি এ স্থানের স্থায়ী অধিবাসী। রাখালদাস চট্টোপাধ্যায় ও রাজকৃষ্ণ সাহানা মহাশয়দের কোদম্মীর নিকট অভ্রখনি বৰ্ত্তমান । গিলোপী রজার্স পিরেট কোম্পানী এই স্থানের প্রধান অভ্র-ব্যবসায়ী ; ইহার ম্যানেজার শ্ৰীযুক্ত নিবারণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় বহু বৎসর যাবৎ এই কোম্পানীতে কার্য্য করিতেছেন । সামান্ত কৰ্ম্মচারী হইতে স্বীয় কাৰ্য্যদক্ষতায় এইরূপ দায়িত্বপূর্ণ পদে ইনি উল্লভ হইয়াছেন । অভ্রের শ্রেণী-বিভাগকার্য্যে ইহার মৃতীয় অভিজ্ঞ ব্যক্তি বিরল। গিরিডিতে ইহার বাড়ি আছে । বাঙালীদের মুদিখানার দোকান গিরিডিতে পাঁচখানি আছে। তন্মধ্যে মকতপুরার জ্ঞানবাবুর দোকান সমধিক জনপ্রিয় ও প্রাচীন । ইহার স্বত্বাধিকারী শ্ৰীযুক্ত জ্ঞানেন্দ্রনাথ দত্ত মহাশয়ের আদি নিবাস ছিল যশোহর জেলার অস্তর্গত মাগুরা অমৃতবাজার গ্রামে। প্রায় পচিশ বৎসর পূৰ্ব্বে স্বাস্থ্যেীশ্নতিক:মনীয় ইনি গিরিডিতে আগমন করেন । পরে ক্রমে একখানি ছোট মুদির দোকান খুলিয়া বসেন। এখন নিজস্ব বাট করিয়া ইনি এ-স্থানে স্থায়ী বসবাস করেন। কয়লার ডিপো, মণিহারী দোকান চারি-পাঁচখামি fieftă? কোনও বাঙালীদের দ্বারা প "... డ

  • বিষ্ণু

হেলথ হল, ইম্পিরিয়াল মেডিক্যাল Rপ্রবাসী ; ! ఎని8సి ড্রাগিষ্টস হল, সুলভ ফাৰ্ম্মেসী, কৃষ্ণভাবিনী মেডিক্যাল হল প্রভৃতি স্থানীয় সকল ঔষধালয়গুলিই প্রবাসী বাঙালীদের দ্বারা পরিচালিত । ইম্পিরিয়াল মেডিক্যাল হলের স্বত্বধিকারী শ্ৰীযুক্ত সত্যদাস রায় মহাশয় ঈষ্ট ইণ্ডিয়ান রেল কোম্পানীর স্থানীয় কোলিয়ারী আপিসের হেড ক্লার্ক । ~, . . * শ্ৰীযুক্ত রামলীল বন্দ্যোপাধ্যায় গিরিডিতে দৰ্জ্জিমহল্লা নামক স্থানে ‘ঘোষ হাজরা এণ্ড কোং’ নামে বাঙালীদের একটি কাপড়-কাচা সাবানের কারখানা আছে । সুখের বিষয়, ইহাদের প্রস্তুত সাবান এস্তানে বেশ আদৃত হওয়ায় কারখানা উত্তরোত্তর শ্ৰীবৃদ্ধি লাভ করিতেছে । গিরিডি ইলেকট্রিক কোম্পানী ব্যবসায়ক্ষেত্রে বাঙালীর ক্রমোন্নতির আর একটি নিদর্শন । ১৯২৯ খ্ৰীষ্টাব্দের নবেম্বর মাসে বীরগণ্ডীয় তিন বিঘা জমি নিরানব্বই বৎসরের জন্ত ইজারা লইয়া ইহার বিদ্যুৎ-উৎপাদন গৃহ (power house), বিশ্রাম কুটির নামক কার্যালয় প্রভৃতি নিৰ্ম্মাণ আরম্ভ হয় ও তজন্ত একুশ হাজার টাকা ব্যয়িত হয়। সাতাশী হাজার টাকা মুলোর বিদ্যুৎ-উৎ দক মন্ত্রপাতি ক্রীত হয় ও বিদ্যুৎসরবরাহের আনুষঙ্গিক অষ্টান্ত বন্দোবস্তের জন্তও একানব্বই হাজার টাকা ব্যয়িত হয় ১৯৩১ সালের ২৮এ মার্চ তারিখে ইহাঁর স্বারোদঘাটন-উৎসব সম্পন্ন হইয়াছে ও ৩১এ মার্চ হইতে গিরিডিতে তড়িৎ-প্রবাহ সরবরাহ হইতেছে । এই কোম্পানী এখন সমস্ত গিরিডি শহরে তড়িৎপ্রবাহ সরবরাহ করিয়া থাকেন। লালজী এণ্ড কোম্পানী উপস্থিত ক্লিশ বৎসরের छ३शंद्र भाग्नछि ख्रिबल्लेब ब्र” इङिदक श्रेंद्राश्न । ॐ नं नाडीशचीन शऐ, शनिशठी देशन अङ्ग ११ः