পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মকান্তন --বেশ, তাই বল দিকিন ! শিঙ্গীর । জমাদার বাবু—তাই ব’লে ফেল । —আজ সকালবেলায় ঘুম ভাঙতে-না-ভাঙত্তেই ডাক পড়ল-রজনী, রজনী ! হাত-মুখ তখনও খুতে পারি নি। দৌড়ে গেলাম মাঝের কোঠায়। বাবু আমাকে দেখে নড়েচড়ে পাশ ফিরে গুলেন, মা পাশ থেকে ঘোমটা দিয়ে উঠে দাড়ালেন। বাবু জোরে হাই তুললেন, হাতের দশ-দশটি আঙুল মটকালেন, তার পরে আস্তে আস্তে ভারী গলায় বললেন,—রজনী, যা একটু গোয়ালদিঘী,—এখনকার ষ্টীমারেই যা, জামাই বাবুকে নিয়ে আয় । বলবি–বাব৷ আপনাকে অবগুই যেতে বলেছেন । “শ্বগুর ভারী অসুস্থ, এক মাসের বিদায় চাই”—বলিয়া তার লেখা হইল । জমাদার বাবুর দুই জন, সিপাই গণ্ডাতিনেক—সবাই “আমি তাঁর’ করে আসি,” “নেই হাম যাতে হ্যায় দৌড়কে” বলিয়া যে কাড়াকড়ি আরম্ভ করিল তাহাতে অ'মার প্রতি তাঁহাদের অটল শ্রদ্ধা না হউক তাহাঁদের উপর আমার যে অবাধ অধিকার প্রতিষ্ঠিত হইয়াছে তাঁহাতে আর সন্দেহ রহিল না । রজনী আমার বিরক্তিপূর্ণ রক্রিম চাহনি দেখিয় সরিয়া পড়িয়াছিল। তাহকে বাসায় লইয়া গিয়া খাওয়াইবার বাবস্থা লইয়াও খুব কড়াকড়ি টানাটনি পড়িয়া গেল। বিছান, ট্রাঙ্ক বক্স ম লপত্তর ইত্যাদি কম ত নয় ? সাজাইয়া-গুছাইয়া ষ্টেশনে অt প্রায় নয়টা বাজিয়া গেল। ষ্টীমার তখনও দেখা দেয় নাই। মাষ্টার বাবু "চেয়ার’ ‘চেয়ার’ করিয়া অস্থির, শীঘ্ৰ জোগাড় করিতে না পারিয়া নিজের আসনই ছাড়িয়া দিলেন । বসিয়া সিগারেটের উন্টোদিকটা ধরাইয়া ফুকিতে ফুকিতে হাকিয়া ডাকিলাম, “রজনী, ব্যাটা এদিকে আয়ত ছুটে ।” বেচারা পিছনে মাখা গু"জিয়া ছিল, ভয়ে ভয়ে আলিয়া বলিল, “বাৰু po —তোর মণিমালা দিদি কিছুই বলে দেন নি ? —বাবু না, তার সঙ্গে ত দেখাই হয় নি ? —বলিস্ কি ? কালও হয় নি। —কাল বিকেলে, কি একটা কাজের জন্ত ডেকেছিলেন, মুখচোখ তার একটু ভারী বোধ হচ্ছিল। --রাটি গক আসবার সময়ে আবার একটু দেখাও ক’রে এলি নে ? –বাৰু, না-ৰাব আমায় যে তাড়া ক’রে পাঠিয়ে দিলেন, তাতে ত আমি দুটো মুখেও দিয়ে আসত্তে পারি নি । স্বল্পর মহাশয়ের এই জংখা তাড়াছড়ার জন্ত র্তাহাকে १छबन लिटल गाब्रिणांम म! । अश्रु मम शरेंझांहे औमारब्र উঠিয়া পড়িলাম। । লাভষ্ট্রোক い。” ইণ্টার ক্লাসের টিকিট হইলেও ফাষ্ট ক্লাসটা দখল করিয়া লইতে আর বেগ পাইতে হইল না । রজনীকে. মালপত্তরের পাহারায় রাখিয়া গিয়া কেবিনে , গুইয়া পড়িলাম । 'জেরা করিয়া অন্ত সব ক্ষেত্রে সুফল পাইয়া থাকিলেও এক্ষেত্রে কেমন যেন উণ্টো ফলই ফলিল। শ্বশুর-মহাশয়ের হাইতালা—দশ-দশটি আঙুল মটকানো—মণিমালার চোখ মুখ ভারী—উঃ—কিছুই ত হদিস মিলে না ! ইহার উপর ছারপোকার কামড়ে একেবারে ছটফট করিতে লাগিলাম। মনে করিলাম এ ক্লাসের যাত্রীরা নেহাৎ “ভালমানুষ’ হিসাবে বোকা, তাহা না হইলে তাহার! স্ট্রীমার কোম্পানীকে ভাড়া এবং ছারপোকা মাকড় ও জোককে গায়ের রক্ত দিতে কিছুতেই সম্মত হইত না । পরদিন সকালবেলায় খুলনা ষ্টেশনে পৌছিয়া জেটি পার হইতে না-হইতেই “বাবা অনিল, এই বে তুমিএসেছ ?—এই ঘোড়াগাড়ী-রজনী গাড়ীটা ডাক্ত”— ইত্যাদি চীৎকার করিতে করিতে স্বয়ং শ্বশুর-মহাশয় দর্শন দিলেন । ভাই ত—লোক না-পাঠালে কি আর তোমার আসা হত –আচ্ছা, আচ্ছা, থাম, পদধূলিটুলি নেওয়াটা, ও পূৰ্ব্বকালের অমার্জিত প্রথা—বলি শরীর ভাল ত ? গাড়ীতে উঠিতে উঠিতে বলিলাম,—আজ্ঞে হ্যা, এক রকম ভালই—তবে মনে অশাস্তি—এই যা ! বাড়িতে কারুর অমুখ-বিমুখ নেই ত? দোলা থাইতে খাইতে—না ; বলাই, সবাই বেশ আছে | আমি-"হঠাৎ মুখস্বপ্নে অচেতন হইয়া পড়িলাম । তাহা হ’লে ত তরুণী তীর্য্যার সহিত একমাস কালের অবিচ্ছিন্ন মিলন। সে যেন মুর্ত হইয়া চোখের সামনে ভাসিয়া বেড়াইতে লাগিল। মনে হইল গাড়ী মোটেই চলে মা, ইাকিলাম,—এই বেটা-চা—লা । কিছু ক্ষণের জন্ত অন্তমনস্ক হইয়া পড়ায় গুৰুজনের বক্তৃতার অনেকটা ধরিতেই পারি নাই। কেৱল শিষ্টণ্ডার খাতিরে ই বা না করিয়া যাইতেছিলাম। "উত্তর ঠিক না হওয়ায়ই বোধ করি ক্ষেপিয়া গিয়া আমার হাতখনি . ধরিয়া বেশ নাড়া দিয়া তিনি বলিলেন—বলি, গুনছ ত ? कांग ब्रविदांब ७ *बs बक-4 छ्-विप्नद्रश् छूी निtा এসেছ ত? হঠাৎ মুখ শুকাইয়া গেল, সালে স্থৰ করিয়া বলিয়া ফেলিলাম—ছুটি ভ এক মাসেরই নিয়ে এসেছি । ব্যাপার গুরুতর বলেই মনে হয়েছিল। যাক -क्रङि श्रीब्र किहे ब श्छtश् ? छू काल क'tब्र अरान् उ कब्राहे cबरछ भांtन । विषक्री ५कहे भूगरे "