পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ স্তর রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় نام بسی দখা যায় কয়েকটি গুণের অপূৰ্ব্ব সমাবেশ। এইরূপ দৃঢ়প্রতিজ্ঞ চাকাঙ্ক্ষী, অক্লাস্তকৰ্ম্ম, কষ্টসহিষ্ণু ভাগ্যবান পুরুষ খুব কমই দখা যায়। র্তাহার জীবনচরিত-লেখক শ্ৰীযুক্ত মহীন্দ্র গহার পুস্তকের একস্থানে লিথিয়াছেন যে, তিনি যখন পলত লকলে কাজ আরম্ভ করেন, তখন নে তের-চৌদ্দ ঘণ্ট। কঠোর পরিশ্রম রিতেন । মন্ত্রের সাধন কিংবা শরীর ভন ইহাই তাহার জীবনের মূলমন্ত্র । তিনি জীবনের প্রারম্ভে দুঃখকষ্ট ও ধরুচ্ছ তার ভিতর কাহারও অধীনত। ৗকার করিবেন ন! বলিয়৷ যে-প্রতিজ্ঞ। রিয়াছিলেন, আজও জীবন-সায়াহ্নে দ-প্রতিজ্ঞ অক্ষুঃ রহিয়াছে । যখন তিনি মার্টিন কোম্পানীতে ংশীদাররূপে প্রবেশ করেন, তখন মার্টিন কাম্পানীর অন্যতম অংশীদার স্তর কুইন মাটিনের সহিত এই চুক্তি রেন যে, সমান অংশীদার রূপেই তিনি মাসিতে রাজা, নতুবা নহে । সেই ময় তিনি ইউরোপীয় কৰ্ম্মক্ষেত্র ক্লাইভ "টে অপরিচিত ছিলেন । যদিও তিনি জানিতেন যে, মার্টিন কম্পিানীতে প্রবেশ না করিলে তাহার ছু আর্থিক ক্ষতি হইবে এবং ব্যাপকগবে কৰ্ম্মক্ষেত্রে প্রবেশ করিবার অপূৰ্ব্ব যোগ হারাইবেন তথাপি তিনি নিজের আদর্শচ্যুত হইলেন না । স্তর একুইন টিন রাজেন্দ্রনাথের গুণাবলীর পরিচয় ইয়াছিলেন, সুতরাং তাহাকে সমান ংশীদার রূপেই গ্রহণ করিলেন, তাহারই হায্যে তিনি এলাহাবাদ, লক্ষ্মেী, টিন ইত্যাদি শহরে জলকলের টাক্ট পান ও তাহ সুচারুরূপে সম্পন্ন রেন । কোন কাজে হাত দিলে হা সুন্দররপে সম্পন্ন করাই তাহার বিশেষত্ব। কলিকাতা অন্যান্য স্থানে মার্টিন কোম্পানীর ইমারতসকল নিৰ্ম্মাণ Iণালীতে র্তাহার বৈশিষ্ট্যের পরিচয় দেয়। কলিকাতা অক্টোরিয়া মেমোরিয়াল তাহার নির্মাণশক্তির অপূৰ্ব্ব দর্শন। যদিও ইহার পরিকল্পনা বিলাতের প্রসিদ্ধ স্থপতি র উইলিয়ম এমারসন প্রস্তুত করেন, তথাপি রাজেন্দ্রনাথের রামর্শ অনুসারে মূল নক্স। তিনি অনেক পরিবর্তন করেন । দ রাজেন্দ্রনাথের পরামর্শ সম্পূর্ণরূপে গ্রহণ করা হষ্টত, তাহা হইলে পূৰ্ব্ব পরিকল্পনা অমুসারে সবটাই শেষ করা যাইত। ভিত্তি অত্যধিক ভারাক্রান্ত হওয়ায় কয়েকটি মিনারেট বসান হয় নাই । কলিকাতার উপকণ্ঠে ও অন্যান্য স্থানে তিনি লাইট স্তর রাজেন্দ্রনাথ মুপোপাধ্যায় রেলওয়ে স্থাপন করিয়া স্থানীয় অধিবাসীদিগের অনেক অস্থবিধা দূর করিয়াছেন । জলকল বা রেলওয়ে নিৰ্ম্মাণ অথবা এলাহাবাদ, লগ্নেী, বেনারস, জব্বলপুর, ইত্যাদি স্থানের বৈদ্যুতিক কারখানা স্থাপন প্রভৃতি জনহিতকর কায্যে তাহার নৈপুণ্য নিয়োগ করিয়াছেন । আগ্রা জলকল প্রস্তুত করিবাব জন্য টেণ্ডার বাহির হইলে রাজেন্দ্রনাথ যে দর দেন তাহ অন্যান্য কোম্পানী হইতে অনেক কম হইলেও, তিনি দেশী লোক তদুপরি বাঙালী, এই