পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

m = আষাঢ় আয়ুৰ্ব্বেজবিজ্ঞান ৩৫১ | হইতেছে ৪ ইউরোপীয় ভৈষe-সংগ্রহে গৃহীত হইতেছে শুনিতেছি। এমন কি মকরধ্বজ প্রভৃতি যৌগিক ঔষধগুলিও ডাক্তারের ব্যবহার করিতেছেন ও জাৰ্ম্মানী হইতে তাহার আমদানী হইতেছে। ডাক্তারের যে ষ্টেথেস্কোপ, থার্শ্বোমিটার প্রভৃতি যন্ত্র ব্যবহার করেন তাহাম্বারা তাহাধের শস্ত্রের কোন বিশেষ বৈজ্ঞানিকত্ব সিদ্ধ হয় না, কারণ পায়ীক্ষিক উপায়ে যাহা কানে শোনা ধান্তু বা স্পর্শে পাওয়া বার বা চক্ষুতে দেখা যায় তাহাই স্বগম করিবার জন্য ঐ সমস্ত যন্ত্রাদির ব্যবস্থার। ইহাম্বারা ডাক্তারী শাস্ত্রের কোন নবীন প্রকারের বৈজ্ঞানিকত্ব সিদ্ধ হয় না। ঔষধাদি প্রয়োগ সম্বন্ধেও র্তাহাদিগকে ৪ অধিকাংশ সময়েই ফলের উপর নির্ভর করিখ থাকিতে হয়। কোন ঔষধ কিরূপে কাৰ্য্য করিল, কোন ঔষধ শরীরের মধ্যে প্রবেশ করিয়া কিরূপ জৈব বিকার সম্পাদন করিল তাহ সম্পূর্ণভাবে জানা যাইতে পারে না । শারীর রসামনের তাদৃশ উন্নতি এখনও মৃদুরপরাহত। হস্ত পরীক্ষাদ্বারা এরূপ স্থির করা যায় যে, অমুক ঔষধের ভেকের বা বিড়ালের হৃদযন্ত্রের উপর এইরূপ প্রক্রিয় হয় ; কিন্তু সেই ঔষধ দ্বারাই সেই সমস্ত প্রাণীর অস্তান্ত শারীর যন্ত্রের কিরূপ বিপার হয় তাহ হয়ত প্রত্যক্ষ হয় না। জীবশরীর তাহার সমস্ত ষষ্কমণ্ডলীর উপর প্রতিষ্ঠিত স্বতন্ত্র জৈবশক্তি দ্বার। পরিচালিত । এই জৈবশক্তি বিভিন্ন অবন্ধবের মধ্য দিম্বা বিভিএভাখে আত্মপ্রকাশ করিলেও তাহাদের মধ্য এমন একটি মূলগত ঐক্য আছে ঝে কেবল যন্ত্রবিশেষের উপর প্রভাব দেখিম। তাহার সমুদামের প্রভাব জানা যায় না। বে চিকিৎসক সমস্ত শরীর-পদ্ধতির আলোচনা না করিয়া কেবলমাত্র যন্ত্রবিশেষের উপর প্রভাব পধ্যালোচনা করিয়া ঔষধ প্রয়োগ করেন তিনি হয়ত সেই খন্ত্রের মঙ্গল করিতে গিয়া অন্য যন্ত্রের অপকার করিয়া বসেন। সমগ্রকে নী জানিয়া কেবল অংশবিশেষঞ্চে জানিয়া চিকিৎসা চলে না— চিকিৎসককে রোগীর অন্তরাত্মাকে সমগ্রভাবে জানিতে হইবে। যখনই কোন পরীক্ষাগারে কোন একটি ঔষধের প্রভাব পরিলক্ষিত হয় তখনই ডাক্তারের৷ পূৰ্ব্বাপর ধর্য্যালোচনা না করিম। সেই মন্থের রোগ দেখিলে সেই ঔষধ গুয়ােগ করিতে আরম্ভ করেন। ফলে ত্রিশ চল্লিশ বৎসর ধরিয়া লক্ষ লক্ষ লোকের প্রাণসংহার করিয়া পরিশেষে তাহার দোষ দর্শন করিয়া তাহা হইতে নিবৃত্ত হন । ইহা ছাড়া বিড়াল বা বানরের উপর ভেঙ্গের যে পরীক্ষা হয় নরশরীরেও ষে তাহার ফল সেইরূপই হইবে তাহাও বলা অভ্যস্ত স্বকঠিন। এইঞ্জস্ব . ডাক্তারী শাস্ত্রেও ভৈষজ্যসম্পন্ন অতি দরিদ্র । আয়ুৰ্ব্বেদ শাস্ত্রে সহস্ৰ সহস্ৰ ঔষধ শত শত বৎসর ধরিয়া মনুষ্যশরীরে পরীক্ষিত হইয়া আসিতেছে। অনেক ঔষধ হয়ত সহস্ৰ লহুক্স বৎসর ধরিয়া পরীক্ষিত হইয়াছে। সেইজঞ্চ আয়ুৰ্ব্বেদীয় ঔষধ প্রয়োগে বে নিশ্চিস্ততা এবং নিশ্চয়তা আছে ডাক্তারী ঔষধ প্রয়োগে - সে নিশ্চিন্তত ৰ নিশ্চয়তা নাই । ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শতাধিক বর্ষ ধরিয়া ক্রিমিনিদান নামে স্বতন্ত্র একটি নিদানশাস্ত্র উদ্ভূত হইয়া পরম ব্যাপকভl লাভ করিতেছে । এই নিদানশাস্ত্রের তাৎপধা এই যে, অধিকাংশ শারীরিক ব্যাধিই নানা গুণিজাতীয় উদ্ভিজাতীয় ক্রিমি দ্বারা উৎপন্ন হইম থাকে। এইজষ্ঠ ভক্তরের কান, নাক, চন্থ, গলবস্তু, নিষ্ঠুৰু, রক্ত, উরান্ত, পুরীষ, মূত্র, পূজ প্রভৃতি বিবিধ মস্ত পরীক্ষা করিম তদন্তঃস্থিত ক্রিমিগুলি অমুবীক্ষণ প্রভৃতি যন্ত্র দ্বারা প্রভাক্ষ কfরয় সেই ক্রিামমেহোৎপন্ন বিষের দ্বারা শরীরগত তং তং ক্রিমিবিষের চিকিৎসা করিয়া থাকেন। রোগের সাধারণ লক্ষণ অপেক্ষ তৎউৎ ক্রিমিঞ্জস্তত্বাবচ্ছিন্নত্বই তথতৎ রোগের লক্ষণ বলিয়া নির্দেশ করিয়া থাকেন। এই সমস্ত উপায়ে রোগের আরোগ হয় না তাহা আমরা বলি না, কিন্তু এই সমস্ত রোগ এবং তংতং কারণস্কৃত তৎতং ক্রিমিগুলি ষে ভেষজসাধ্য নহে ইহাও প্রমাণ করিবার উপায় নাই। ক্রিমিছন্তত্ব পুরস্কারে ব্যাধির ষে লক্ষণ দেওয়া হয় তাহা ষে উপাধিগ্রস্ত নহে, জর্থাৎ অন্ত হেতুৎপন্ন হইয়াও, তৎসহজাতত্ব পুরস্কারে ষে ক্রিমিজন্যত্ব হয় লাই ডাছাও প্রমাণ করিবার উপায় নাই । ইহা পূৰ্ব্বেই বলা হুইম্বাছে প্রাচীন আয়ুৰ্ব্বেদেও বহু ব্যাধির সহিত ক্রিমিকারণত অম্বিত বলিম্ব বণিত হইয়াছে। চরক বলিয়াছেন— SDDtttBB BBBBB BB BBBB BBDDD প্রতিগেনাক্তৰ সহজেতা ৷ BB BB BBBBBBBBBBBBBBBBSBBBB BBB শোণিতজা আলগ্রাশ্চেতি = —হে অগ্নিৰেশ, মনুষের শরীরে কতকগুলি স্বাভাবিক জীবাণু থাছে, তাহা ছাড়া আরও বিংশতি প্রক্ষার জীবাণুর কথা পুৰ্ব্বে বলা হইয়াছে।