পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আম্বিন ৰিবিধ প্রসঙ্গ—অতুলপ্রসাদ সেন షాఫెషి তাহাকে উহার ভাইস-চ্যান্সেলারের পদ দিবার প্রস্তাব হয় । তিনি তাহা গ্রহণ না-করিয়া ডক্টর রঘুনাথ পুরুষোত্তম পবাসপোকে উহা দিতে বলেন । তদনুসারে পরাঞ্জপো মহাশয় উহাতে নিযুক্ত হন। তিনি যেমন আগ্রী-অযোধ্য প্রদেশকে নিজের বাসভূমি করিয়াছিলেন, তথাকার লোকেরাও তেমনি তাহীকে আপনার জন বলিয়া গ্রহণ করিয়াছিলেন । অন্ত দিকে তিনি আবার সেই প্রদেশের প্রবাসী বাঙালীদের এক জন নেতা ও লক্ষেীয়ের বা থালীদেল নেতা ছিলেন । র্তাহীদের সব সামাজিক কাজে, সব সংস্কৃতিমূলক কাজে, বিশুদ্ধ আমোদপমোদে, শিক্ষায় তাহারা তাহার সহযোগিতা লাভ করিতেন । প্রবাসী-বঙ্গসাহিত্য-সম্মেলনের তিনি অন্ততম ম্প্রধান উদ্যোক্ত ছিলেন, এবং ইহার স্তই অধিবেশনে সভাপতি হইয়াছিলেন । প্রবাসী বাঙালীদের মাসিকপত্র ‘উত্তরা’র তিনি প্রথম সম্পাদক ছিলেন । বঙ্গের ও বঙ্গের বাহিরের বাঙালীদের মধ্যে তাহার স্মৃতি জাগরকে থাকিবে গানরচয়িতা, সুগায়ক, এবং কবি বলিয়া । তিনি প্ৰাণের গভীর আবেগে গান ও কবিতা রচনা করিতেন, এবং তিনি যে গান করিতেন তাহাতে র্তাহার প্রাণের ও মৰ্ম্মবেদনার পরিচয় পাওয়া যাইত । তাহার গান ও কবিতীর “কাকলী” “কয়েকটি গান” ও “গীতিকুঞ্জ” এই তিনখানি বহি মুদ্রিত হইয়াছে। তাহার অনেকগুলি গান বাঙালী সমাজ সুপরিচিত। তাহার দুই একটি এখানে উদ্ধৃত করিতেছি । এগুলি “জাতীয়-সঙ্গীত’-শ্রেণীর । একটি এই – হও ধরমেতে বার, হও করমেতে ধীর, হুও উন্নতশিল্প, নাহি ভয় । ভুলি ভেদাভেদ জ্ঞান, ইও সবে আগুয়ান, সাথে আছে ভগবান—হবে জয় । তেত্রিশ কোটি মোরা, নহি কভু ক্ষীণ, হতে পারি দীন, তবু নহি মোর হীন, ভারতে জনম, পুনঃ আসিবে স্বদিন ; ঐ দেখ প্রভাত উদয় । নানা ভাব, সান মত, নানা পরিধান, বিবিধের মাথে দেখ মিলল মহান ; দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মালিবে বিস্ময় । ভায় ধিয়াজিত বাদর কয়ে, বিন্ধ পরাজিত তাঙ্গেয় শয়ে, সীমা কভু নাছি স্বার্থে ডরে, সত্যের সাছি পরাজয় । আর একটি এইরূপ— বল বল বল সবে, শত বাণী বেণু-রবে,'; ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, কৰ্ম্মে মহান হবে, ধৰ্ম্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে । অতুলপ্রসাদ সেন আঞ্জে গিরিরাঞ্জ র য়ছে প্রহর , মিরি তিন দিক নাচিছে লংরী, যায়নি শুকায়ে গঞ্জ গোদাবরী, এখনো অমৃতবাহিনী, প্রতি প্রান্তর প্রতি গুহাৰন, প্রতি জনপদ, তীর্থ অগণন, বহিছে গৌরবকাহিনী । क्छूिदी মৈত্রেয়ী, ক্ষণ, লশৰতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতা, বহু বীরবালা বীরেন্দ্রপ্রসূতি, पश्रीभग्नां ठांएमब्रि मछुडि, অনলে দহিয়!"ষার স্নাথে মান,