পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S(ts SOBO (क) अननांक्षांब्रनंदक *ांद्रण खांदेरनब्र ¢कॉन विषांन जलबन नl করিতে অনুরোধ করিতেছে ; (খ ) দেশের সর্বত্র জনসাধারণকে কমিটী গঠন করিয়া ঐ আইনভঙ্গকারীমাত্রকে উপযুক্ত দণ্ডে দণ্ডিতকরণ বিষয়ে অবস্থিত হইতে অনুরোধ করিতেছে ; , (গ ) এবং অভিজ্ঞতার ফলে আইনটিকে যথাযথক্কপ কাৰ্য্যকর করিবার জঙ্ক অর্থাৎ বৰ্ত্তমান আইনের মধ্যে যে সন্দেহের সুযোগ রহিয়৷ গিয়াছে উহা দূরীভূত করিবার জন্ত সংশোধন-প্রস্তাব জানিয়া স্পষ্টরূপে ইহা নির্দেশিত করিয়া দিতে অনুরোধ করিতেছে, যে, বৃটিশ ভারতের বাহিরে যাইরা যাহার। এই আইনামুযায়ী অপরাধ করিয়া আসিবে, তাহাদিগকে তাহারা বৃটিশ ভারতে সাধারণতঃ যে স্থানে বাস করে ঐ স্থানে অভিযুক্ত ও দণ্ডিত করা যাইতে পরিবে। (২) এই আইনকে সাফল্যমণ্ডিত করিবার জন্ত এবং যাহার ७३ चाहेनब्र मe ७छाश्वाब्र छना शमूब गल्लीअंtप्य बांश्ब्रां *ांब्रना আইন লঙ্ঘন করিয়া বালাবিবাহ নিম্পন্ন করিয়া আসিবার মতলব অস্তরে পোষণ করে, উহাদের দ্বীন চেষ্টা ব্যর্থ করিবার জন্য এবং জাতীয় বহুবিধ অকল্যাণের কারণ বলিয়া নিশ্চিতরূপে প্রমাণিত বাল্যবিবাহের উচ্ছেদ সাধনের জন্য এই সভা প্রস্তাব করিতেছে যে শারদ। আইনের ৮ম ধারার মারফৎ প্রেসিডেন্সী মাজিষ্ট্রেট ও জেলা মাজিষ্ট্রেটদের হাতে যে ক্ষমতা দেওয়া হইয়াছে, দেশের অভ্যস্তরবত্তী স্বদুর মফঃস্বলবাসিগণকেও এই আইনের কল্যাণপ্রস্থ বিধানাবলী দ্বারা উপকৃত হইবার স্বযোগদানের জন্য উক্ত ক্ষমতা মহকুমা হাকিমদের হাতেও জপিত হউক । কলিকাতা মিউনিসিপালিটির মহিলা কেন্সিলর শহরগুলির এমন অনেক পৌর কৰ্ত্তব্য আছে, যাহা মহিলাদের দ্বারা উত্তমরূপে নিৰ্ব্বাহিত হইতে পারে। এই জন্য মিউনিসিপালিটিসমূহে মহিলা সদস্ত থাকা আবশ্বক । বাংলা দেশ এ-বিষয়ে পশ্চাতে পড়িয়া আছে। এ-বৎসর এই প্রথম কলিকাতায় ঐযুক্ত জোতিৰ্ম্ময়ী গঙ্গোপাধ্যায়, এম-এ ও ঐযুক্ত কুমুদিনী বস্ব, বি-এ কলিকাতার কৌন্সিলর নির্বাচিত হুইবার চেষ্টা করিয়াছিলেন। স্বখের বিষয় তাহারা উভয়েই র্তাহাদের ওয়ার্ড ছটিতে সৰ্ব্বোচ্চ ভোট পাইয়া নির্বাচিত হইয়াছেন। তাহারা উভয়েই নানা লোকহিতকর প্রতিষ্ঠান ও অম্বষ্ঠানের সংস্রবে কাজ করিতে অভ্যন্ত এবং তাহার দ্বারা অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছেন। নারীশিক্ষার জন্য দান চন্দননগরের ত্রযুক্ত হরিহর শেঠ সৎকর্থে দানশীলতার জন্ত সুবিদিত । তিনি সম্প্রতি র্তাহার প্রতিষ্ঠিত কৃষ্ণভাবিনী নারীশিক্ষ-মন্দিরে এক লক্ষ টাকার শতকরা ৩• টাকা স্বদের কোম্পানীর কাগজ দান করিয়াছেন । t *#== - 敬 কলেজে ছাত্রবেতন বৃদ্ধির প্রস্তাব বঙ্গীয় সরকারী ব্যয়সঙ্কোচ কমিটি কলেজের ছাত্রদের বেতন বৃদ্ধির যে প্রস্তাব করিয়াছেন, তৰিবয়ে কলিকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়দ্বয়ের মত জিজ্ঞাসা করা হইয়াছে। সৰ্ব্বসাধারণের—বিশেষতঃ মধ্যবিত্ত শ্রেণীর—এই আর্থিক অনটনের দিনে ছাত্রদের বেতন বাড়ান উচিত হইবে না। ব্যয়সঙ্কোচ কমিটিকে সরকারী ব্যয় কমাইবার উপায় নির্দেশ করিতে বলা হইয়াছিল। তাহার মানে কি এই যে, ছাত্রদের অভিভাবকগণের ব্যয় বাড়াইয়া অর্থাৎ তাহাদের উপর ও শিক্ষার উপর ট্যাক্স বসাইয়া সরকার শিক্ষাক্ষেত্র হইতে কতকটা হাত ওটাইবেন ? বঙ্গে চিনির ব্যবসায়ে সরকারী অবহেলা বঙ্গীয় ব্যবস্থাপক সভায় ঐযুক্ত স্থধাংশুমোহন বম্বর প্রশ্নের উত্তরে মন্ত্রী ফরোকী সাহেব বলিয়াছেন, যে, বাংলা গবন্মেণ্ট চিনির ব্যবসায়ের জন্ত বিশেষ কিছু করেন নাই। কেন, মন্ত্রীর বেতন ও সফর-ব্যয় ইত্যাদি ত ঠিকৃ ঠিকৃ দিয়াছেন ? ইহা কি বিশেষ কিছু नध्र ? বিদেশী চিনির উপর শুষ্ক বসানতে দেশী চিনি ষেশী দামে বিক্ৰী হইতেছে। এই স্বষোগে বঙ্গে চিনির কারখানা বাঙালীদের দ্বার স্থাপিত হইলে বঙ্গে বিক্রীত চিনির এই অতিরিক্ত দামের কিয়দংশ লাভ-বাবদে বাঙালীর হাতে থাকিবে। নতুবা বাঙালী চিনির জন্ম কেবল বেশী দামই দিবে, লাভট পাইবে অবাঙালীরা । ঝাড়গ্রামে চিনির কারখানা বঙ্গের জমিদারদের মধ্যে যাহার ঋণে হাবুডুৰু খাইতেছেন না, তাহারা কৃথকদিগকে আকের চাষে উৎসাহিত করিয়া আৰু ও গুড় কিনিয়া লইয়া কারখানায় চিনি প্রস্তুত করাইলে চাষীদের ও দেশের উপকার হইবে, এবং তাঁহাদের নিজেরও কিছু আয় বাড়িতে পারে। ঝাড়গ্রামের জমিদার রাজা নরসিংহ মল্প দেব একটি ছোট চিনির কারখানা স্থাপন করিয়াছেন। ইহাতে এখন সাধারণ ভাল চিনি হইতেছে । আমরা ব্যবহার করিয়া দেখিয়াছি। দানাদার শাদা চিনি এই কারখানা এখন প্রস্তুত করে না। খাদ্য হিসাবে সাধারণ বাদামী রঙের চিনি দানাদার শাদা চিনির চেয়ে সারৰান্‌। এই কারখানার চিনির চাহিদা বাড়িলে মালিক ইহা অারও বড় করিতে পারিবেন, দানাদার চিনিও প্রস্তুত করাইতে পারিবেন। ইহার বিশেষত্ব এই মে, ইহার মূলধন