পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ লোছেলাও শিক্ষালয় ও তাছার বৈশিষ্ট্য අළුණූ খাবার যাহাঁতে স্বস্বাদু ও স্বাস্থ্যকর হয় সেই ভাবেই রান্ন করা হয়, অর্থাৎ অতিরিক্ত গুরুপাক দ্রব্যের ব্যবস্থা হয় না। খাওয়ার শেষে সকলে দাড়াইয়৷ হাত ধরিয়া ভগবানের উদ্দেশ্বে শ্রদ্ধা নিবেদন করে : তারপর আবাসগৃহ । ইভা মেরায় ডাইনহার্ট নামে একজন মহিল| শিক্ষমিত্রীদের জন্য এই গুহাট নিৰ্ম্মাণ করাইয়া দেন। র্তাহার নাম অনুসারে ইহার নাম হইয়াছে ষ্টভ হাউস্ । এই গৃহটি ছোট হইলেও তেতল । ইহার চারিদিকে দিগন্তপ্রসারী মনোরম দুঙ্গ । তারপর লাণ্ডহাউস অথবা উদ্যান বাটিক। এটি ক্ষুদ্র এবং সৰ্ব্বশেষে অবস্থিত হক্টলেও কম উল্লেখযোগ্য নহে। কৃষি দ্রব্যে পরিপূর্ণ একটি উদ্যান ইহার চারি দিক বেষ্টন করিয়া রহিয়াছে। এই উদ্যানটি ডলে ৎসিমারমান নামে একটি শিক্ষয়িত্রীর তত্ত্বাবধানে ছাত্রীদের দ্বার। পরিচালিত হয় । ফ্রানসিস্কুস বাউ-এর অভ্যস্তর ছাত্রীদের আবাসগৃহের সাজসজ্জার বিশেষ কোন আড়ম্বর করেন। নাই। আমবাবের মধ্যে একটি তক্তাপোষ, বই রাখিবার একটি শেলফ এবং একটি ক্ষুদ্র টেবিল। তাহদের প্রয়োজনের পক্ষে ইহাই যথেষ্ট বলিয়া গণ্য। ইউরোপের আর কোথাও শিক্ষার্থীরা এইরূপ আড়ম্বরহীন জীবন যাপনে অভ্যস্ত নহে । এই প্রতিষ্ঠানের নেত্রীর নিজের সকলেই পূর্ণমাত্রায় বয়ন-শৃঙ্গ—লোহেলাও স্বার্থ ত্যাগ করিয়৷ ষ্টতার কল্যাণকামনায় ব্যস্ত। তাঙ্গার বেতন-স্বরূপ অর্থ গ্রহণ করেন না । তবে পাওয়| পর এবং জীবন যাপনের একাস্থ প্রয়োজনীয় দ্রব্যাদি পঙ্গয় থাকেন । কাজেষ্ঠ ভাঙ্গাদের কাঙ্গার ও নিজস্ব কিছুষ্ট নষ্ট। ইন্স ছাড়, সারও বারজন শিক্ষর্মিী ও সাহায্যকারিণী আছেন । তাহার| সকলেঙ্গ নিজের ইচ্ছায় কাজ করিয়া থাকেন। র্তাহাদের আদশাতুরূপ কাজ করিবার সুযোগ পাষ্টয় তাহার অভ্যস্ত আনন্দ লাভ করেন। অকপটে কাজ করেন বলিয় তাহারা সফল হন এবং এই সফলতাই তাহারা পুরস্কার-স্বরূপ জ্ঞান এক কথায় বলিতে গেলে, লোহেলাণ্ড প্রতিষ্ঠানের দুইটি