পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సేe SAA MS M MAAA AAAA S AAA S AAA S AAAA S তবে ১৫ দিনের মধ্যে নয় । তুমি ভাল করে না সেরে যেন যেও নী—অস্ততঃ আমি না আসা পর্য্যন্ত অপেক্ষা কোরে! l" বীরেনের যাওয়ার কথা শুনিয়া অবধি আমি নিজের যাওয়ার কথা ভাবিতেছিলাম এবং মনের কোণে একটা অজ্ঞাত ব্যথাও অমুভব করিতেছিলাম । বীরেনের অনুপস্থিতিতে আমার আর যে তথায় থাকা উচিত নহে তাহার নিঃসন্দিগ্ধ কারণ চপল এবং একটি বৃদ্ধ দাসী ছাড়া আর বাড়ীতে কেহ ছিল না । কিন্তু বীরেনের শেষের কথাটায় আমার মনের কোণ হইতে অজ্ঞাত ব্যথাটা যেমন যাদুমন্ত্র-বলে সরিয়া গেল তেমনি সঙ্গে সঙ্গে সারা মনটা তাহার প্রতি বিস্ময় ও শ্রদ্ধায় ভরিয়া উঠিল । এ লোকটা কি দেবতা ! তাহা ন হইলে বন্ধুর প্রতি ইহার এত বিশ্বাস ! সেদিন ঐরকমই ভাবিয়াছিলাম, পরে কিন্তু অন্যরকম ভাবিয়াছি । সেদিন সে তাহার বন্ধুকে বিশ্বাস করে নাই- করিয়াছিল তাহার ভগ্নীকে । মনের মধ্যে নানারকম তোলপাড় করিতেছিলাম, এমন সময় দেখিলাম বীরেন বাহির হইয়া যাইতেছে। আমি ডাকিয়া বলিলাম, “বীরেন, আমি বেশ সেরে উঠেছি, এইবার আমিও যাই—” বীরেন, পাগল হয়েছ, এখনও তুমি খুব দুৰ্ব্বল” বলিয়া বাহিরে চলিয়া গেল । 馨 আমি নিজে না দেখিতে পাইলেও বুঝিতে পারিতেছিলাম, যে, আমার মুখের ছবিতে বিপন্ন ভাব স্পষ্ট বোঝা যাইতেছে। চপলার চোখ যেন কৌতুকে নাচিয় নাচিয়া উঠিতেছিল । তাহার ওষ্ঠে চাপাহাসির খেল আমি স্পষ্ট দেখিতে পাইতেছিলাম। তাহার চাপহাসিতে তাহার চোখের চাহনিতে আমার সারা মনে যেন আগুন ধরিয়া গেল ! আমার মনে তখন কি হইতেছিল জানি না, আমি বলিয়া ফেলিলাম, "চপলা, তুমি কি চাও না যে আমি এখান থেকে যাই ।” ১ঠা কথাটা বলিয়া ফেলিয়াই লজ্জায় মরিয়া গেলাম, কিন্তু সে লজ্জা আমার দ্বিগুণ হইল চপলার উত্তরে । চপলা খুব সাধারণভাবে বলিল, “রুগ্ন লোককে কে γεγττα füττε τίπ πzπΞι ν" " S AAAAA AAAA AAAA S AAA S AAAAA SAAAAA S AAA S AAAAA AAAA AAAA AAAAS AAAA S AAAAA AAAA AAAA AAAA AAAA S AAAAA కs & প্রবাসী—অগ্রহtয়ণ ১৩৩০ به مد. به همین همسر یم. { ২৩শ ভাগ, ২য় খণ্ড ه7- يمي کم ہیں. ،نہ مےہ* مبصره جه * উত্তরটা যেন আমার পিঠে চাবুক মারিয়া আমাকে সজাগ করিয়া দিল। আমি বুঝিতে পারিলাম যে নিজেকে বিশ্বাস করিয়; আর এক মুহূৰ্ত্তও এখানে থাক। আমার উচিত নহে। সেইজন্য বলিলাম, “আমি বেশ সেরে উঠেছি—তা ছাড়া আমার বাড়ী যাওয়াও একবার নিতান্ত দরকার । তোমার দাদাকে একবার ডাকো, আমি বুঝিয়ে বলি।” চপল বলিল, “দাদ। চ'লে গেছেন।" আমি বিস্মিত হইয়। বলিয়া উঠিলাম, “চ’লে গেছে ! কখন ?” “এই যে একটু আগেই গেলেন—যাই আপনাকে ওষুধ দিই” বলিয়। চপল উঠিয়া গেল । আমি হতবুদ্ধির মত চুপ করিয়া বিছানায় বসিয়া রহিলাম। অত বড় বাড়ীটাতে আমি আর চপল ! কেমন যেন ভয়-ভয় করিতে লাগিল । 8 আজ এই মৃত্যুর সাম্ন-সামনি দাড়াইয়। আমি নিজেকে নিজে প্রশ্ন করিতেছি, যে, যে-নারী আমার সমস্ত জীবনটা এমন বিরস করিয়া আমাকে এমন ঘৃণিত মৃত্যুর মুখে আনিয়; ফেলিয়াছে তাহাকে কি আজও আমি ভালবাসি ?—বলিতে পারি না—আমার এ পোড়া মন এত দুঃখ-কষ্টের মধ্যে পড়েও ত স্পষ্টভাবে "না" বলিতে পারিতেছে না। এখন যদি কোন যাদুমন্ত্রবলে এই লৌহ-কারাগার বিবাহ-বাসরে পরিণত হয়, আর সেই নারী ফুলের মালা হাতে লইয়া আমাকে বরণ করিতে আসে, তাঁহা হইলে আমি কি তাহাকে প্রত্যাখান করিব ? এ-সব আমি কী ভাবিতেছি ! পাগল হইলাম নাকি—যাহা লিখিতে বসিয়াছি তাহ যে আমাকে শেষ করিতে হইবে, পাগল হইলে চলিবে না ত ! হ্যা, বীরেন সেদিন চলিয়া গেল। সে চলিয়া যাইবার দিন তিন-চার পরে চপল একখানা দৈনিক সংবাদপত্র আমার হাতে দিয়া বলিল, “যুমুবেন না, পড়ুন—” সেই সময়টা “স্বদেশীর" সময় । সারা বাংলা দেশটা তখন কিসের একটা উন্মাদনায় পাগল হইয়া উঠিয়াছিল। চ'চাবিট। "বোমকেসে’র বিবরণ সে-দিনের কাগজটায় S AAAAAA AAAMM S AAA S AAAAMeS AeS AAAAAA