পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকম্পের কথা— কিছুদিন পূর্বে জাপানে যে ভয়ানক ভুমি-কম্প হইয় গেল তাহার কথা সকলেই শুনিয়ছেন । ইহার ফলে যে কত হtঞ্জাব লোক মরিল, কত কোটি টাকার সম্পত্তি নষ্ট হইল তাহার ইয়ত্ত। নাই। জাপানে ভূমিকম্প এই প্রথম নয়, পূৰ্ব্বে আবে অনেকবার হইয়াছে —তবে এমন ভয়ানক ক্ষতি অীব কোন বীর হয় নাই । পুর্বে আর-একবারের ভূমিকম্পে তোকিওধ অনেক ঘব বাড়ী হোটেল ইসপাতাল ইত্যাদি চুবমীর হইয়াছিল। তবে তোকিওর সমস্ত অংশ ধ্বংস প্রাপ্ত হয় নাই । আর-একবার ইয়োকোহামীতে ভূমিকম্পের ফলে সমুদ্রের জল আসিয় পড়ে, তাহতে প্রায় সমস্ত ঘরবাড়ী ভাসিয়া যায়, কোটি কোটি টাকাব মালপত্র নষ্ট হয় এবং লক্ষ লক্ষ লোক গৃহীন হয়। vश्वॐ বহুযুগ পুৰ্ব্বে জাপান এসিয়া মহাদেশের সঙ্গে যুক্ত ছিল । তার পর হঠাৎ ভূমিকম্পেব ফলে বর্তমান জাপান এবং এশিয়ার মাঝথানেব সমস্ত জমি বলিয় গেল এবং তাহাব স্থান সমুদ্রেব জলে পুর্ণ হইয়া গেল। জাপান দ্বীপের জন্মও নাকি ভূমিকম্পেব ফলে হইয়াছিল। এই কারণেই বোধ হয় জাপানে এত ঘন ঘন ভূমিকম্পের দর্শন পাওয়া যায় । এখন বলা যাইতে পারে—জাপানীরা জাপান ত্যাগ করিয়া অস্ত্য কোথাও চলিয়া গেলেই পারে—সকল সময়ে মরিবার জন্ত প্রস্তুত হইয়। জাপানে থাকিবীর প্রয়োজন কি ? ইহার একমাত্র সহজ উত্তর—জাপানীরা যাইবে কোথায় ? tsitis ****** was sha's 癸云 டியை , :ញុំ - lio ইস্পাতের ক্ষুেমের উপর এই রকম বাড়ী করিয়া, বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ার ভূমিকম্পের আক্রমণ রোধ করিবার আশা করেন লেtহার এবং কংক্রিটের বাড়ী তৈরী করিবার কথাও মনে আসিতে পারে—কিন্তু ইটপাথর এবং লোহার তৈরী বাড়ী ভূমিকম্পের সময় কত কাজের হইতে পারে তাহাও ভাবিবার কথা । ছোট ছোট কাঠের বাড়ী ভূমিকম্পের পরেও অটুট অবস্থায় দেখা গিয়াছে— কিন্তু ইট-পাথরের তৈরী বড় বড় বাড়ী সব ভাঙ্গিয় চুরমার হইয় शिग्रांप्छ्-cमृशी शांग्र । যে-সব সহরে ভূমিকম্পের ভয় আছে, সেইসব সহরে বেশী উচু বাড়ী তৈরী করায় বিপদ আছে । সেইজম্বাই বোধ চয় ইয়োকোহীম ইত্যাদি সহবে প্রায় সব বাড়াই ছোট ছোট এবং কাঠের তৈরী । তোকিও সইরেও এই ব্যবস্থ। । এই কারণে সহরের ঘর বাড়ী আকাশেব দিকে না বাড়িতে পারিয়। লম্বীয় ছড়াইয় পড়িয়াছে । কিন্তু এত সাবধানত অবলম্বন কব সত্ত্বেও ভূমিকম্পের হীত হইতে নিশ্চিতরূপে রক্ষণ পাইবার উপায় ও পানবাসীরা এখনো বাহির করিতে পাবে নাই । ভূমিকম্প কেন হয়—তাহীর সম্বন্ধে নানারকম মত অাছে। একটি মতকে সকলেই এক কম সমীচীন বলিয়া স্বীকার করেন। তাহ। এই—মাটির নীচেব গোলমালের জন্য উপরের মাটি ধসিয়া যায়, ফাটিয়া যায় অথবা এবড়ো-পেড়ে হইয়া যায়—ইহার ফলে উপবেব য। কিছু ঘরবাড়ী থাকে সবই পড়িয় যায়। মাঝে মাঝে নড়ন-চড়ন এত ভয়ানক হয যে উপরের মাটি নীচে চলিয়া যায় এ 1ং সহবেব পব সহর লুপ্ত হইয়া যায়। পৃথিবীর বুকের মধ্যে সকল সময়েই আগুন জ্বলিতেছে—আগুন যখন পৃথিবীর উপরের দিকে পৌছায় তখনই এই কাণ্ড হয় । জাপানের ভূমিকম্পের একটা কারণ এই হইতে পারে যে সমুদ্রের তলার জল ক্রমশঃ মাটির মধ্যে প্রবেশ করিতে থাকে । এই জল যখন মাটির মধ্যের প্রজ্বলিত ধাতুর সঙ্গে আসিয়া লাগে তখন তাহার ফলে ভয়ানক একটা ধাক মাটির উপর পর্য্যস্ত আসিয়া পৌছায । কম্পন সহ্য করিবার মত করিয়| এই রকম বঁtধ জাপানে তৈরী হয় জাপানের পশ্চিমে তুশাকার গহবর । এই গহবর ২৭৬• • ফুট গভীর। এই গহ্বর, পৃথিবীর ইতিহাসে সৰ্ব্বাপেক্ষ ভয়ানক ভূমিকম্পগুলির মূল কারণ । এই গহ্বরের তলায় জলের চাপ ভয়ানক বলিয়া জল সহজেই মাটির মধ্যে প্রবেশ করে । জাপানে এইবাব সে ভূমিকম্প হয় - তাহ ছয় মিনিট স্থায়ী হষ্টয়াছিল। ভূমিকম্প যে জলে এবং স্থলে উভয় স্থানেই হইয়াছিল