পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిషి শাড়ী চড়িয়াছে কেন ? বাংলা দেশের পুরুষমাজুষের কি ধুতি পরা ছেড়ে দিয়েছে ?” হরেশ্বরের ভংগনা শুনিয়া অতুল অগ্রসর হইয় জাসিয়া নম্ভকণ্ঠে কহিল, “এ সব শাড়ীই ত আপনার হুকুমে চড়ান হয়েছে বাবু ? মথুরের নকৃপা জার উপদেশ-মত এগুলোতে পাড় তোলা হচ্ছে ।” মখুর ঢাকা হইতে আনীত নূতন তাতী । এই মৃত্ন প্রতিবাদে প্রকৃত কথা স্মরণ হওয়ায় স্বরেশ্বর মনে মনে অপ্রতিভ হইল। কয়েকদিন পূৰ্ব্বে, আকাশের স্বচ্চ নীলিমায় নবস্থর্যরক্তিমা-প্রবেশের মত, তাহার স্বদেশপ্রেম ও স্বদেশসেবার মধ্যে স্বমিত্র-জনিত নূতন উদ্দীপনার সঞ্চার হওয়ার পর কেমন করিয়া তাহার প্রত্যক্ষ অনুভূতির অগোচরে একে একে অধিকাংশ তাতে ধুতির স্বান শাট অধিকার করিয়াছে তাহা তাহার মনে পড়িল। মনে পড়িঙ্গ বিগত তিন-চার দিবসের মধ্যে যখনই কোন একটা তাত মুক্ত হইয়াছে প্রয়োজনঅপ্রয়োজনের হিসাব না করিয়া নুতন নক্সার পাড় করাইবার আগ্রহে সে তাহাতে শাটী চড়াইবার আদেশ দিয়াছে । সে-সকল কথা স্মরণ হওয়ায় এই বিপরীত তিরস্কারের জঙ্ক মনে মনে অপ্রতিভ এবং বিরক্ত হইয়া স্বরেশ্বর ৰলিল, “আচ্ছ", যা হয়েছে তা হয়েছে ; এগন থেকে আগেকার হিসাবে ধুতি আর শাড়ী করবে।” এ আদেশে অতুল মনে মনে সন্তুষ্ট হইয়া বলিল, “ষে জাঙ্গে।” ধুতি উপেক্ষা করিয়া শাট প্রস্তুত করিবার বিষয়ে এই অপরিমিত উৎসাহ তাহার মনঃপুত ছিল না। মখুর অগ্রসর হইয়া বলিল, “বাবু, মিহি স্বতে অনেকট জমা হ'য়ে গিয়েছে । আপনি বলেছিলেন শাড়ীর পাড়ের প্যাটার্ণ পছন্দ করে দেবেন।’ .বিরক্ত হইয়। স্বরেশ্বর রূক্ষ্মস্বরে বলিল, “আমিই যদি পছন্দ করে দোবে তা হ’লে তোমাকে এত মাইনে দিয়ে ঢাকা থেকে আনলাম কেন ?” o স্বরেশ্বরের কথা শুনিয়া মধুর সবিস্ময়ে কহিল, “কিন্তু বার, আপনিই ত সাদেশ করেছিলেন যে আপনি • وه د ,SGچسنr۹t:hه ২৩শ ভাগ,২য় খণ্ড SAMAMMAMA AMMJJAMMMAMAMM محليحصحصحمحرحسيرNی.حم۹م

  • jाग्रैॉ4६ *झम करब्र' शिtण उद्दद मिश् िएरङा छैiरङ छफ़ एव !”

স্বরেশ্বর নরম হুইম্বা বলিল, “লে আমার আর সময় হবে না মধুর। তুমি নিজেই বাজার-পছন্দ কয়েকরকম প্যাটার্ণের পাড় করে” নিয়ে ।” মথুর বলিল, “যে অাজে, তাই করে নেব।” তাহার পর একটু ইতস্ততঃ করিয়া মৃত্নকণ্ঠে বলিল, “জার একজোড়া যে ফরমাসী ছিল স্থমিত্রা দেবীর নামলেখা ? সেটা হবে কি ?” স্বরেশ্বর প্রস্থানোদ্যত হইয়াছিল, মথুরের প্রশ্নে ফিরিয়া দাড়াইয়। একটু চিন্তা করিয়া বলিল, “একজোড়ার দরকার নেই, তবে একখানা দরকার হতে পারে। একথানা বেশ ভাল-করে" করে' রেখো।" “যে আঞ্জে ।” -3 আরও কিছুক্ষণ ঘুরিয়া ফিরিয়া দেখিয়া, ও কয়েকটা প্রয়োজনীয় ব্যাপারে উপদেশ দিয়া সুরেশ্বর গৃহে প্রত্যাবৰ্ত্তন করিল। তখন সন্ধ্য হইয়া গিয়াছিল। . মাধবী ফিরিয়া আসিয়া পৰ্য্যস্ত সুরেশ্বরের সহিত সাক্ষাতের জন্য ব্যগ্র হইয়া ছিল। স্থমিত্রাকে চরকা দিয়া আসিয়াছে কুরেশ্বরকে সে-সংবাদ দিবার অধীরতা ত ছিলই, তাহা ছাড়া নুমিত্রার সহিত তাহার যে কথোপকথন হইয়াছিল তাহা জানাইবার আগ্রহও কম ছিল না। কিন্তু সুরেশ্বরের সহিত সাক্ষাৎ হইলে সে যখন তাহার সে দিনের অভিযানের বিস্তারিত বিবরণ দিতে উষ্ঠত হইল তখন স্বরেশ্বর তাহাকে বাধা দিয়া বলিল, আজ নয় মাধবী, কাল বলিস, সব শুনব । আজ একটু ব্যস্ত আছি।” এ সংবাদের জন্ত স্থয়েশ্বরের এরূপ অনাগ্রহ দেখিয়া বিস্মিত হইয়া মাধবী জিজ্ঞাসা করিল,"fকসে ব্যস্ত দাদা ?” মুরেশ্বর মৃদু হাসিয়া বলিল, “কোনো কাজ নিয়ে ব্যস্ত নই,—এমনি মনে-মনে একটু ব্যস্ত আছি। কাল সব শুনব । চত্বকাটা দিয়ে এসেছিস ত ?” সমস্ত কাহিনীট বাদ দিয়া শুধু সংবাদটুকু দিতে মাধবী ব্যথিত হইল। ক্ষুঃস্বরে বলিল, “তা ত দিয়ে ७८मझि, किस्त्र कक्ष cष च्य्नक झिल ।'