পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Ry هینR-۶یه আগন্তকের প্রশ্নে সকলেই বিস্ময়-বিমূঢ় দৃষ্টিতে চাহিয়৷ রহিল। প্রমদাচরণ তাড়াতাড়ি উঠিয়া দাড়াইয়া কহিলেন, “গুন্ড ইভনিং আঙ্কন ডকুটার চ্যাটার্জি, আকুন। কিন্তু আপনার রুগী কি, তা বুঝতে পারছিনে ত!” স্থমিত্রা সহাস্যমুখে কহিল, "ডক্টার চ্যাটার্জি, দয়া করে কুচার মিনিট বস্তন ; একটু পরেই আপনার রুগী অবসর পাবেন " তাহার পর সুরেশ্বরের দিকে চাহিয়া ঈধং কুণ্ঠ সহকারে কহিল, “সুরেশ্বর-বাৰু, তাড়াতাড়ি করবেন না ; গাওয়াট। শেষ করে নিন ।” সুমিত্রার কথায় সমস্যার সমাধান হইয় গেল । সুরেশ্বর জাহার বন্ধ করিয়া বিস্মিত নেত্ৰে স্নমিত্রার দিকে চাহি৮ বলিল, “আপনিই তাহলে ডাক্তার-মশায়কে গবর দিয়েছিলেন ?” আরক্ত মুখে স্থমিত্রা কহিল, “যেই খবর দিক, খবর দেওয়ার দরকার ছিল তাও কি আপনি অস্বীকার করেন?” সুরেশ্বর দৃঢ় অথচ শান্তস্বরে কঠিল, “করি বৈকি । সামান্ত একটু কাটার জন্যে ডাক্তার ডাকার ত কোমে৷ দরকার ছিল না ।” ধিমান বলিল, “ডক্টর চ্যাটার্জি, এর হাতখানা আপনি পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা কেটে গিয়েছে, আর আপনাকে ডাক। অন্যায় হযেছে ঙ্কিস ।" সুরেশ্বর মনে মনে বিবক্ত শুষ্টয়া অপ্রসন্ন স্বরে" কহিল, “সামান্য • জিনিষকে বড় কধে' তোলার আপনাদেব আশ্চর্ষ্যবকম ক্ষমত আছে ।” প্রমদাচরণ মুছ হাসিয়া কহিলেন, “ন, ন সুরেশ্বর-বাবু, এর কোনে সামান্য জিনিৎকে বাড়িয়ে তুলছে না। তুমি যে সৎসাহসের পরিচয় আজ দিয়েছ তা একটুও সামান্য নয়, আর তাকে এর অকারণ একটুও বাড়াচ্ছে না।” বলিয়া তিনি ডাক্তারকে বোটানিক্যাল-গার্ডেনের ঘটনা শুনাইতে আরম্ভ করিলেন । - কাহিনী শেষ হইলে স্বরেশ্বরের দিকে চাহিয়া মৃছ হালি ডাক্তার কহিলেন, "আস্কন, আপনার হাতখান একবার দেখি” ইরেশ্বর তখন আহার সমাপন করিয়া হাত ধুইয়া প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৩৩০ AMeAMAMAM ASAMMAMA MAMMM AMAMAMAMAMAMMAAMAMAMAMMAMA AMMMM SMSM SMS MMA AMMAMeAAM AA AMSAM AAAA AAAA AAAA AAAA SASAASAAAS [ ২৩শ ভাগ, ১ম খণ্ড বসিয়া ছিল, ডাক্তারের আহবানে হাতখানা আগাইয়৷ দিল, আর আপত্তি করিল না। তাহার মনে হইল আপত্তি করিলে স্থমিত্রার প্রতি একটু দুর্ব্যবহার করা হইবে। স্বরেশ্বরের হস্ত হইতে বস্ত্রখণ্ড উন্মোচিত করিয়া আলোয় ধরিয়া দেখিয়া ডাক্তার বলিল, “By Jove! এ on coofs own This is quite good for a patriot, ..but not for a patient.” ডাক্তারের কথায় একেবারে উদ্দীপ্ত হইয়া উঠিয়া সুরেশ্বর কঠিল, “কিন্তু এ যদি Manchester rng হ’ত তাহলে বোধ হয় কোনে ক্ষতি হ’ত না ।" groñiz offioso offol, “Don’t fight meaninglessly, my dear fiend re হলেও ক্ষতি হোত । There must be difference between things and things. মহাত্মাজীর হাতে বোন খদ্দর হলেও ত৷ handage হবে না যতক্ষণ না সেটা বিধিমত antiseptic করা হচ্ছে । গদরকে আমি অস্তরের সঙ্গে শ্রদ্ধা করি ; ভাল করে চেয়ে দেখুন আমার এ বিলিতী পোষাকের মধ্যেও খন্দরের একেবারে অভাব নেই। কিন্তু মিছ রী ভাল জিনিস বলেই ত মুনের কাজও করতে পারে না ? ' সুরেশ্বর হাসিয়া কহিল, “না, তা কখনই পারে না। আমাকে ক্ষম করবেন ; আপনার কথার ভঙ্গীতে আমি মনে করেছিলাম যে আপনি বলতে চান যে তুনের কাজ মিছ রীর দ্বারা হয় না, কিন্তু ফট্‌কিরির দ্বারা হয়। ত৷ যখন আপনি বলছেন ন৷ তখন অবি বিরোধের কোনে। રાજા (નટ્ટે ” “ন, বিরোপের কোনে কথা নেই। আইন, আপনার হাভটা ভাল করে’ ব্যাণ্ডেজ করে দিই।” বলিয়া ব্যাগ হইতে সরঞ্জাম বাহির করিয়া ডাক্তার নিজ কাঁধ্যে প্রবৃত্ত . श्झेल । সযত্নে স্থরেশ্বরের হস্তের ক্ষত পরিষ্কার করিয়া ও বাধিয়া দিয়া ডাক্তার কহিল, “উন্ডটা নিতান্ত সামান্য হয় নি, কয়েক দিন একটু সাবধানে থাকবেন। নিম্পাপ সুস্থ শরীর, দেহের মধ্যে চিনির কারবার নেই ; নইলে একটা injectionও দিয়ে দিতাম।” ডাক্তার তাহার এব্যাদি ব্যাগে পূরিয়া লইয়া দাড়াইয়া উঠিয়া বলিল, “আচ্ছা