পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S83. SAAAAAA SAAA SAAAAA AAAA AAAA SAAAAMA AAAMAMMAMAAASAAAA জুলাই ধরচুলা হইতে রওনা হইয়া ১০ই তারিখে আমরা নিরপানী গিরিপৃষ্ঠ অতিক্রম করিলাম। পথে এক বিন্দু জল পাইবার উপায় নাই বলিয়াই ইহার নাম নিরপানী হইয়াছে। পথটি দুর্গম—বহুবার খাড়াই ওঠা নামা করিতে হয় ৷ পাহাড়ের গায়ে অনেকগুলি ধাপ আছে—তাহারই সাহায্যে অতিকষ্টে অগ্রসর হইতে হয়। জলাভাবে ভারবাহী কুলীদের অত্যস্ত কষ্ট পাইতে হইল । এই প্রদেশের অধিবাসীরা অত্যন্ত শ্রমশীল ও কষ্টসহিষ্ণু । কালী নদীর শাখার জলপ্রপাত ক্রমে আমরা একটি নদীর নিকট আদিয়া পৌছিলাম । সকলেই নদীতীরে বিশ্রাম করিতে লাগিলাম। কুলীর প্রাণ ভরিয়া জলপান করিল । নদীটি কালী নদীর সহিত মিলিত হইবার পূৰ্ব্বে একটি চমৎকার জলপ্রপাত স্বষ্টি করিয়াছে । তিনটি বিভিন্ন স্থান হইতে প্রপাতটির ছবি লইলাম । এইরূপ ছোট বড় জল-প্রপাত হিমালয়ে অনেক দেখা যায়। কালী-নদীর কিঞ্চিং উৰ্দ্ধে আর-একটি প্রপাত দেখিলাম। বর্ণেল ট্যানার এই প্রপাতটির একটি প্রবাসী-আষাঢ়, ১৩৩• [ ২৩শ ভাগ, ১ম খণ্ড SAAAAAA SAAAAMAMMMMJJM MMMMMMMMA AMAMMAAMAMMJ م-A.میے. حی বিশদ বিবরণ র্তাহার ভ্রমণ-বৃত্তান্তে দিয়াছেন। প্রকৃতপক্ষে এগুলি জল-প্রপাত নহে। পাহাড়িয়া-নদী হঠাৎ গতিপরিবর্তনকালে সমতার পার্থক্য হেতু এইসকল প্রপাত স্বষ্টি করে। দুরারোহ নিরপানী গিরিপৃষ্ঠ যাহাতে অতিক্রম করিতে না হয় সেইজন্ত নদীর তীর দিয়া একটি রাস্ত হইতেছে। কিন্তু নদীর উপরকার একটি সেতু ভাঙ্গিয়া যাওয়ায় আমাদিগকে এই দুর্গম পথেই অগ্রসর হইতে হইল । নদীর তীরে মালপা নামক একটি ছোট গ্রামে আমরা তাবু পাটাইলাম। এখানে নদীটি দুইটি পাশাপাশি পৰ্ব্বতের মধ্যস্থিত অপ্রশস্ত উপত্যকার ভিতর দিয়া প্রবাহিত । দক্ষিণতীরে পর্বতগাত্রে কতকগুলি গুহা আছৈ গুহাগুলিতে পথিকরা রাত্রিঘাপন করে। পরদিন আমরা বুধিগ্রামে আসিয়া প্রাতরাশ সম্পন্ন করিলাম। বুধি গ্রাম মল্পি হইতে ৩ ক্রোশের পথ । বিচক্ষণ হিমালয়পৰ্য্যটক কর্ণেল ট্যানার বলেন—“আমি হিমালয়ের অন্তর্গত যতগুলি পৰ্ব্বত গ্রাম দেখিয়াছি তন্মধ্যে বুধিই সৰ্ব্বশ্রেষ্ঠ ।" সত্য সত্যক্ট এই স্থানের প্রাকৃতিক শোভা অতি মনোরম ৷ রাস্তার ধারে গাছপালা-ঘেরা একটি ছোট মাঠ আছে। সেখানে আমরা তাবু খাটাইলাম । শুনিলাম গ্রামের ভিতরকার রাস্তাঘাটগুলি অতিশয় অপরিস্কার। গ্রামের গলিগুলি দুৰ্গন্ধ কদমে পরিপূর্ণ এবং তাহাতে চলাফেরা করা কষ্টসাধ্য। আমার নিকট ঔযধ আছে খবরটি প্রচার হইয়। গিয়াছিল। দলে দলে লোক আমার নিকট ঔষধ লইতে আসিতে লাগিল । তাহাদিগকে দেখিয়াই বুঝিলাম যে বুপি গ্রাম ভয়ঙ্কর অস্বাস্থ্যকর । প্রতিবারই পাৰ্ব্বত্য প্রদেশে আসিবার সময় আমি কতকগুলি প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখি। আমার চিকিৎসাশাস্ত্রে কিছু জ্ঞানও আছে । আমার ঔষধে অনেকের উপকার হইল । বুধি গ্রাম হইতে তিন মাইল খাড়, পথ অতিক্রম করিবার পর বিভিন্ন বর্ণের ফুলফল-শোভিত একটি সমতল ভূমি আমাদের নয়নগোচর হইল। এতখানি কষ্টসাধ্য ও দুর্গম পথ চলিবার পর এরূপ স্বন্দর স্থানটি দেখিয়া আমরা পথের কষ্ট ও অবসাদ ভুলিয়া গেলাম। উপত্যকার