পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিভা-নাটক। শ্ৰী হরিহর শেঠ–চন্দননগর পুস্তকাগার হইতে প্রকাশিত ৷ এক টাঙ্গ । সমস্ত নাটকপানি পড়িয়া গেলে গিরিশ ঘোষের প্রফুল্ল’র ছায়া বলিয়৷ মনে হয়। প্লটু প্রায় একই ধরণের-মাঝে মাঝে বিষম রকমের ঐক্য আছে। নাটকটির মধ্যে কতকগুলি একেবারে অসম্ভব দৃষ্ঠের অবতারণ করা হইয়াছে, অামাজের দেশে তাই এপলও সম্ভবপর হয় নাই - এই নাটকেই তাহার প্রথম সূচনা দেখিতে পাইলাম। একটি উদাহরণ-দ্বিতীয় অঙ্কের, দ্বিতীয় দৃপ্ত, পৃ: ৪৩। উমানাথ নামে ভদ্রলোকটি প্রতিভা নায়ী ভজকন্তর সঙ্গে দেখা করিতে গেলেন । চাকর আসিয়া প্রতিভাকে উমানাথের আগমন-সংবাদ দিবামাত্র, উমানাথকে ঘরের মধ্যে অনিবার আদেশ হইল। উমানাথ ঘরে প্রবেশ করিবামাত্র প্রতিভা উtহীর হস্তধারণ করিয়া চেয়ারে বসাইলেন । অথচ ইহার পূৰ্ব্বে কেহ কাহাকেও দেখেন নাই এবং আলাপও কোন দিন হয় নাই । প্রতিভ বয়স্ক । উমানাথের কবিতা পড়িয়াই উহার প্রেমে পড়িয় যান । কোন ভালোকের কস্ত। একজন অপরিচিত উদ্রলোককে পত্র লিখিতে পারেন না ( অস্ততঃ আমাদের ধারণ এইরূপ ), গৃহে আসিয়া একূল৷ দেখা করার কথা ছাড়িয় দিলাম। শুধু আমাদের দেশে কেন, বিলাত প্রভৃতি সভ্যদেশেও ভয় মেয়ের এত দূর অগ্রসর এখনো হন নাই। তার পর প্রতিভা তাহার পিতার মৃত্যুর পর অগাধ সম্পত্তি বিক্রয় করিয়া উমানাথের গ্রামে গিয়া বাস করিতে লাগিলেন । সেখানে মেয়েস্কুলে শিক্ষয়িত্রীর কাজ লইলেন । অথচ উমানাথ এসব কিছুই জানিতে পারিলেন না । তার পর একদিন প্রতিভ উমানাথের শয়নকক্ষের স্বারে দাড়াইয়৷ ই করিয়া নিদ্রিত উমানাথকে দেখিতেছিলেন এমন সময় উমানাথের স্ত্রী আসিয়া দেখিয়া ফেলিলেন -তার পর বিষম ব্যাপার। প্রতিভা কৰ্ম্মত্যাগ করিয়া শয্যা গ্রহণ করিলেন এবং মৃত্যুর একটু পূৰ্ব্বে উমানাথের সঙ্গে তাহার ক্ষণিক মিলন হইল, উমানাথের স্ত্রীও তাঙ্গ tनशिग्न १श श्रजन ।। ७डें-मन भाथ|-झल्लेखलि बम रिल भूल झघ्नः ‘প্রফুল্ল’র সঙ্গে বেশ মিলিয়া যায়। তবে বইখানিয় বাধাই ভাল। ছাপা চলন সই । শিক্দার বাগান 5 । प्रोम s!० বইখানি দশরথ-পুত্র ভরতের চরিত্র সমালোচনা । উপস্তাস ন হইলেও অতি মুখ-পাঠ্য। এই বইখানি পড়িয় রামায়ণের শ্রেষ্ঠ চরিত্র ভরতের যথার্থ পরিচয় বেশ সহজ এবং সরলভাবে পাওয়া যায়। লেখিকার লিখন-ভঙ্গী অতি সুন্দর, কোথাও জড়ত বা আড়ষ্ট-ভাব নাই-বইখানির ভাষা এবং ভাবের একটি বেশ স্বাচ্ছদ্য ও মিল আছে। ছাপা এবং বাধাই ভূলি । , - ক্ষত্র-নন্দিনী ( নাটক )—ঞ্জ বীচরণ বলোপাধ্যায়। ঐ খামাচরণ বসাক কর্তৃক ২২ গঙ্গানারায়ণ দত্তের লেন হইতে প্রকাশিত —দাম ১॥• টাকা। বসাক এণ্ড সঙ্গ, ১২৭ মসজিদবাড়ী ট্রীট, কলিকাতা, ঠিকানায় প্রাপ্তব্য । “স্বাধীন মণিপুরের ইতিহাস অবলম্বনে লিখিত।” নায়ক নায়িক সহজভাবে কথা বলিতে বলিতে হঠাৎ মাঝখানে কবিত্তীয় কথা বলিয়া উঠিতেছে । প্লট ভাল জমে নাই। ছাপা ও বাধাই মন্দ নয়। হানিফের গুরুদক্ষিণা ( সচিত্র )—শ্ৰী হেমেরলাল পালচৌধুর । প্রাপ্তিস্থান ৯৪ মাণিকতলা ষ্ট্রীট, অথবা গুরুদাস চট্টোপাধ্যায়ের দোকান, ২০৩১৷১ কর্ণওয়ালিস্ট্রীট, কলিকাতা । বইখানি উপন্যাস। গ্রন্থকারের একটি ছবি গোড়াতেই দেওয়া হইয়াছে, তাহতে পুস্তকের সৌষ্ঠববৃদ্ধি একটুও করে নাই। পড়িতে একঘেয়ে। একেবারেই ভাল লাগিল না । সোনার ফুল—ত্ৰ গোকুলচত্র নাগ। শিশির পাবলিশিং হাউস, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা । দাম নাই । - বড় গল্প । শেষের অধ্যায় ছাড়া সমত্বই বঙ্গবাণীতে প্রকাশিত হয়। শেষ অধ্যায় বঙ্গবাণীর পরিচালকের কেন যে ছাপাইলেন মী তাহা বুঝিতে পারিলাম না । গল্পটি সমাজ-চিত্র। বেশ ঝরঝরে হইয় ফুটিয়াছে। আশা করি সকলেরই ইহা পড়িতে ভাল লাগিৰে । অনুরাগ—শ্ৰীমতী মৃণালিনী দেবী ৷ ১৭নং শিক্দার বাগাদ ষ্ট্রট হইতে প্রকাশিত : দাম ১।• । কলিতার বই। বাধাই ও ছাপ বেশ ভাল। দাম একটু বেশী হইয়াছে । . রাণাকুম্ভ—ঐ ভোলানাথ মুখোপাধ্যায়। ৭ম আমহাষ্ট’ স্ট্রীট, কলিকাতা । দাম ১০ } “ঐতিহাসিক নাটক-চিতোর ইতিবৃত্ত ।” পড়িতে এক রকম লাগে, তবে অভিনয়ে কেমন দাড়াইবে সে বিষয়ে সন্দেহ আছে। কিছু ছাট-কাট করিলে অভিনয়ও একরকম চলিতে পারে। এই ক্ষুদ্র কাগজের মলাটের বহির দাম পাচ সিক অত্যধিক বলিয়৷ মনে হয় । কৰ্ম্ম-মন্দির—ত্র দেবেন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল লাইব্রেরি, ৮নং গুলু ওস্তাগর লেন, কলিকাতা । দাম দুষ্ট টাকা। উপন্যাস । আজকাল যে রকম উপহাস বাজারে বাহির হইতেছে, ভtছ অপেক্ষ কিছু ভাল। পড়িতেও একরকম ভাল লাগে । তৰে উপন্যাসখানিকে জারে ছোট কৰিলে বইখানি বেশ সুখ-পাঠ্য হইত বলিয়া মনে হয়। অনেক স্থানে অনাবণ্ঠক বাড়ানো হইয়াছে, তাহতে বইখালি একটান পড়িবার পক্ষে অস্থবিধা হয়। দ্বিতীয় সংস্করণে লেখক যদি এই দিকে দৃষ্টি রাখেন তবে ভাল হয়। বইখানির মধ্যে ४क8ि छिनिप्षञ्च श्रडांब cमथिब्र श्रांमन्गिङ इहेजांभ, ८न बमह्य ন্যাকামো অর্থাৎ ভালবাসার নাকি কায় । ছাপা বাধাই বেশ ভাল। মনোয়ারী—মেহম্মদ কোরবান আলী । ওস্মানিয়া লাইব্রেরি, ১৯লং মেছুয়াবাজার ট্রট, কলিকাতা । দাম দেড় টাকা । উপন্যাস । লেখকের এই প্রথম গদ্য লেখা । তাহার তুলমার বই