পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] সাজিয়া থাকেন, কিন্তু তাহাতে গবৰ্ণমেণ্টের নীতির বাস্তবিক পরিবর্তন কিছুষ্ট হয় না । তা ছাড়া, বড় কৰ্ত্তারা যাহা করিলে বিশেষ দোষ হয় না, ছোট কৰ্ত্তাদের তাঙ্গাতেই দোষ হইতে পাবে , — শেকৃস্ণীয়্যার তো বলিয়াইছেন - “That in the captain's but a choleric word, Which in the soldier is flat blasphemy.” স্যার প্রফুল্লচন্দ্র রায়ের উদঘাটিত কলিকাতার একটি প্রদর্শনীতে বহু লোকে জিনিষ পাঠাইয়। অনেক লক্ষ টাক। ক্ষতিগ্রস্ত হইয়াছিল এবং উহার উদ্যোক্তাদের নামে নালিশ আদিও হইয়াছিল। কাশিমবাজারের মহারাজ। উহার সহিত সংস্থষ্ট ছিলেন, এবং কাগজে বিজ্ঞাপন দিয়৷ নিজেকে দায়মুক্ত করিলার চেষ্টা করিয়াছেন । উল্লিখিত নিপিল ভারতীয় প্রদর্শনীতে পরে বাইনাচ, জুয়া খেলা, প্রভৃতিও হইয়াছিল । স্যার প্রফুল্লচন্দ্র রাস কোন প্রদর্শনী পুলিলেই লোকে সভাস্থলে উপস্থিত হওয়া অবশ্যকৰ্ত্তব্য মনে না করিতে পারে । খন্দরের আমরা খুব পক্ষপাতী ; কিন্তু অন্ত লোককে তিরস্কার করিয়৷ কোন লাভ নাই । সুতরাং কারমাইকেল মেডিক্যাল কলেজ ইংলণ্ড, স্কট্ল্যাণ্ড, ওয়েল্স্ এবং আয়ালfাণ্ডের মোট লোকসংখ্য চারি কোটি পচাত্তর লক্ষ । বঙ্গের লোকসংখ্যা চারি কোটি ছেষটি লক্ষ, বিহার-ওড়িষ। ছোটনাগপুরের তিন কোটি চল্লিশ লক্ষ, এবং আসামের ছিয়াত্তর লক্ষ । ইংলণ্ড. প্রভৃতি উল্লিখিত চারিটি ইউরোপীয় দেশ উল্লিখিত ভারতবর্ষীয় প্রদেশগুলি অপেক্ষ। খুব বেশী স্বাস্থ্যকর । ভারতবর্ষীয় এই প্রদেশগুলিতে নানা প্রকার ব্যাধির প্রাদুর্ভাব অত্যন্ত বেশী। এইজন্য এখানে চিকিৎসকের প্রয়োজনও খুব বেশী। ব্যাধি নিবারণ এবং ব্যাধির চিকিৎসার বন্দোবস্ত করা গবর্ণমেণ্টের অন্যতম কৰ্ত্তব্য। এই কৰ্ত্তব্য গবর্ণমেণ্ট কিরূপ পালন করিতেছেন, তাহ অন্য দেশের সহিত তুলনা করিলে বুঝ। যাইবে । উপরে দেগাইয়াছি, যে, ইংলণ্ড-আদি চারিটি দেশের বিবিধ প্রসঙ্গ –কারমাইকেল মেডিক্যাল কলেজ 8e0? লোকসংখ্য। বাংল। দেশের লোকসংখ্যা অপেক্ষ মাত্র নয় লক্ষ বেশী। বিহার ওড়িষা প্রভৃতি প্রদেশগুলি ধরিলে সবগুলির লোকসংখ্য বিলাত অপেক্ষা অনেক কোটি বেশী হয় । বিলাতে বিশ্ববিদ্যালয়গুলির সংশ্রবে চিকিৎসা শিখিবার জায়গা কতগুলি আছে দেখা যাক্ । কে বল মাত্ৰ লণ্ডন বিশ্ববিদ্যালয়ের সম্রাবেই এরূপ সতেরটি শিক্ষার স্থান আছে । তা ছাড়া আরও পাচটি চিকিৎসাশিক্ষালয লণ্ডনেই আছে । ইহা ব্যতীত বিলাতের অন্যত্র আরও ৩৪টি চিকিৎসাশিক্ষালয় আছে । মোট চিকিৎসাশিক্ষালয়ের সংখ্য ৫৬টি । বাংলা, বিহার, গুড়িষ, ছোটনাগপুর ও আসামে মেডিক্যাল কলেজের সংখ্য মোট দুইটি মাত্র । বিহারে আর একটি হই বে-দ্বারভাঙ্গার মহারাজার টাকায় । তা ছাড়া, গবৰ্ণ মেণ্টের “জনিত" গুটি ছয়েক মেডিক্যাল স্কুল এই প্রদেশগুলিতে আছে । সুতরা চিকিৎসা শিক্ষা দিবার জন্য আর ; কত শিক্ষালয় আবশ্বক তাহা বলা বাহুল্য। বালী-গবণমেণ্ট ১৯১৫ সালের ২০শে এপ্রিল তারিখের একটি সরকারী কাগজে বলেন, নে, সরকারী মেডিক্যাল কলেজটি ছাড় আর-একটি মেডিক্যাল কলেজ না হইলে চিকিৎসাবিষয়ে উচ্চশিক্ষার্থীদের জন্য জায়গা করা যাইবে ন, এবং এরূপ একটি কলেজ স্থাপন করিতে হইলে গোড়ীতেই গবর্ণমেণ্টের এককালীন খুব সাহায্য চাই এবং বামিক সাহায্য ও চাই । কারমাইকেল মেডিক্যাল কলেজের বে-সরকারী ! সংস্থাপকগণ উহ। স্থাপন করিয়া গবর্ণমেণ্টের কৰ্ত্তব্যের ভর অনেকটা লঘু করিয়াছেন, ইহা স্বীকার করিতেই হইব । কিন্তু গবর্ণ মেণ্টের এই কলেজকে যত টাকা দে ওয়া উচিত ছিল, তাহা কলেজ এপয্যন্ত পান নাই । ১৯২২ সালে দুই লক্ষ এবং ১৯২৩ সালে দুই লক্ষ, মোট চারি লক্ষ টাকা এককালীন দান গবর্ণমেণ্ট করিয়াছেন । তা ছাড়া বাসিক পঞ্চাশ হাজার টীক। গবৰ্ণমেণ্ট, দিয়া থাকেন। সরকারী মেডিক্যাল কলেজে এবং কারমাইকেল মেডিক্যাল কলেজে গবর্ণমেণ্ট, ১৯২১ সালে ধথাক্রমে ১১,৫৬,৬৬১ টাকা এবং ৫০,০০ • টা ক্ষা দিয়াছিলেন । ঐ সালে সরকারী মেডিক্যাল