পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

82b AAA AAASA SAASAASSAAAAAAS SAAAAA SAAAAA SAAA AAAA S AAA S AAAAAS SSAS SSAS SSASAS SS SS SS --- এবং ব্যবস্থাপক সভা বর্জন, এই তিনটি অসহযোগের প্রধান অঙ্গ বলিয়া ঘোষিত হইয়াছিল । হাজার হাজার ছেলে স্কুল কলেজ ছাড়িয়াছিল। তাহার পর তাহারা যখন নিরাশ হইয়! আবাব সেইসব স্কুল-কলেজে গেল, তখন বা তাঙ্গর পূৰ্ব্বেত কংগ্রেসে বা তাহার কোন কমিটিতে তাহার সপক্ষে বা বিপক্ষে কোন প্রস্তাব ধাৰ্য্য হয় নাই ? তাহার কারণ বোধ হয় এই, যে, “শিক্ষা অপেক্ষা করিতে পারে, কিন্তু স্বরাজ অপেক্ষা করিতে পারে না," এবং সেইজন্য ছাত্রদিগকে বলি দেওয়া বা জবাই করায় কোন দোষ নাই ! অল্পসংখ্যক উকীল মোক্তার ব্যারিষ্টার আদালতে আইনের ব্যবসা করা ছাড়িয়া দিয়rছিলেন । তাহদের মধ্যে কেহ কেহ এখনও আদালতে যাইতেছেন না । কিন্তু অনেকেই আবার আইনের ব্যবসাতে প্রবৃত্ত হইয়াছেন। তা ছাড়া, প্রায় প্রথম হইতেই অনেক অসহযোগী—এমন কি নেতৃস্থানীয় কেহ কেহও— আদালতে অভিযুক্ত হইয়া আত্মপক্ষ সমর্থন করিয়াছেন বা আইনজীবী লাগাইয়া সমর্থন করাইয় ছেন । যাহার আইনের ব্যবসা আবার করিতেছেন, এবং র্যাহার অভিযুক্ত হইয়৷ স্বপক্ষ সমর্থন করিয়াছেন বা করাইয়াছেন, তাহাদিগকে দোষ দিতেছি না, দোষ দিবাব জন্য এসব কথা লিখিতেছি না। কেবল ইহাই বলিবার জন্য লিখিতেছি, যে, অসহযোগি তার আদালতবর্জন-রূপ অঙ্গটি সম্বন্ধেও কংগ্রেসে ও তাঙ্গর কমিটিতে কোন প্রস্তাব ধাৰ্য্য হয় নাই, বা দেশে তেমন কিছু বিতণ্ডা হয় নাই, যেমন কৌন্সিল প্রবেশ লইয়া হইয়াছে ও হইতেছে। অসহযোগিতার দুটি অঙ্গ লইয়া দেশে ঝড় বহন হইল না ; তৃতীয়টি লইয়া এত মাতামাতির একান্ত প্রয়োজন ছিল কি ? স্বারাজ্যিকেরা যদি সোজাস্বজি কেন্সিলে ঢুকিবার চেষ্টা করিতেন, যেমন অসহযোগী ছেলের আবার স্কুলকলেজে ঢুকিয়াছে ও অসহযোগী আইনজীবীরা অনেকে আবীর নিজ নিজ ব্যবসা করিতেছেন, তাহ হইলে কোন বেদ বাইবেল কোরান অশুদ্ধ হইত কি ? আমাদের অম্বুমান এই যে, তাহা হইলে দেশে এত ঝগড়া হইত না । প্রবাসী-আষাঢ়, ILLe { ২৩শ ভাগ, ১ম খণ্ড ASA SSASAS SS SAAAAASA SAASAASSAAAASA SSASAS SSAS SSAS S S AAAA S AAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS কৌন্সিল প্রবেশের ভালমন্দ, ফলাফল, প্রযোজন বা অনাবশ্যকতা সম্বন্ধে আমরা আগে আগে অনেক লিখিয়াছি । বেশী পুনরুক্তি করিব না। কৌন্সিলের সভ্যেরা জ্ঞানবান্‌ বুদ্ধিমান পরিশ্রমী সৎ ও সাহসী হইলে দেশের কাজ কিছু করিতে পারেন, এবং অনিষ্টনিবারণও কিছু করিতে পারেন ; কিন্তু বেশী ও প্রধান ইষ্ট করিতে পারেন না, বেশী এবং প্রধান অনিষ্ট নিবারণ করিতে পারেন না । গবর্ণমেণ্ট কে পুনঃপুনঃ ভোটে পরাজিত করিয়া সভ্যের দেশমতকে কাৰ্য্যভণ্ড জয়ী করিতে পারেন নাই, গবর্ণমেণ্ট কে অধিকাংশ সভোর মত অনুসারে কাজ করিতে বাধা করিতে পারেন নাই । কারণ, ভারতশাসন-সংস্কার আইনটি এমন চাতুরীর সহিত বিধিবদ্ধ হইয়াছে, যে, শেষ পর্য্যন্ত গবৰ্ণমেণ্টের প্রভুত্ব ঠিক পূৰ্ববং বজায় আছে। এই-সব কথা জানিয়া বুঝিয়। যদি কেহ কৌন্সিলে যাইতে চান, যান। তাহা লইয়। এত চেচামেচির দরকার কি ? আমরা আগেই বলিয়াছি, যে, স্বরাজ্যিকের কৌন্সিলে গিয়া মডারেটুদের চেয়ে বেশী কিছু করিতে পরিবেন না । র্তাহার। যদি দলে পুরু হুন, তাহা হইলে, মডারেট্রা গবর্ণমেণ্ট কে যতবার ভোটে হারাইয়াছেন, তাহারা না হয় তার চেয়ে বেশী বার হারাইবেন । কিন্তু তাহাতে গবর্ণমেন্টের কি আসে যায় ? গবর্ণমেণ্ট হারিলেও অধিকাংশ সভোর মত অতুসারে কাজ করিতে বাধ্য নহেন । ছেলেদের বিতর্ক-সভার হার-জিতের অবসাদ-উল্লাসের অভিনয় বৃহত্তর ক্ষেত্রে হইলে দেশ খুব বেশী অগ্রসর হইবে না। দেশ তাহ অপেক্ষা অনেক বেশী অগ্রসর হইত, কৰ্ম্মীদের যে শক্তি ও সময় বিরোধে, হুজুকে, পৌরুষপ্রদর্শনে ব্যয়িত হইতেছে, যদি কংগ্রেসের গঠনমূলক কার্ষে তাহার সহস্রাংশের এক অংশও ব্যয়িত হইত। কিন্তু তাহাতে নেতৃবৃন্দের ও অনুচরবৃন্দের তেমন মন নাই । দুরকমের সাহস চৌকস মানুষ বেশী নাই । যে-সব ভারতীয় মানুষ স্বরাজের জন্ত অমানবদনে কারাদণ্ড, বেত্ৰদণ্ড, নিৰ্ব্বাসনদণ্ড ও আনুষঙ্গিক নানা ভীষণ যন্ত্রণা গ্রহণ ও সন্থ