পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২

  • = n = < * * * * * * * * * *** = & s - * * مییابع

তবু এই ঘাসগুলি শালগাছের চেয়েও, নবমুকুলভরা জামগাছের চেয়েও, গোলাপ-ঝাড়ের চেয়েও, মধুর রহস্যময় । রমলা ঘালে হাত বুলাইয়া বলিল, দেখ, এই ঘাস কি তুচ্ছ বোধ হয়, কিন্তু এখন মনে হচ্ছে, এর মধ্যে অনন্ত অফুরন্ত জীবন রয়েছে। বাস্তবিক পৃথিবীতে কিছুই তুচ্ছ নয়, আচ্ছা প্রত্যেক জীবনের একটা সার্থকতা নিশ্চয় আছে । ক~নিশ্চয় আছে - —আমরা যা ভাবি ব্যর্থ, তা ব্যর্থ নয় ; যেখানে মনে কবুলুম হেরে গেছি, হয়ত সেপানেই জিতেছি ; মনে '-, -, কবুলুম ষে লোকটা বুথ মরুল, হয়ত সেই সবচেয়ে বেশী বেঁচে গেছে। -দেখ কি শুন্দর দেখাচ্ছে কাজীকে ! অ, কি মিষ্টি খোকার হাসি ; বারান্দায় কাজী থোকাথুকীকে লষ্টয় গেল। করিতেছিল, তাহাদের কলহাস্তে রমণ দাড়াইয়া উঠিল। কাজীর কোলে খুকী ও পিঠে খোকা। এই পঙ্ককেশ শুভ্রশ্নশ্রু গেরুয়া-রংএর আলখাল্প-পরা মুসলমানটি দুই গোলাপের মত শিশুকে জড়াইয়া বসিয়া আছে, নবকিশলয়ভর প্রাচীন গাছের মত সুন্দর দেখাইতেছে । ● ফুল ফুটেচে ব্যথিত বুকের গহন-গভীরে, দেখবি যদি—মনের নমুন মেলিস্ কবি রে ! ফুল ফুটেচে প্রেমের গোলাপ, কাটায় কাটা রক্ত-বিলাপ, বড়ই কোমল বড়ই করুণ মোহন ছবি রে! શ્રરાર્મી – સમાજ, ૭૭૦ { ২৩শ ভাগ; ১ম খণ্ড S AAAAAA AAAAS AAAAA AAAA S AAAAA AAAA AAAA AAAASMAeeMMAAA S AAAAA AAAA SAS A SAS SSAS ب -۶ ه حتی همه ی حمله اعرا রজত রমলার আঙুর-আঙুল টানিয়া বুলিল,-কি, উঠছে ? না, রান্নাঘরে যাওয়া হবে না। । * * অমুনয়ের স্বরে রমলা বলিল,-না, দেখ, আজি. ভাল আছি। আচ্ছা, খোকা ঝুরি আলুভাজা খেতে কি ভালৰাসে আর ডিমের বড়, ও খানসামটা কিছুতেই করতে পারবে না। ی - • " —খুব পারবে । - - আচ্ছা, আমি যেদিন করে দি, দেখেছ ত, কি আনন্দের সঙ্গে পায় । —ন, লক্ষ্মীটি বস । রমল করুণ মিনতির চোখে রজভের দিকে চাহিল। রঙ্গত ধীরে উঠিয় তাহার হাত ধরিয়া বলিল,— আচ্ছা চল, কিন্তু ওই দুটো হয়ে গেলেই চলে আসতে হবে। —আচ্ছা, ভাই হবে—বলিয়া রজতের হাত ছাড়াইয়৷ রমল রান্নাঘরের দিকে চলিল । - ( আগামী বারে সমাপ্য ) শ্ৰী মণীন্দ্রলাল বস্ত্র ব্যথিতের প্রেম ফল ফুটেচে ব্যথিত-বুকের গহন-গভীরে, পাস্নে আভাস ?—একটু দাড়া ! যাস্নেকে ফিরে । ঐ যে উদাস দীর্ঘশ্বাসে গন্ধ সে তার ভেসেই আসে, পরাগ যে তার অশ্র হয়ে পড়চে ঝরি রে! শ্ৰী রাধাচরণ চক্রবর্তী