পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] പ്പൂസ്-പ്പ~ബ് مییاه - نیمه حجینه جویی বাজার দৈর্ঘ্যে ও কম নহে ( প্রস্থে সৰ্ব্বত্র বেশী নহে ) । সেরাইয়ের নিকট সেরাই বাজার সর্বাপেক্ষা বৃহৎ । বাজারগুলি সমস্তই ছাদ-দেওয়া এবং কোনও দিকে বড় একটা ফীক না থাকায় অনেকটা অন্ধকার । গ্রীষ্মকালে বাজারের ভিতর দিয়া গতায়াত আরামদায়ক। কিন্তু শীতকালে, বিশেষতঃ যেদিন বৃষ্টি হইয়াপথঘাট দধি-সমুদ্র হইয়া থাকে, বাজারের মধ্যে প্রবেশ করিলে বাগদাদের চরণে নমস্কার করিয়া দূরে থাকিতে ইচ্ছা করে । বাগদাদের বাজারগুলি সমস্ত রকম দ্রব্যে পরিপূর্ণ। বাজারের মধ্যে অনেক সময় নিলামে পুরাতন দ্রব্যাদি বিক্ৰী হয়। বাগদাদে স্নানাগার বিস্তর, কিন্তু একটিও স্বন্দর ব। সুব্যবস্থিত নষ্ঠে । স্নানাগারে আট আন। পয়সা দিয়া প্রবেশ করিলে, সাবান, গামছা, পরিয়| স্নান করিবার কাপড় সমস্তই পা ওয়া যায় ; তবে সমস্তই নোংর । এখানে একটি ঘর বাম্পের দ্বারা গরম করিয়। রাপ হয় এবং তাহাতে ঠাণ্ড ও গরম দুই রকম জলের পাইপ থাকে। বেশী পয়সা দিলে একজন লোক শরীর মর্দন করিয়া দেয় । এখানে যতক্ষণ ইচ্ছা থাক যায় ; কিন্তু বেশীক্ষণ থাকিলে অনেকের বাহিরে আসিবামাত্র মূছ । হয় । সামরিক বিভাগের লোকেদের এখানে বিনা পাশে প্রবেশ নিষেধ । - বাগদাদে সৰ্ব্বাপেক্ষ সংখ্যায় বেশী , নাপিভের দোকান। বোম্বেতে যেরূপ প্রতিপদে "রেস্তোরণ", এখানে সেইরূপ প্রতিপদে নাপিতের দোকান। নাপিতের দোকানগুলি মুসজ্জিত বটে । একবার কামাইবার জন্য চারি অান এবং চুল কাটিতে হইলে বার আন হইতে এক টfক পর্যান্ত গ্রহণ করে । "রেস্তেfরণ" ও এখানে সংখ্যায় কম নহে ; তবে কোনটিই নাপিতের দোকানের মত সজ্জিত নন্সে ল পরিষ্কৃত পরিচ্ছন্ন নহে । আর সংখ্যায় বেশী—এখানে “আরকের” দোকান । মুসলমানের রাজধানীতে এ ব্যবস্থা এত বেণী কেন, তাহ খোদাই জানেন। যেমন আরকের দোকান, তেমনি থিয়েটারও বাগদাদে অনেকগুলি আছে। থিয়েটারে কোন ও দিন প্রবেশ করি নাই। তবে শুনিয়াছি, এখানে ষ্ট্রেজের উপর ইন্দরী মিশরী বা আরবী নৰ্ত্তকীরা পর্ধায়ক্রমে অঙ্গীল V বাগদাদ AMAMAAA SAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA SAASAASSAAAAAASMAAA SAAAAA AAAA SAAAAA AAAA SAAAAA SAAAA S SA SAS A S A S A S A qፃ ভঙ্গীতে নাচে এবং “মিউ মিউ" করিয়ু নাকি মুরে গান করে ও তাহাকে ঘিরিয়৷ একদল বাদক নানারকম বাজনা বাজায় এবং মধ্যে মধ্যে “গাওয়া” ( ঘন কাল রংয়ের কাফি ) পান করে—সময়ে সময়ে আরক ও চলে । দর্শকবৃন্দ মধ্যে মধ্যে স্বন্দরী নৰ্ত্তকীর উদ্দেশ্যে “লিরা” (তুর্কী গিনি) নোট প্রভৃতি বৃষ্টি করে। ইহাতে কোনও নাটক অভিনয় বা পট পরিবর্তন প্রভৃতি কিছুই নাই। নিউ ষ্ট্রীটে এইরূপ দুইটি বড় বড় থিয়েটার আছে । রাস্ত দিয়া যাইতে অনেক সময় দেপিয়াছি, এই থিয়েটারের দ্বারদেশে সুন্দরী যুবতীর লোক আকর্ষণ করিবার জন্য বসিয় থাকে। এপানে ৪ মিলিটারী লোকদের বিনা পাশে প্রবেশ নিষেধ । বাগদাদে গাড়ী-ঘোড়ার আমদানী অনেক । সাধারণ লোক চলাচলের জষ্ঠ্য ফিটন গাড়ী ব্যবহৃত হয় । আরবীতে এই গাড়ীকে “আরবান৷” বলে। মালপত্র বহিবার জন্য ৪ একরকম ঘোড়ার গাড়ী ব্যবহৃত হয় : আমাদের দেশের ন্যায় গরুর গাড়ী এখানে নাই । গাধ । এবং আরবী ঘোড়াও এখানে ভারবহনের জন্য বহুপরিমাণে ব্যবহৃত হয় । ঘোড়া যেন এপানে অত্যন্ত সন্তা—প্রায়ই ২টির জায়গায় ৪টি এবং ৪টির জায়গায় ৮টি ব্যবহৃত হয় । মধ্যে মধ্যে ভারবহনের জন্য উটও দেপিতে পাওয়া যায় ; তবে উট সাধারণতঃ বাহির হইতে আসে । এখানে রাস্তায় বাহির হইলেই আরবানা-চালকের এবং ভারবাঙ্গী গাধা ও ঘোড়চালকের “বালক, বালক" ( সাবধান, সাবধান ) শব্দে বিরক্ত হইয়। যাইতে হয় | ই-রেজ অধিকারের পর এপানে মোটরের উংপাত , অত্যন্ত বাডিয়৷ পিয়াছে। নদীতে এপানে সাপরিণতঃ দুইরকম যান ব্যবহৃত হয়-- বেলাম ৪ গুফ । বেলাম জলিবোটের মত ৪ গুফ। গোলাকার । ইষ্ট ভিন্ন মালপত্র বহন করিবার জন্য “মহেল|” নামক বড় নৌকা আছে। সকল রকম নৌকাই এখানে ঘন “বিটুমেন” দিয়া লেপা । বৰ্ত্তমানে বাগদাদে মোটর-বোটের সংখ্যাও কম নহে। ভারতগাভীকে দোহন করিয়াই এই সমস্ত মোটরকার ও মোটর বোট পাওয়া গিয়াছিল। SAS S S AAAA S AAA S AAA S AAAAA AAASA SAAAAS AAAA S