পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] —“আমাকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে আপনার ভালো লাগবে কি ?” —“তার মানে ?” —“তার মানে, আমি তো পূর্ণিমা নই।" রতন অত্যন্ত আশ্চৰ্য্য হয়ে স্থমিত্রার মুখের দিকে চুপ ক’রে চেয়ে রইল। তারপর আস্তে আস্তে বললে, “তুমি যে পূর্ণিমা নও, আমি তা জানি । কিন্তু তোমার বেড়াতে যাওয়ার সঙ্গে ও নামটির সম্পর্ক কি ?” —“আপনি পূর্ণমার সঙ্গে যখন বেড়াতে যান, তখন আমাকে ডাকেন কি ?” রতন হেসে ফেলে বললে, “ও, এইজন্যে তোমার বুঝি অভিমান হয়েচে ? তোমার বুদ্ধি লেখ চি এখনে পাচবছরের মেয়ের মত কঁচি, নইলে এত সহজে অভিমান কর । অrচ্ছ, আচ্ছা, কাল থেকে বেড়াতে যাবfর সময়ে তোমাকেও ডেকে নিয়ে যাব। কেমন, তা হ’লেই হবে তো ?” স্বমিত্র অধীরভাবে ব'লে উঠল, “না, না, না ! আপনাকে আর অতটা দয়া করতে হবে না, আমি বেড়াতে যেতে চাই না !” রতন একটু হতভম্ব হ'য়ে বললে, “স্থমিত্র, আমি তোমার কথার তো কোন হদিস পাচ্ছি না।” স্থমিত্র মাথা নেড়ুে বললে, “আমি আর ছবি অঁাকাও শিখব না।” - " آة جيه" ـ --“আমার ভালো লাগে না ।” রতন হঠাৎ গম্ভীর হয়ে বললে, “বেশ, তা হ’লে কালকেই আমি কলকাতায় চলে যাব ।” সুমিত্রা মুখ শুকিয়ে বললে, “কেন, আপনি চলে যাবেন কেন ?” —“আমি তো তোমাদের ঘরের লোক নই, যেজন্যে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক, সে-সম্পর্ক উঠে গেলে আমার আর এখানে থাকবার দরকার কি ?” 爆》 সুমিত্রা স্তন্ধ হ'য়ে বসে’ রইল। রতন টেবিলের উপরের ঝিম্বকগুলো নিয়ে আনুমনে নেড়েচেড়ে দেখতে লাগল। SG-డా বেনো-জল \ হঠাৎ চাতালের উপরে গলার সাড়া পেয়ে স্বমিত্রা দেখলে, বাড়ীর সকলে বেড়িয়ে ফিরছেন। সে ব্যস্তভাবে বললে, “রতনবাৰু!” রতন মুখ তুলে বললে, “বল ।” —“বাবার কাছে যেন আর যাবার কথা বলবেন না !” —“না বললে যাব কি ক’রে ?” —“যাবেন আবার কোথায়, যেতে দিলে তো । আমি ছবি-তাকা শিখব।” - রতন না হেসে থাকৃতে পারলে ন! ! এগারো পরদিন বৈকালে রতন মুমিত্রাকে নিয়ে বেড়াতে বেরুল । আগে আনন্দবাবুর ওখানে পূর্ণিমার খোজ নিতে গেল । সুমিত্র। বাড়ীর বাইরে দাড়িয়ে রইল, • কিছুতেই ভিতরে যেতে রাজি হোলো না । - রতন বাড়ীর ভিতরে গিয়ে দেখলে, আনন্দবাৰু একলা বসে বসে কি লিখছেন। তাকে দেখে আনন্দ বাবু লেখা বন্ধ করে বললেন, “একটু বোসে রতন, হাভের কাজট। সেরে নিই।” রতন বললে, “আপনি কাজ করুন, আমি আপনাকে ব্যস্ত করব না। আমি বেড়াতে যাচ্চি, পূর্ণিমা দেবীকে ডাকৃতে এসেচি - * * আনন্দবাবু বললেন, “পূর্ণিমা যে অনেক আগে বেরিয়ে গেছে!” e —“একলা ?” —“ন, সন্তোষ আর কুমার-বাহাদুর আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। শুনলুম, তারা পুরীর ভেতরটা দেখতে যাচ্চেন। পূর্ণিমাও যেতে চাওয়াতে তারা সঙ্গে ক’রে নিয়ে গেলেন । আমাকে কতকগুলো জরুরি চিঠি লিখতে হবে ব’লে আমি আর যেতে পারলুম না ।” —“ত হ’লে এখন আমি আসি, বাইরে সুমিত্রা দাড়িয়ে আছেন” এই ব'লে রতন চ’লে এল । . তাকে একলা ফিরতে দেখে স্বমিত্র বললে, “পূর্ণিম৯ टेक.?" ԳԵ-Փ