পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] হইয়াছে, বাংলা হইতে দুজন । বোম্বাই প্রেসিডেন্সীতে মুসলমানের সংখ্যা কেবল ৩৮,২০,১৫৩ । সেখান হইতে তিনজন মুসলমান লওয়া হইয়াছে। বাংলাদেশ ও অন্য সব প্রদেশ হইতে যেসব মুসলমান লওয়া হইয়াছে, তাহারা প্রতিনিধিস্থানীয় কি না তাহার বিচার মুসলমানের করিবেন। পঞ্জাবের সকলের চেয়ে বেশী লোক মুসলমান, সংখ্যায় হিন্দু ও শিখদের স্থান যথাক্রমে তাহার নীচে।

  • {५{---

মুসলমান ১,১৪,৪৪,৩২১ হিন্দু ৬৫,৫৯,২৬৭ শিখ २२,38,२०१ কিন্তু "প্রতিনিধি” লওয়া হইয়াছে মুসলমানদের মধ্য হইতে ৩, শিখদের মধ্য হইতে ২ এবং হিন্দুদের মধ্য হইতে ১ জন । বিহার উৎকলে হিন্দুদের সংখ্যা ২,৮১,৬৬,৪৫৯, মুসলমানদের সংখ্যা কিন্তু তথাকার হিন্দুদিগের মধ্য হইতে কেবল একজন লোককে লওয়া হইয়াছে, এবং তিনি এক জন অনভিজ্ঞ, অল্পবয়স্ক জমিদার । ৩৬,৯০,১৮২ | ভারতীয় নারীদের মধ্য হইতে দুইজনকে মনোনীত করা হইয়াছে । তাহার মধ্যে একজন মান্দ্রাজের এক মন্ত্রীর স্ত্রী, স্বতরাং তিনি আধা-সরকারী মাহুষ । অন্য জন পঞ্জাবের অন্যতম প্রধান সাম্প্রদায়িক নেতা স্তর মহম্মদ শাফীর কন্যা। মনোনীত ভারতীয়দের মধ্যে তিন জন প্রাদেশিক শাসনপরিষদের সভ্য আছেন—বঙ্গের একজন, আগ্রা-অযোধ্যার একজন এবং মধ্য-প্রদেশের একজন। এই তিন প্রদেশে বেসরকারীর যোগ্য লোকদের সংখ্যা কি এতই কম যে, সরকারী লোক আমদানী করিতে হইল ? জলপথে স্থলপথে মাল আনয়ন ও প্রেরণ, আমদানী রপ্তানী শুল্ক, ব্রিটিশ মুদ্রার সহিত ভারতীয় মুদ্রার বিনিময়ের হার, ব্যাঙ্কের ব্যবস্থা, প্রভৃতির দ্বারা ভারতীয়দের কৃষিশিল্প বাণিজ্যের অবনতি বা উন্নতি সাধিত হইতে পারে। এইজন্য ভারতবর্ষের >br বিবিধ প্রসঙ্গ—(গণ্ডগোল টেবিল বৈঠক ఠీరి ്.ക്ഷ-് ভবিষ্যৎ রাষ্ট্রীয় বিধিতে এমন কিছু থাকা চাই যাহার দ্বারা তাহার শিল্পকৃষিবাণিজ্যের উন্নতি হইতে পারে। কিন্তু (গও)গোল টেবিল কনফারেন্সের জষ্ঠ ভারতীয় পণ্যশিল্প ও বাণিজ্যে ব্যাপৃত একজনকেও লওয়া হয় নাই । বোম্বাইয়ের দেশী বণিকগণ সভা করিয়া বলিয়াছেন, এই কনফারেদের জন্য মনোনীত ভারতীয়ের দেশের প্রতিনিধি নহেন, এবং কনফারেন্স দ্বারা ভারতবর্ষের অনিষ্টই হইবে। বোম্বাই হইতে মনোনীত লোকদিগকে সামাজিকভাবে একঘর্যে করিবার চেষ্টাও হইতেছে । যে-সব লোককে মনোনীত করা হইয়াছে, তাহাদের মধ্যে যোগ্য লোক নাই এমন নহে। কয়েকজন যোগ্য । লোক আছেন । কিন্তু তাহারা যদি স্ব-স্ব দলের প্রতিনিধি সভার দ্বারা নিৰ্ব্বাচিত হইতেন, তাহ হইলে সেই সেই দলের লোক তাহাদিগকে প্রতিনিধি বলিয়া স্বীকার করিতে পারিত। কংগ্রেস অবশ্য বৈঠককে বয়কট করিয়াছেন ; কিন্তু উদারনৈতিক সংঘ, মুক্সিমলীগ প্রভৃতি উহাকে বয়কট করেন নাই। গবন্মেণ্ট ণ্ঠাহাদিগকে কেন নিজ নিজ প্রতিনিধি নিৰ্বাচন করিতে দিলেন না ? সরকার নিজের মনের মত লোক ৰাছিবেন অথচ বলিবেন, ইহারা ভারতবর্ষের প্রতিনিধি । ইহা হাশুকর ব্যাপার। যত লোকের নাম ফর্দে আছে, তাহাঙ্গের প্রত্যেকের এবং সকলের সমষ্টির মতের সমর্থক ভারতবর্ষে কত আছে ? বেশী নয়। তাহা অপেক্ষ বেশী সমর্থক ও অনুচর কংগ্রেসের আছে। সুতরাং কনফারেন্সে যাহার যাইবেন, তাহারা ভারতবর্ষের খুব কম লোকেরই প্রতিনিধি। অথচ তাহাদের তর্ক-বিতর্ক ও ক্রিয়াকলাপ ভারতবর্ষের প্রতিনিধিদের ক্রিয়াকলাপ বলিয়া ব্রিটিশ গবন্মেষ্ট ও জাতির দ্বারা জগতে ঘোষিত হইবে। পঞ্চাশ জনের মধ্যে জে-হুকুম অনেক আছেন, এবং অন্ত অনেক আছেন বাহার ভারতীয় মহাজাতি অপেক্ষ নিজ নিজ সম্প্রদায়ের ক্ষুদ্র স্বার্থকে বড় করিয়া দেখেন । এমন লোকও অবগু আছেন যাহারা জাতীয় कलTiश्वद्दे फ्रॉन ! किरू अंश्च ५भन जब cणांक लसग्न হইয়াছে, যাহাদের সহিত তাহাজের মতের ঐক্য স্থাপন অসাধ্য বলিলেও চলে। ইচ্ছা করিয়া গৰমোট శా