পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S& AAAAS SAAAAAS AAASASASJJAJJSJ AAAAS .. দেশী ও বিদেশী জীবনবীমা কোম্পানী সম্পূর্ণ বিশ্বাসযোগ্য দেশী জীবনবীমা কোম্পানী অনেক থাকিতেও আমাদের দেশের অনেক লোক এখনও বিদেশী কোম্পানীতে জীবনৰীমা করেন । ইহা দেশের পক্ষে বড় অনিষ্টকর। বিদেশী জীবনবীমা কোম্পানীগুলি ভারতবর্ষের বীমাকারীদিগের নিকট হষ্টতে বৎসরে মোটামুটি পাচ কোটি টাকা পান। এই টাকা বিদেশে চলিয়া যায়, কিংবা ভারতবর্ষে বিদেশীদের এমন সব কারবারে থাটে যাহার দ্বারা ভারতবর্ষের ধন আরও বেশী করিয়৷ তাহারা আহরণ করিতে পারে। এইজন্ত যাহারা জীবনবীমা করিতে চান, তাহদের কোন-না-কোন দেশী কোম্পানীতে বীমা করা উচিত। গবন্মেটি সম্প্রতি একটা বহি বাহির করিয়াছেন যাহার স্বারা দেশী কোম্পানীগুলির ক্ষতি এবং বিদেশী কোম্পানী সমূহের সুবিধা হইতে পারে। সরকারী পুস্তকে লেখক দেশী কোম্পানী হইতে টাকা পাইবার বিলম্ব প্রভৃতি নানা অসুবিধার কথা লিখিয়াছেন, দেশী কোম্পানী কোথায় কবে ফেল হইয়াছে লিথিয়াছেন, ইত্যাদি । কিন্তু বিলম্ব যে সব স্থলে হয় না, এবং যখন হয় তখন তাহার কারণ যে কোম্পানীদের শৈথিল্য বা বেবন্দোবস্ত ছাড়া আর কিছু হইতে পারে, তাহ বলেন নাই। যেযে রকমের তথা দিয়া দেশী কোম্পানীগুলিতে বীমা করার অসুবিধা গবক্সেণ্ট প্রকারাস্তবে লোককে জানাইতে চাহিয়াছেন, বিদেশী কোম্পানীদের সম্বন্ধে সেরূপ কোন তথ্য দেন নাই । আমরা এই পুস্তক দেখি নাই । দেশী জীবনবীমা কোম্পানী সমূহের যে-একটি প্রতিষ্ঠান সম্প্রতি প্রতিষ্ঠিত হইয়াছে, তাহার সম্পাদক মহাশয়ের লেখা একটি চিঠি হইতে প্রাপ্ত জ্ঞান হইতে উপরের প্যারাগ্রাফটি লিখিত । বিশ্বভারতীতে উৎসব ...সম্প্রতি বিশ্বভারতীতে হলকর্ষণ উৎসব যথারীতি সম্পন্থ হইয়া গিয়াছে। উৎকৃষ্ট বলদের জন্য ও চাষের জন্য কয়েকজন চাষীকে পুরস্কার দেওয়া হইয়াছে। বিশ্বভারতীর কৃষিবিভাগের জন্ত যে বিস্তৃত ভূখণ্ড ক্রয় করা হইয়াছে, তাহার মধ্যে পাঁচখানি সাওতাল গ্রাম প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৭ [ ७०* ङिi१, २च श्रृं७ পড়িয়াছে। এই সব গ্রামের পুরুষ ও নারী উৎসবে যোগ দিয়াছিল। উৎসবাস্তে বিশ্বভারতীর পক্ষ হইতে সাওতাল কৃষকদিগকে ভোজ দেওয়া হইয়াছিল। বার বৎসর পূৰ্ব্বে প্রসাদ-নামক একটি বালক শাস্তিনিকেতনের নিকটবর্তী ভুবনডাঙ্গ গ্রামে অনুন্নত শ্রেণীর বালকদিগের জন্য একটি বিদ্যালয় স্থাপন করে তাহার নামে সেটি এখনও চলিতেছে । একটি বালিকবিদ্যালয়ও ঐ গ্রামে স্থাপিত হইয়াছে। উভয় বিদ্যালয়ের পুরস্কার বিতরণ সম্প্রতি হইয়া গিয়াছে। শ্ৰীযুক্ত হেমলতা দেবী ছাত্র ও ছাত্রীদিগকে পুরস্কার বিতরণ করেন । এই অনুষ্ঠান উপলক্ষ্যে সম্পাদক ষে প্রতিবেদন পাঠ করেন, তাহা হইতে জানা যায়, যে, ভুবনডাঙ্গা গ্রামে, যে-সব নারী ইস্কুলে আসিতে পারেন না, তাহাদিগকে শিক্ষা দিবার ভারও বিশ্বভারতীর ছাত্রীর লইয়াছেন । তা ছাড়া, বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের পল্লীসেবাসংঘ গ্রামের স্বাস্থ্যের উন্নতির জন্য নানা কাজ করেন ও করান, রোগীর চিকিৎসা ও সেবার বন্দোবস্ত করেন, ছেলেদের খেলার আয়োজন করেন, এবং অন্যান্য উপায়ে পল্লীবাসীদের সহিত সহৃদয়ত বৃদ্ধির চেষ্টা করেন । মুসলমান বন্ধুগোষ্ঠী কলিকাতায় সম্প্রতি অধ্যাপক আবদুর রহিম সস্ত্রীক কতকগুলি বন্ধুকে চায়ের নিমন্ত্রণ করেন । উদ্দেশু, কোন দল গঠন নহে, কিন্তু এমন একটি মিত্ৰগোষ্ঠী গঠন যাহারা নিজেদের মধ্যে এবং তঁাহাদের প্রত্যেকের মহল্লায় সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ও মত গঠনের চেষ্টা করিবেন। ইহঁশরা সাম্প্রদায়িক গোড়ামি চান না, বিশুদ্ধ ইসলামের এবং তদনুযায়ী ভারতীয় স্বাঞ্জাতিকতার পক্ষপাতী ! এই মিত্ৰগোষ্ঠীর সাফল্য বাঞ্ছনীয় । প্রবাসী কাৰ্য্যালয়ের ছুটি প্রবাসী কাৰ্য্যালয় আগামী ১১ই আশ্বিন ২৮শে সেপ্টেম্বর হইতে ২৫শে আশ্বিল ১২ই অক্টোবর পর্য্যস্ত বন্ধ থাকিবে । ২৬শে আশ্বিন ১৩ই অক্টোবর হইতে সমুদয় কাজ আরম্ভ হইবে।