পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అes ۸ می ۷ مهمتیمیه SMSMAMAS AASAASAASAASAAASJSMeeMSMAMMS অভয় বললে, “তা ঠিক, এখন শুয়ে গুয়ে বিড়ি vitx bed talk 5ās ” রমেশ সোনালীবাবুকে নিয়ে বারাগুয়ে বৈঠক বসালেন । খাতা হাতে দেথে ব্ৰজেশ্বর বঙ্গলে, “সৰ্ব্বনাশ করলে, সাহিত্যিক খসড়া খোলেন যে,- শোনাবেন না কি ?” নেপেন চমকে উঠলে, “বল কি ! কলকেতা ছেড়েও যে রেহাই নেই! সব চোখ বোজে|- চোখ বোজে। - অভয়-দা কবে আর কাজে লাগবেন– নাকটা ডাকান। ওতে দু’কাজ হবে, এখন সেরে রাখলে রাতে আমরা একটু ঘুমুতেওঁ পাবো । সকলে হাসি-মুখে চোথ বুজলে । —“নাঃ, আমাদের ফাড়া কেটে গেছে। রোজাকেই ভূতে ধরেছে। শুনছ না—ইংরিজি। রমেশের রিসার্চ, চলেছে । সাহিত্যিক এবার বুঝতে পারবেন, নিরীহ বন্ধু-বান্ধবদের কি পীড়াটাই দেন। তার আস্বাদ একটু উপভোগ করুন !” অভয়ের নাক-ডাকা স্বরু হয়েছে দেখে সকলেই চোখ বুজলে । ওদিকে রমেশ সোনালীবাবুকে তার ‘থিমটা? শোনাতে গিয়ে বিষম বিপদে পড়ে গেল ! প্রতি লাইনেই হেঁচোট খায় । এমন সাটে সেরেছে যে সবটাই মাঠে মারা গেছে । দীম, ডিমে দাড়িয়ে গেছে । শেষ নিজেই বিরক্ত হয়ে বললে, “থাক, লেখাটা রাত্রে ঠিক্‌ ক’রে রাখবে, কাল শুনবেন।” সোনালীবাবুর চুল ধরেছিল, বললেন, “সেই ভাল । ও এখন কতবার কাটতে হবে! If you have the theme, the padding comes easy enough —বাঘ শিকারটাই শক্ত, তারপর খড় ভরে বৈঠকখানা সাজাতে কতক্ষণ ।”—মনে মনে বললেন, “আঃ, বঁাচলুম।” “নিবারণের লক্ষ্মণ-ভোজন শেষ হয় না যে ”— নেপেন কোনমতে চোখ বুজতে পারলে না । চারটে না বাজতে হালুয়া আর চা প্রস্তুত। সকলে প্রবাসী—ফাঙ্কন, ১৩৩৭ MAMAMAMMAMMAAASAASAASAASAAASYAAAA [ ७०* ७ों★, २ग्न थ७ SAASAASAASAASAAeeAMJAMSMSAMMMMMS উঠে পড়লো। “ইস - সেবাশ্রম, সঙ্কটমোচন, অহল্যঘাট আর কখন দেথা হবে ।” “একদিনেই তো সব উঠে যাবে না,”—ঠাকরুণ সুক্ষ্ম কণ্ঠের স্বমিষ্ট রেখাপাতে ব’লে চলে গেলেন । —সকলের কানে যেন পায়রার পালক বুলিয়ে দিলে । —“ঠিকই তেী—এ তে রথযাত্রা নয় যে মাসীর বাড়ী পৰ্য্যন্ত দৌড়। এসব পরজন্মের জন্যেও ফেলে রাখা যায়,—কায়েমী মাল। নাও চলো, আজ সঙ্কটমোচন হয়ে সঙ্কট সামূলে আসা যাক। এতে তো আর দ্বিমত হবার সম্ভাবনা নেই,—ওখানে সকলেরই টিকি বাধা ।” এই বলে সকলে হালুয়া আর চা চট্‌ ক’রে সেরে নিয়ে উঠে পড়লেন । রমেশ একটু ক্ষুণ্ণ হ’ল, বললে, “সোনালীবাবুর বড় ইচ্ছা ছিল অহল্যাঘাটে যাবার ” ব্ল্যাক-প্রিন্স বললেন, “আরে সে-হল্লা বার মাসই বজায় থাকবে, ওটি বিশ্বনাথের "টকি-ফিল্ম্ " সকলে বেরিয়ে পড়লো । 够 যে-যার জোড় খুজে নিয়ে কথা কইতে কইতে চললে । নিবারণের সঙ্গী হ’ল নেপেন—অযাচিত এবং অপ্রিয়ও । সোনালীবাবুকে পেয়ে রইল রমেশ,— স্থান নিলে সবার পশ্চাতে এবং ফোটাতে লাগলে৷ fER—theme. সঙ্কটমোচনের এলাকায় ঢুকে সোনালীবাবু ব’লে উঠলেন, “বাঃ, এ স্থানটি দেথচি কোলাহলের বাইরে । কি শাস্ত নিরাল। । এইখানে বসে অবশিষ্ট দিনগুলি কাটিয়ে দিতে পারলে আর কিছুই চাই না।” অভয় বললে, “কিন্তু এই শাস্তি ভঙ্গ করবার লোক যে বাড়ীতে আমদানি করে রেখে আসা হয়েছে মশাই— সহ বিবিধ প্যাটার্ণের পঙ্গপাল। একমাত্র ভরসা বুধি গাইটে,-পাচ-পো করে দেয় । বাতে ভুগছি, হারামজাদাদের জন্যে আপিন ধরবার উপার নেই । সেই অক্ষৌহিণী সেনাসহ তিনি সবেগে এসে পড়লে আর খোর-পোষ দাবি করলে, তখন শাস্তি খুজতে হবে গঙ্গাগর্ভে ।” * হরেন বললে, “অভয়-দা খেমা দাও, দেবস্থানে আবার