পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ক্রসেলের শতবার্ষিকী উৎসব স্বাধীনতা উংসবের মিছিল দখল করিয়াছে । আমরা যখন বাহির হইলাম তখন অপরাহ্ল সাড়ে তিনট । তখন ভাল ভাল সকল স্থানই দখল হইয়া গিয়াছে। যেখান হইতে মিছিল ভাল করিয়া দেখিতে পারি আমরা এমন স্থান খুজিয়া পাইলাম না । মিঃ ক্লেভ, এবং আমি কয়েকদিন পরেও এই মিছিল দেখিতে পাইব, কারণ উহা অারও আট দশবার প্রদর্শিত হইবে এবং আমরা দু’জনেই ব্রুসেলে অবস্থিতি করি। কিন্তু মিস্ ক্লেভ থাকেন বালিনে—এখানে মাত্র দু-এক দিন অবস্থান করিবেন। স্বতরাং তাহার এবার মিছিল দেখা ন হইলে আর দেখা হইবে না। তিনি শুধু এই মিছিল দেখিবার মানসেই স্থদুর জাৰ্ম্মেনী হইতে এখানে অ’লিয়ছেন । এই অবস্থায় তাহাকে উহা দেখাইতে না পারিলে বড়ই লজ্জার বিষয় হইবে। খানিকক্ষণ চিন্তা করিয়া মতলব স্থির حراس--جسb করিলাম। আমাদের ইউনিভারসিটির ফিলম কেমেরাটি কয়েক সপ্তাহ ধরিয়৷ আমার নিকটেই ছিল । আমরা তখন “ফাষ্ট বেলজ” নামক একটি ঐতিহাসিক ফিল্ম তুলিতে ব্যস্ত ছিলাম এবং আমাদের টুডিও আমার বোডিং বাড়ির খুব নিকটেই ছিল বলিয়া আমার কাছে ক্যামেরা ইত্যাদি রাখা হইত। আমি তাড়াতাড়ি সেখান হইতে ঐ ক্যামেরাটি লইয়া আসিলাম এবং তারপর তিন জনে মিলিয়া এক চৌরাস্তায় উপস্থিত হইলাম। আমি আমার ইউনিভারসিটি কার্ড এবং ক্যামেরাটি একজন সার্জেণ্টকে দেখাইয়। বলিলাম, “পারি কি ?” তিনি সম্মতি জ্ঞাপন করিলেন, কিন্তু আমার সঙ্গীদিগের প্রতি একটু জিজ্ঞাসাপূর্ণ দৃষ্টিপাত করিলেন। তাহ লক্ষ্য করিয়া আমি তাহার একটু কাছে গিয়া এক চক্ষু