পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

98 ס: উল্লেখ করিতেছি। তিনি প্রমাণ সহকারে ইহাও বলেন, ক যে, ভারতবর্ষের দারিদ্র্য বাড়িয়াই চলিতেছে। তাহার পর বলেন :– “In this progressive impoverishment of the people, who are those that suffer most? I am surẽ that of thọ half of the agricnitural population which is admitted not to know from one half years' end to another what it is to have a full meal, the Depressed Classes must form the largest part. Their abject poverty, must make, them ready victims of famines to which they must be paying the largest toll.” তাৎপৰ্য্য। “জনগণের এই ক্ৰমবৰ্দ্ধনশীল দারিদ্রো কাহারা সকলের চেয়ে দুঃখ পায় ? অৰ্দ্ধেক বৎসরের শেষ হইতে আরেক অৰ্দ্ধবৎসরের শেষ পৰ্য্যন্তু যাহারা পেট ভরিয়া খাইতে পায় না বলিয়া সবাই স্বীকার করেন, চাষীদের সেই অৰ্দ্ধেকসংখ্যক লোকদের মধ্যে অধিকাংশ অবনত শ্রেণীর লোক, এ বিষয়ে আমার কোন সন্দেহ নাই। তাহাদের ঘোর দারিদ্র্যবশতঃ ছুর্ভিক্ষে তাহারাই বেণী মরে ।” অবনত শ্রেণীর লোকদের মধ্যে শতকরা নিরক্ষরের সংখ্যা সব চেয়ে বেশী । অতএব ব্রিটিশ রাজত্বে ব্রিটিশ বন্ধুত্ব সত্ত্বেও তাহাদের দারিদ্রা ও অজ্ঞতা দূর হয় নাই। অন্যান্য দিকে কি কি মুবিধা হইয়াছে, দেখা যাক। ডক্টর আম্বেদকর তাহার. সমশ্রেণীস্থ লোকদিগকে সম্বোধন করিয়া বলেন : “Before the British you were, in a loathsome ndition due to your 'untouchability’. IIas the 器 Government dene anything to remove , your 'untouchability’? Before the British you could not draw water from the village well. Has the British Government secured you, the right to the well ? Before the British you could mot enter the temple. Can you enter now 2 ... Before the British you ere denied entry to , the Police force, Does the ង៉ុ Government admit you in the force 2 Before the British you were "not allowed to serve in the military. Is that career open to you now * Gentlemen, to none of these, questions you can give an affirmative answer. Those who have held so much 警 over the country for such a long time, must have done, some good. But there is certainly no fundamental alteration in your position. So far as you are concerned, the British Government has accepted the arrangements, as it found them and has preserved., them faithfully, in the manner of the Chinese tailor who, when, given an old coat as a pattern, produced with pride an exact replica, rents, patches and all. Your wrongs have remained as Qpen Sores and they... have not been .ே and, I say, that the British Government, 80 with the best of motives and principles, will always remain powerless to effect any change so far as your particular grievances are concerned. Nobody can remove your grievances as well as you can, and you cannot remove them, unless you get political power in your own hands. Ng share of this political power can come to you so long as the British Government remains where it is.” তাৎপৰ্য্য। ইংরেজ আমলের জাগে আপনাদের 'অস্পৃষ্ঠতা বশতঃ আপনার স্বশ্য অবস্থায় ছিলেন। ব্রিটিশ সরকার অস্পৃষ্ণতা দূর প্রবাসী-আশ্বিন, ১৩৬৭ [ ৩eশ ভাগ, ১ম খণ্ড ইংরেজ আমলের আগে আপনার গ্রামের কূপ হইতে জল তুলিতে পারিতেন না। সরকার আপনাদিগকে কূপের উপর অধিকার দিয়াছেন কি ? ইংরেজ আমলের জাগে আপনার দেবমন্দিরে ঢুকিতে পারিতেন না। এখন চুক্তিতে পারেন কি ? ইংরেজ আমলের আগে আপনাদিগকে পুলিস বাহিনীতে ভৰ্ত্তি হইতে দেওয়া হুইত না। সরকার আপনাদিগকে ঢুকিতে দেন কি ? ইংরেজ আমলের আগে আপনারা সৈপ্তদলে সিপাহী হইতে পারিতেন না। ঐ বৃত্তির দ্বার কি আপনাদের জন্ত এখন অবারিত ? ভদ্রমহোদয়গণ, এই সব প্রশ্নের কোনটিরই উত্তরে আপনার “ই” বলিতে পারেন না। যাহার এত দীর্ঘকাল ধরিব দেশের উপর ক্ষমতার অধিকারী হইয়া আছে, তাহারা অবশ্বই ভাল কিছু করিয়াছে। কিন্তু আপনাদের অবস্থাতে কোন ভিত্তিগত পরিবর্তন হয় নাই। আপনাদের সম্পর্কে, ব্রিটিশ সরকার দেশে যেরূপ বন্দোবস্ত বিদ্যমান দেখিয়াছিলেন, তাহাঁই গ্রহণ করিয়া ঠিক তাহ রক্ষা করিয়াছেন – যেমন একজম চীনা দরজিকে নমুনা স্বরূপ একটা পুরাতন কোট দেওয়ায় সে অহঙ্কারের সহিত ছেদ, ছিদ্র, তালিসমেও ঠিক তাহারই মত একটি নুতন কোট তৈয়ার করিয়া দিয়াছিল। আপনাদের নান৷ দুঃখ ক্ষতের মত হইয়া আছে, তাহার কোন প্রতিকার হয় নাই ; এবং আমি বলিতেছি, ব্রিটিশ গবষ্মেণ্ট, শ্রেষ্ঠ উদ্দেশ্ব ও নীতির দ্বারা চালিত হইলেও, আপনাদের বিশেষ দুঃখ সম্বন্ধে কোন পরিবর্তন সাধন করিতে চিরকালই শক্তিহীন থাকিবে । আপনার আপনাদের দুঃখ যেমন দূর করিতে পারেন, এমন আর কেহই পারে না , এবং আপনাদের নিজের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা না আসিলে আপনার তাহ দূর করিতে পারেন না। ব্রিটিশ গবশ্বেণ্ট যেখানে আছেন, যতদিন সেখানে থাকিবেন, ততদিন এই রাজনৈতিক ক্ষমতার কোন অংশ আপনার পাইতে পারেন না। ( অর্থাৎ ব্রিটিশ প্রভুত্ব থাকিতে অবনত শ্রেণীর লোকের রাষ্ট্রীয় ক্ষমতার যথাযোগ্য অংশ পাইবে না)।” ডক্টর আম্বেদকরের মতে কেবলমাত্র স্বরাজ দ্বারাই অবনত শ্রেণীর অভাব অভিযোগ দুঃখ দূরীভূত হইতে পারে ; कब्रिदाज़ खछ किछू कब्रिब्रांtझन कि ? , “It is only a Government which is of the people, for the people and by the people, in other words, it is only the Swaraj Government that will make this possible.” স্বরাজের আমলে তিনি ব্যবস্থাপকসভাসমূহে অবনত শ্রেণীর লোকদের জন্য যথেষ্টসংখ্যক নিৰ্ব্বাচিত প্রতিনিধি চান, এবং সমুদয় রাজকাৰ্য্যে তাহাদের জন্য যথাযোগ্য অংশ চান। ইহার ব্যবস্থা করা অসাধ্য ব। দুঃসাধ্য নহে। ঢাকায় মুসলমানদের অবস্থা ঢাকায় যখন উপজব চলিতেছিল, তখন সেখান হইতে প্রাপ্ত চিঠি হইতে এবং খবরের কাগজে প্রকাশিত ম্যাজিষ্ট্রেটের বর্ণনা হইতে জানিয়াছিলাম,