পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] রসিদ বন্ধক রাখিয়া টাকা ধার দিলে কোন বিপদের সম্ভাবনা খাকে না। লেীন অফিসের টাকা লাভজনকভাবে খাটাইডে হইলে একটি “সমষ্টি ব্যাঙ্ক" (Federal Bank) অবিশ্বক। অনেক সময় দেখা ধায় যে, যখন মফঃস্বলে লোন আফিসের হাতে টাকা পড়িয়া থাকে ভখন কলিকাতায় টাকার বিশেষ টানাটানি । আবার এমনও ঘটে যে, যখন কলিকাতায় টাকা সচ্ছল, মফঃস্বলে টাকার বিশেষ দরকার । যদি লোন অফিসগুলির একটি সমষ্টি-ব্যাঙ্ক কলিকাতায় প্রতিষ্ঠিত হয় তাহা হইলে উভয় অবস্থাতে টাকার সদ্ব্যবহার হইতে পারে। এই Federal Bank অদ্যান্ত স্থল হইতে টাকা অামানত রাখিয় লোন জাফিসগুলিকে প্রয়োজন মত অর্থ সাহায্য করিতে পারে।... سب معبحیہی عیدمیو কোন কোন ছোট সহরে একাধিক লেীন অফিস পরস্পরের সহিত প্রতিযোগিষ্ঠা করিতেছেন । ইহা বাঞ্ছনীয় নহে । যদি ইহার একত্র হন, তবে সম্মিলিত প্রতিষ্ঠানটি দৃঢ় ভিত্তির উপর স্থাপিত হইতে পারে। প্রত্যেক লেীন অফিসের আভ্যন্তরীণ বন্দোবস্তও যাহাতে সন্তোষজনক হয়, সে বিষয়ে কর্তৃপক্ষগণের লক্ষ্য রাখা আবিষ্ঠক । অনেক লোন অস্টিসের ডিরেক্টারগণ সমরণভালবশতঃ কাৰ্য্য-পরিচালন-বিষয়ে মনোযোগ দিতে পারেন না। এস্থলে উাহাদের ডিরেক্টার পদ আটকাইরা রাখা উচিত নহে। অনেক ডিরেক্টার দূরদর্শিতার সহিত কাৰ্য্য পরিচালন করেন না। তাহার। লভ্যাংশ (dividend) অতিরিক্ত পরিমাণে অংশীদারগণকে দেন, এবং उॉक-लकौ &b-S བཀཐའི་དིག་ལ། উপযুক্তরূপ গচ্ছিত । অর্থ-ভাণ্ডার (Reserved Fund) , গড়ির তুলিবার চেষ্টা করেন । ইহার ফলে লোন আক্ষিসগুলির ভিত্তি দৃঢ়তা লাভ করে না , স্বদের হারও অমেৰ্ক স্থলে অত্যধিক । অল্প স্বদে টাকা খাটাইলে লোন অফিসের কাজের পরিসর বাড়ে, এবং সাধারণেরও সুবিধা হয়। প্রত্যেক লোন অফিসের হিসাব বাহাতে ঠিকভাবে রাখা হয় এবং নিয়মিত অডিট হয়, এ বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন । কৰ্ম্মচারী-নিয়োগ-বিষয়ে লোন আফিসের কর্তৃপক্ষগণের সবিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্বক । সুশিক্ষিত কাৰ্য্যদক্ষ কৰ্ম্মচারী না পাইলে লোন অফিসের উন্নতি সম্ভবপর হইবে না। যাহাতে ব্যাঙ্ক-সংক্রান্ত শিক্ষার স্বব্যবস্থা হয়, সে বিষয়ে সকলের দৃষ্টি আণবঙ্গাক ॥e •• কিছুদিন পূৰ্ব্বে বঙ্গদেশের ঋণ-প্রতিষ্ঠানগুলির সমবেতভাবে কাৰ্য্য করিবার কোনও হযোগ ছিল না। এখন “ব্যাঙ্কসংঘ” প্রতিষ্ঠিত হওয়াতে এই অভাব দূর হইয়াছে। প্রত্যেক লোন আফিসের কর্তৃপক্ষগণের নিকট আমার একান্ত নিবেদন -এই যে, তাহারা সকলেই এই সংঘভুক্ত হউন। “সংহতি; কাৰ্য্যসাধিকাং”—এই পুরাতন বাক্যটি সকলেরই সৰ্ব্বদা মনে রাখা উচিত । বঙ্গীয় ব্যাঙ্ক-সংঘ পত্রিক, ( বৈশাখ—আষাঢ় ১৩৩৭ ) ঐ প্রমথনাথ বন্দেfাপাধ্যায় ভাদ্র-লক্ষ্মী শ্রীরাধাচরণ চক্রবত্তী কালও সারা রাত শূন্ত-সিন্ধু মস্থিল দেবাসুর — মেঘ-“মন্দরে বিজুরী-‘বাম্বকী’ মন্থন-রজ্জ্বর বিজড়ি’ বন্ধ, তাকড়ি প্রান্ত সে কি আলোড়ন অবিশ্রান্ত ; বারিধিক্ষোভ শ্রাবণ-প্লাবনে ছাপিল দিগ-স্থদর ! pఅ -y মন্থন-শেষ প্রত্যুষে আজি শাস্ত অসীম-কুল,সেথায় ফুটেছে শুচিস্থশুভ্র ভাদ্র-পদ্মফুল । কক্ষে অমৃত-আলোক-গাগরী, চক্ষে নবীন জীবন জাগরি’ লক্ষ্মী দাড়াল পদ্মদলে সে পরশি শ্ৰীপদমূল !