পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ বিবিধ প্রসঙ্গ—টেরারিষ্ঠদের সম্বন্ধে বঙ্গের সাবেক লাট રોના বলিবেন, এগুলা সত্য নহে ; ভারতীয় গবন্মেণ্ট এগুলার প্রেরণের খবর পাইলে প্রেরণ বন্ধ করিতেন, খবর পান নাই বলিয়া বন্ধ করিতে পারেন নাই। ইহাতে আমাদের এই কথাই প্রমাণ হইতেছে, যে, গবষ্মেন্ট সত্য বা মিথ্যা বিস্তর সংবাদের প্রচার বন্ধ করিতে সম্পূর্ণ অসমর্থ। এবং গবন্মেণ্টের মতে যে-রকম সংবাদ বেশী বিপজ্জনক তাহাও অতি দূরদেশেও পৌছিতেছে। অথচ তাহ আইনসঙ্গত আকারে ও ভাষায় ভারতবর্গে প্রকাশিত হইতে দিলে প্রতিকারের উপায় গবন্মেণ্টের হাতে থাকে । - হিংসা ও অহিংসার বিরুদ্ধে একই অস্ত্র প্রয়োগ ভারতবর্ষে ব্রিটিশ গবন্মেন্টকে দুই ভিন্নপন্থী লোকদের সঙ্গে লড়িতে হইতেছে। কংগ্রেস অহিংসার পথ অবলম্বন করিয়াছেন । কংগ্রেসের অসহযোগ ও নিরুপদ্রব ভাবে আইন অমান্ত করিবার পন্থা দেশের সর্বত্র এত বেশী লোকে অবলম্বন করিয়াছে, যে, তাহদের মধ্যে একজনও অহিংসার পথ হইতে চ্যত হয় নাই বলা কঠিন—বিশেষতঃ যখন সরকারী কঠোর দমননীতির অনুমোদিত লাঠিপ্রয়োগাদি দ্বারা তাহার বিরুদ্ধে উত্তেজনা জন্মিবার সম্ভাবনা সৰ্ব্বদাই রহিয়াছে ; কিন্তু মোটের উপর ইহা সত্য, যে, কংগ্রেসওয়ালার অহিংসার পথে প্রতিষ্ঠিত আছে | আর কতকগুলি লোকের বিরুদ্ধেও গবন্মেণ্টকে লড়িতে হইতেছে যাহাদের নাম দেওয়া হইয়াছে টেরারিষ্ট অর্থাৎ যাহারা হত্যাকাণ্ড প্রভৃতির দ্বারা আতঙ্ক উৎপাদন করিয়া কাৰ্য্যসিদ্ধি করিতে চায়। ইহাদের সংখ্যা কত কেহ বলিতে পারে না । তবে ইহাদের কাজ দেখিয়া মনে হয় ইহাদের সংখ্যা বেশী নয়। গবন্মেন্টের প্রতিপক্ষ একদল মারিতে চায় মা, কিন্তু মরিতে প্রস্তুত ; অন্যদল মারিতে চায়, মরিতেও প্রস্তুত । সরকার বাহাদুর উভয় দলকেই একবিধ উপায়ে, নান প্রকার রেগুলেশ্বন অর্ডিন্যান্স প্রভৃতি প্রয়োগ করিয়া, কাবু করিতে ও পিষিয়া ফেলিতে চান। ইহা সমীচীন নহে। যদিও হিংসা দ্বারা হিংসাকে নাশ করা ৰায় না, তথাপি যে মারিতে চায় ও মারে তাহাকে মারিয়া ফেলা سید ع هشی আদিম মানবপ্রকৃতি ন্যায়সঙ্গত মনে করিতে পারে। কিন্তু যে আঘাত করিতে চায় না, আঘাত করে না, তাহাকে আঘাত করিলে তাহার প্রতি দর্শক ও শ্রোতাদের মনে সহানুভূতির উদ্রেক হয় এবং তাহার দল বাড়িতে থাকে—এমন কি এই কারণে হিংসাবাদীদের দলও বাড়িয়া যাইতে পারে । এই সব কারণে আমরা মনে করি গবন্মেন্ট শাস্তির পথে চলিলে সুফল উৎপন্ন হইবে। টেরারিস্টদের সম্বন্ধে বঙ্গের সাবেক লাট বঙ্গের ভূতপূৰ্ব্ব গবর্ণর স্যর ষ্ট্যানলী জাক্সন বাড়ি পৌছিয়া বঙ্গের আতঙ্কোৎপাদকদের সম্বন্ধে মত প্রকাশ করিয়াছেন। তিনি এই মত মি: ডাগলাসের হত্যার পূৰ্ব্বে প্রকাশ করিয়াছিলেন। তিনি বলিয়াছেন – “Terrorism in Bengal is still rather serious, but, during the past two months, there has been a very imarked change in public opinion, on which you must depend if you want to deal -ali-fl. i. oilv with terrorism. You must depend also on Indian assistance. If you can get Indians to say that they will not have terrorism, they will help you to secure possibly, those responsible for terrorism... It is nost difficult to get any information regarding terrorists, though, 1 suppose, we have the fillest C I). Service in India Solne terrorists at 6 actuated by strong patriotic feeling and others by strong race hatred, which is most carefully Sown amongst the people of Bengal by clever innopagandists and also by the vernacular press. টেরারিজম্ অর্থাৎ আতঙ্কোৎপাদনবাদের উচ্ছেদ সাধন করিতে হইলে লোকমতের উপর নির্ভর করিতে হইবে এবং এই লোকমত জ্যাক্সন সাহেবের মতপ্রকাশের পূর্বের দুই মাসে বিভীষিকাবাদের অধিকতর বিরোধী হইয়াছে, তিনি এই কথা বলিয়াছেন। কিন্তু তিনি কাহাকে লোকমত বলিয়াছেন, সে-বিষয়ে সন্দেহ হইতেছে। কারণ, দ্বিতীয় বাক্যে তিনি বলিতেছেন, “ভারতীয়দের সাহায্যের উপরও (“also on Indian assistance”) frśH *ftvē ņēts to est যে “অঙ্গলো” কথাটির প্রয়োগ, ইহা হইতে ব্যাকরণ এবং : তৰ্কশাস্ত্র অনুসারে এই বুঝায়, যে, লোকমত এবং ভারতীয়দের সাহায্য স্থটি আলাদা জিনিষ। তাহ হইলে কি জ্যাক্সন পাহেৰ ইংরেজদের মৃত্তৰেই লোকুণ্ঠ