পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিরাজ। সাদীর কবরোদানে কবিকে নাগরিক অভিনমান ভাবে মু্যায্যঅন্যায্য সকল প্রকার ফরমাস সহ করেছিলেন, তার জন্য তিনি আমাদের সকলেরই বিশেষ ধন্যবাদ এবং কুতজ্ঞতার পাত্র । মহাসমারোহে ভোজ, অভিনন্দন, অভিবাদন, ইত্যাদি কদিন চলল । দু-চার জন কবির সঙ্গে নিভৃত আলাপও করলেন। শ্ৰীযুক্ত ডষ্টি নামে এদেশের এক সাংবাদিক এবং পালামেন্টের মে স্বা র কবি কে আলোচনার মধ্যে প্রশ্ন করলেন, “আপনি এদেশে কি দেখবেন মনে কয়ে এসেছেন ? কবি বললেন, প্রাচীন পারস্ত, যাহা এককালে সভ্যতা জ্ঞান এবং কলাবিদ্যার জন্য জগদ্বিখ্যাত ছিল, আমি সেই পারস্ত দেখতে এসেছি। ডষ্টি বললেন, ‘সে পারস্য খুজে পাওয়া আপনার o ン -V.y o শিরাজ। সার্দীর কবর-স্থান পক্ষে দুরূহ হবে ; কেন-ন, এখন প্রাচীনের আদর নেই, নূতনেরই আদর ' শাহের সঙ্গে অভিনন্দন-প্রত্যভিনন্দন তারযোগে হ’ল । ১৫ই এপ্রিল সকাল ৮ টায় আমরা বুশীর ছেড়ে শিরাজের পথে রওনা হলাম ।

崇 家