পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—ভারতের ওয়েই, কোট, কামিজ, গেঞ্জি, কলার, নেকটাই এবং মোজার সম্মিলিত ওজন, খন্দরের ধুতি, চাদর, ও পঞ্জাবীর সম্মিলিত ওজন অপেক্ষা কম নহে। শীতকালের বিলাতী ধরণের পোষাকের ওজন ত খুবই বেণী । রাজনৈতিক অরাজনৈতিক সকল দলের লোকদের চবুখায় কাটা স্থত হইতে হাতের তাতে প্রস্তুত কাপড়ের সমর্থন করা উচিত। খন্দর নামে আপত্তি থাকে ত তাহা না হয় ব্যবহার নাই করিলেন । সাধারণ লোকেরা ও গরীব লোকের বাবুদের অনুকরণ করে । এইজন্ত বাবুদেরই সৰ্ব্বাগ্রে খাটি খন্দর ব্যবহার করা উচিত। এবং, খন্দরে দাম বেশী লাগিলে, তাহারাই বেশী দাম দিয়া উহা কিনিতে অধিক সমর্থ। ভারতের ও বঙ্গের ব্যয়সংক্ষেপ বিদেশী গবর্ণমেণ্ট বহুব্যয়সাধ্য হইবেই। বিদেশী গবর্ণমেণ্টের মানে, এরূপ লোকদের দ্বারা দেশশাসনের প্রধান প্রধান কাজগুলি নিৰ্ব্বাহ, যাহারা বিদেশী এবং কাৰ্য্যকাল অতীত হইয় গেলে যাহারা নিজের দেশে চলিয়া যাইবে । এই-সব লোক যে নিজের দেশ ছাড়িয়া আসিবে, কেন আসিবে ? স্বদেশে তাহারা যত বেতন পাইত বা পাইতে পারিত, তাহা অপেক্ষা বেশী বেতন না পাইলে তাহারা কেন দূর দেশে কাজ করিতে আসিবে ? অতএব, ইহা খুবই সহজবোধ্য, যে, দেশী লোকদের দ্বারা কাজ চালান অপেক্ষা বিদেশী লোকদের দ্বারা কাজ চালান অধিক ব্যয়সাধ্য হইবে । সেইজন্য রাষ্ট্রীয় কার্য্যের ব্যয় কমাইতে হইলে, গবর্ণমেন্টটাকে দেশী গবর্ণমেণ্ট করিতে হইবে । দেশী গবর্ণমেণ্ট দুই প্রকারে করা যায় । সম্পূর্ণ স্বাধীন হইতে পারিলে গবৰ্ণমেণ্ট সম্পূর্ণ দেশী হয় ; আবার, ভারতীয়ের ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে থাকিয়াও আভ্যন্তরীন আত্মকর্তৃত্ব লাভ করিতে পারিলে গবৰ্ণমেণ্ট অনেকটা দেশী হইতে পারে। ভাল করিয়া ব্যয়সংক্ষেপ করিতে হুইলে এই দুটি ভিন্ন উপায়ার নাই। তবে ইহা ঠিকৃ বটে, যে, বিদেশী গবর্ণমেণ্ট বেশী ও বঙ্গের ব্যয়সংক্ষেপ ᏬᎼ☾ ാപ്പബ് অপব্যয়ী ও কম অপব্যয়ী দুই প্রকারের হইতে পারে। সম্প্রতি ভারত গধর্ণমেণ্ট ও বাংলা গুবৰ্ণমেণ্টের ব্যয়সংক্ষেপের জন্য যে ছুটি কমিটি নিযুক্ত হইয়াছে, তাহাদের দ্বারা যদি কিছু কাজ হয়, তাহা হইলে এই দুটি গবর্ণমেণ্ট এখনকার চেয়ে কিছু কম অপব্যয়ী হইবে মাত্র, যথেষ্ট মিতব্যয়ী তাহারা হইবে না, হইতে পারে না । বিদেশী গবৰ্ণমেণ্টের অপব্যয়ী হইবার আরো কতকগুলি কারণ আছে। অধীন দেশ ও জাতিকে বশে রাখিবার জন্য উহার সেনাদল ও পুলিশ বৃহৎ হওয়া চাই এবং বিদেশী কৰ্ম্মচারীদের অধীনে থাকা চাই, গোয়েন্দা বিভাগ বড় হওয়া চাই, জেলগুলা বড় হওয়া চাই, ইত্যাদি । 粵 কিন্তু ইহা মনে করাও ভুল, যে, জাতীয় গবর্ণমেন্ট झ्हेब्जहे डाइ भिङराङ्गो झ्हेब्द। खाउँौश अवभिके মিতবায়ী হইতে পারে, অপব্যয়ীও হইতে পারে। জাতীয় গবর্ণমেণ্ট ভাল হইলে তাহা মিতব্যয়ী হইবে, মন হইলে অপব্যয়ী হইবে। তাহার প্রমাণ হাতের কাছেই রহিয়াছে। গবর্ণমেণ্ট সম্পূর্ণ দেশী হইলে বড় বড় সব সরকারী কৰ্ম্মচারী দেশী হইবে, গবৰ্ণমেণ্ট অংশতঃ দেশী হইলে বড় অনেক কৰ্ম্মচারী দেশী হইবে। কিন্তু এখন র্যাহারা দেশী মন্ত্রী বা শাসনপরিষদের দেশী সভ্য হইয়াছেন, তাহাদের দৃষ্টান্ত হইতে বুঝা যায়, যে, দেশী লোক হইলেই যে র্তাহার বিদেশীদের চেয়ে কম বেতনে দেশের সেবা করিতে সম্মত হইবেন, তাহা নহে। অন্য দিকে ইহাও শোনা গিয়াছে, যে, দেশের কাজ করিবার জন্য সংগৃহীত টাকা ( অর্থাৎ কংগ্রেসের ও খিলাফং কনফারেন্সের অমুমোদিত কাজ করিবার জন্য সংগৃহীত টাকা ) কোথাও কোথাও স্বাঞ্জাতিক ( nationalist ) দলের কোন কোন লোকের স্বারা নিজেদের আরাম ও ব্যসনের জন্য অপব্যদ্বিত হইয়াছে। সেইজন্য বলিতেছিলাম, জাতীয় গবর্ণমেণ্ট কর্তৃক নিযুক্ত লোক রাজনৈতিক যে দলেরই হউন, তাহারা অর্থগৃধু হইতে পারেন। এই হেতু জাতীয় গবর্ণমেণ্ট ভাল অর্থাৎ প্রকৃত গণতান্ত্রিক হওয়া চাই, নতুবা সরকারী কাজে মিতব্যয় হইতে পারে না। প্রকৃত গণতান্ত্রিক মতিগতি ও রীতি কি, তাহা একটু খুলিয়া বলা দরকার।