পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ASA SSAS SSAS SSAS SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS S S S SAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS সেইদিকে অশ্বের মুখ ফিরাইলেন। আর সকলে অতটা লক্ষ্য না করিয়া পূর্ববং হরিণের দিকে ধাবমান হইল। মনবারকে বনে প্রবেশ করিতে দেখিয়া কেবল এই জন র্তাহার অমুগামী হইল । . নিবিড় শাখা প্রশাখা, লতা গুল্ম ভেদ করিয়া বরাহ ছুটিল ; পশ্চাতে জলালুদ্দীন ও বিহারীলাল। পাশাপাশি যাইবার পথ ছিল না, মন্‌সৰ্বদার আগে বিহারীলাল পশ্চাতে । দুই জনে বিশ ত্রিশ হাত ব্যবধান হইবে। কিছু দূর গিয়া বরাহ বিটপীশূন্ত তৃণাবৃত পরিষ্কার স্থানে উপস্থিত হইল। পরিসর অল্প, কিন্তু আক্রমণকারীর সুবিধা । মনসবদার বর্শ লক্ষ্য করিয়া বরাহকে আক্রমণ করিলেন। তাহার নিমেষ মাত্র বিলম্ব হইয়া থাকিবে। বরাহ চকিতের মত ফিরিয়া অশ্বকে আক্রমণ করিল। জলালুদ্দীনের বর্শ বরাহের বক্ষে অথবা পাশ্বস্থলে বিদ্ধ না হইয়া, তাহার পৃষ্ঠে অল্প লাগিয়া, ভূমিতে প্রোথিত হইল । বর্শাফলক মুক্ত করিবার পূর্বেই বরাহ বজদন্ত দিয়া অশ্বের উদর বিদীর্ণ করিল। বিকট চীৎকার করিলা অশ্ব পড়িশ গেল । - * - মনসবদার লম্ফ দিয়া অন্যদিকে দাড়াইলেন বটে, কিন্তু বর্শী হস্তচু্যত হইল। অশ্বকে ছাড়ির বরাহ তাহাকে আক্রমণ করিতে উদ্যত হইল। পশ্চাৎ হইতে বিহারীলাল দেখিলেন । বর্ণার মুষ্টি দিয়া অশ্বকে দারুণ প্রহার করিলেন । অশ্ব লম্ফ দিয়া বরাহের সম্মুখে আসিল। বিহারীলাল মনসবদার ও বরাহকে দেখিতেছিলেন, অন্ত দিকে দৃষ্টি ছিল না। বর্শ|কলক সজোরে বৃক্ষশাখায় লাগিয়া, বশ। তাহার হন্ত হইতে ঠিকৃরিয়া দূরে গিয়া পড়িল । যখন তাহার অশ্ব বরাহের সম্মুখে তখন তিনি নিরঙ্গ, ক্ষ্মেবল কটিতে তরবারি। তাহাও বাহির করিবার অবসর হইল না। বরাহ আবার ফিরিয়া বিহারীলালের অশ্বের উরু চিরিয়া ফেলিল। মন্‌সৰ্বদান্ধের ন্যায় বিহারীলালও লম্ফ দিয়া দূরে দাড়াইলেন। তখন বরাহ পাণ্টাইয়া জাবার মন্‌লকৃ . नांब्रटक चॉकभभ कंब्रिज । उँtशब्र श्रृख उब्रवांबेि, किरु তত্বৰরি দ্বারা তিনি কখনই আত্মরক্ষা করিতে পারিতেন জয়ন্তী ; ; م ۔ rمہ یھا۔ جمہم۔ مہم۔ -ه ه۔ ৭৫৩ - --۔ --۔ ---- না, কারণ তিনি বরাহকে আঘাত করিলেও সে র্তাহাকে দীর্ণ করিয়া হত্যা করিত। e পলকের মধ্যে এই সকল ঘটতেছিল। বিহারীলাল কোন কথাসা কহিয়, বেগে গিয়া বরাহের পিছনের দুই পা ধরিয়া, অমাহুৰী শক্তিতে তাহাকে তুলিয়া ধরিলেন l বরাহের সম্মুখের দুষ্ট পা মাটীতে রহিল, পিছনের দুই পা শূন্তে উঠিল। দন্ত দিয়া আঘাত করিবার ক্ষমতা একেবারেই রচিত । ঘুরিতে যায়, ঘুরিতে পারে না , কিংবা সঙ্গে সঙ্গে বিহারীলালও ঘোরেন। সঙ্কটে পড়িয়া বরাহ গে। গো করিতে লাগিল। বিস্ময়ে বাকৃশন্ত ও কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া মনসবদার কয়েক পদ হটিয়া দাড়াইলেন। . এমন সময় তৃতীয় অশ্বারোহী উপস্থিত। তাহাকে দেখিয়া বিহারীলাল কহিলেন, “মকৃম্বুম শ্বাহ, বিলম্ব করিও না। ইহাকে আর-রাথিতে পারিতেছি না ।” মক্‌দুম শাহ হস্তস্থিত বর্শ বরাহের পঞ্জরে जांभून বিদ্ধ করিলেন। তখন মনসবদারেরও বিস্ময় ও মোহ অপনীত হইল। লক্ষ্য করিয়া বরাহের হৃদয়ে তরবারি বিদ্ধ করিলেন। ববাহ গন্তাস্থ হইয়৷ ভূতলে পড়িয়া গেল। কিয়ংকাল কেহ কোন কথা কহিল না। পরে জলালুদ্দীন বিহারীলালের নিকট গিয়া, তাহার হন্ত ধারণ করিয়া কহিলেন, "জ তুমি আমার প্রাণ রক্ষা করিয়াছ ।” so - • বিহারীলাল কহিলেন, “সাহেব, ও কথা আর বলিবেন না, আমি ওরূপ অবস্থায় পড়িলে আপনিও আমাকে রক্ষা করিতেন।” মন্‌সৰূদার ঘাড় নাড়িলেন, “আমার বাহুতে এমন বল নাই যে বন্য বরাহকে তুলিয়া ধরিতে পারি। নিজের চক্ষে না দেখিলে আমি প্রত্যয় করিতাম না।” . “আমি ত আপনাকে বলিয়াছিলাম শীকার ও পাশা, খেলা সমান। সৌভাগ্যক্রমে তিন কাণ না পড়িয়া তিন ছয় ੇ। পড়িয়াছে।” জলালুদ্দীন গষ্ঠীর স্বরে কহিলেন, “তোমার এ ঋণ আমি কখন শোধ করিতে পারিব না, কখন ভুলিব না। যদি তুলি তাহ হইলে যেন মােৰণেও আমার স্বাম नां झग्न !” " 2 o' •. -