পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা] অপহরণ কফিাছ! আমি বিধবা, দীি, দুইটিমাত্র আমার পুত্র ; কত যত্নে, কত কষ্টে তাহাদিগকে লালন পালন করিয়াছিলাম। আমার চক্ষের মণি যে তাহার, .আমার আশার সম্বল, বৃদ্ধ বয়সে ভরসার স্থল ! রূপে গুণে, বলে বিনয়ে রাজপুত্রও তাঁহাদের সমকক্ষ নহে। কোথায় তাহারা, মহারাজ ? তোমার যমদূতেরা দুই ভাইকে ধরিয়া লইয়া গেল, তোমার সৈনিক হইয়া তাহার যুদ্ধ করিবে । তোমার জয় হইল, আর এক রাজ্যে তোমার জয়ধ্বজা উড়িল। কিন্তু আমার দুই পুত্র কোথায়, মহারাজ যুদ্ধক্ষেত্রে শৃগাল শকুনী তাঁহাদের মাংস ভক্ষণ করিয়াছে। তুমি আমার অভাব মোচন করিবে, আমার দুই পুলকে ফিরাইয়া দিবে ? তুমি অশোক ? তুমি কৃতান্ত স্বয়ং ” মহারাজ অশোক অবনত মস্তকে, হেঁট মুখে, বিনা বাক্যে কুটীর হইতে প্রস্থান করিলেন। \9 ক্ষুদ্র প্রকোষ্ঠ, কোথাও কোনরূপ সজ্জা নাই । ধরণীতলে সামান্ত আসনে বসিয়া সম্রাট অশোক । চিন্তামগ্ন । 彰 দৌবারিক আসিয়া যুক্ত করে নিবেদন করিল, “মহারাজ, সেনাপতি দ্বারে দণ্ডায়মান।" * সম্রাট কহিলেন, “দ্বার মুক্ত। র্তাহাকে আহবান কর।” সেনাপতি মালিয়া, দুই হস্ত তুলিয়া অভিবাদন করিলেন, “জয়, জয় মহারাজ !” - সম্রাট কহিলেন, “তোমার মঙ্গল হউক ! কোন ংবাদ অাছে ?" “মহারাজ, কলিঙ্গের রাজকন্যা আসিতেছেন। দূতমুখে সংবাদ পাঠাইয়াছেন আজ সন্ধ্যার সময় নগরে আসিয়া উপনীত হইবেন ।” * “কলিঙ্গের রাজকন্ত ? এখানে কেন ?” “রাজদর্শনে । কলিঙ্গ বিজিত হইবার পরে রাজার शृङ्क" श् । ब्रोचक्छ। लििङ्गयाङ्शैन, यूबजै, ७ अर्थस्त्र বিবাহ করেন নাই। মহারাজের দর্শন কামনায় রাজধানীতে আগমন করিতেছেন।" 彰 "এখানে তাহাকে কোথায় বাসস্থান দেওয়া হইবে ?” తూ, মালবিক ৭৯৭ ,ه-۶یي،ه۔یيج۶Rي. “মহারাজের অ'দেশ গ্রহণ করিতে আসিয়াছি।” অশোক, ক্ষণকাল চিন্তা করিলেন। চিন্তা করিয়া7 কহিলেন, “অমরাবী উষ্ঠান-প্রাসাদে তাহার বাসের আয়োজন কর। অনুচরবর্গের সংখ্যা কত ?” “পঞ্চাশ জন ৷” “তাহীদের জন্যও উপযুক্ত আয়োজন কর । আমি স্বয়ং যাইতেছি।” অমরাবতী প্রাসাদে গিয়া সম্রাট স্বয়ং সকল আয়োজন পৰ্য্যবেক্ষণ করিলেন। রাজকন্যার শয়নাগার, স্নানাগার, বিশ্রামাগার দেখিলেন। স্থানে স্থানে সজ্জার সামগ্ৰী পরিবর্তনের আদেশ দিলেন। রাজপ্রাসাদ হইতে নানাবিধ বহুমূল্য সামগ্ৰী আনীত হইল। সঙ্গীতাগারের বীণা সেতার বংশী পরীক্ষা করিয়া দেখিলেন । শিল্পীগারের শিল্পের সকল সামগ্ৰী দেখিলেন। প্রসাধনকক্ষে অঙ্গবিন্যাসের সকল উপকরণ আছে কি না লক্ষ্য করিলেন . দাসদাসীদের বাসস্থানও স্বয়ং পরিদর্শন করিলেন । সম্রাট. কুলিঙ্গ-রাজ্য জয় করুিয়াছিলেন। সেই দেশের রাজকন্যা আসিতেছেন। কি উদ্দেশ্য ? অসুযোগ, অভিযোগ ? সম্রাট শঙ্কিত হইলেন । - অপরাত্ত্বে উষ্ঠান-প্রাসাদ্ধ পুষ্পে সজ্জিত হইল । রাত্রে দীপাবলী । চারিদিকে দীপমালা সাঙ্গাইয়। রক্ষকেরা

  • ইন্দ্রপুরী করিয়া তুলিল ।

সম্রাটের আদেশে সেনাপতি একদল সৈন্তু লইয়া অগ্রসর হইয়া রাজকন্যাকে আনয়ন করিলেন। প্রত্যুদগমনে জন্য নগরদ্বারে দাড়াইয়া সম্রাট স্বয়ং। 7 - স্বৰ্য্য অস্ত যাইবায় পূৰ্ব্বে রাজকন্যা মালবিকা নগরদ্বারে উপনীত হইলেন । র্তাহাকে দেখিয়া সম্রাট কয়েক পদ অগ্রসর হইলেন । রাজকন্ত শিবিকা হইতে অবতরণ করিয়া তাহার চরণ বন্দনা করিতে উদ্যত হইলেন । ব্যস্তভাবে সম্রাট, র্তাহার হস্ত ধারণ করিয়া তাহাকে নি ণরণ করিলেন । • * কিয়ৎকাল সম্রাট রাজকন্যার হস্ত মুক্ত করিতে বিশ্বত হইলেন। তিনি অনেক স্বনী দেখিয়াছিলেন, কিন্তু এমন স্বন্দরী অ্যাবধি কখনও, তাহার নয়ন