পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাত্তিক কথা আলোচনার জন্য । ইতালী আজ শক্তিমান, কাজেই শক্তির দম্ভ তার স্বাভাবিক। আমাদের আলোচ্য বিষয়, এই শক্তি দশ-বার বছর আগের দুৰ্ব্বল লাঞ্ছিত ইতালী কেমন ক’রে সংগ্ৰহ করেছে। ইতিহাসের বর্তমান অধ্যায়ে সোভিয়েট রাশিয়ার অভু্যত্থানও বিশেষ উল্লেখযোগ্য —সেও একটি দুৰ্ব্বল জাত থেকে শক্তিশালী জাতিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু তার শক্তির দম্ভ এত প্রকট নয়, পরকে আক্রমণ করবার মত শক্তি আজও সে সংগ্রহ করে নাই, যদিও তার পরিবর্তন মুরু হয়েছে ইতালীর রূপান্তরের বহু আগে থেকে । ইতালীর রাষ্ট্রনায়ক মুসোলিনী যে তার সকল শক্তির উৎস এতে সন্দেহ নাই। কি ভাবে এই বার-তের বৎসর সময়ের মধ্যে মুসোলিনী তার দেশকে এমন শক্তিমান ক’রে তুলেছে তার ইতিহাস সবিশেষে আলোচনা করার মত স্থানের এখানে একান্ত অভাব। ফাসিষ্ট-রাজত্বের দশম-বার্ষিক উৎসবের সময় আমি রোম নগরীতে ছিলাম। এই উৎসব উপলক্ষে পরিচালিত প্রদর্শনীতে ফাসিষ্ট ইতালীর অগ্রগতির যে সব ইতিহাস ও বিবরণ পেয়েছিলাম তার কিছু কিছু স্বাস্থ্যবতী ও মুর্থী শ্রমিক-জননী - * * پینے۔۔۔ I |. - I. | Ci o و لا يا باريا শ্রমিকদের বাসস্থানের জষ্ঠ নিৰ্ম্মিত বিভিন্ন রকমের আধুনিক বাসগৃহ এখানে দিলাম। এগুলি তাদেরই প্রচারপত্র থেকে সংগৃহীত, কাজেই অত্যুক্তির আশঙ্কা আছে। কিন্তু সবই সত্য বলে মেনে নিচ্ছি এই জন্য যে ফাকির ওপর এত বড় একটা দেশের এমন আকস্মিক আমূল পরিবর্তন সম্ভব নয়। বর্তমান জগতের সমস্ত দেশ যখন ধনী ও শ্রমিকের দ্বন্দ্বে আকুল, অর্থসমস্তায় বিপন্ন, শাসনযন্ত্র অনবরত পরিবর্তনের আশঙ্কায় শাসকমণ্ডলী শঙ্কিত, সেই সময় দেশের আভ্যন্তরীণ শাস্তি বজায় রেখে পরকে আক্রমণ করা অন্তের পক্ষে মারাত্মক হ’লেও মুসোলিনীর বাহাদুরীর কথা সন্দেহ নাই । মুসোলিনীর প্রথম কীৰ্ত্তি বিরুদ্ধবাদী হয়েও ইতালীর রাজার সঙ্গে বন্ধুত্ব । বিনা রক্তপাতে তিনি ইতালীর শাসনযন্ত্র করায়ত্ত করেন ও রাজার মন্ত্রী হিসাবে কাজ করার তার পরিকল্পনা অনুযায়ী কাজ সহজেই তিনি করতে পেরেছেন, কোনো শক্তিশালী দলের প্রতিকূলতার সম্মুখীন হতে হয় নি। তাছাড়া পোপের সঙ্গে সন্ধিও তাকে নিৰ্ব্বিবাদে কাজ করার অনেকখানি সুবিধা দিয়েছে। দেশের যাবতীয় শ্রমিক ও মালিক সম্প্রদায়কে নিজের নিজের সমিতিভুক্ত ক’রে দেওয়ায় ও তাদের মতদ্বৈধ মিটাবার জন্য বিশেষ বিচারালয়ের ব্যবস্থা করায় দেশের ধনী ও শ্রমিক