পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণশ্বিন না ভারতীয় বৈশিষ্ট্যের ছাপ দেখিতে পাই। এই প্রকার ছবি বর্তমান নাহিতো অচল হইয় উঠতেছে। দু-এক জন যাহ মাঝে মাঝে চেষ্ট করেন, ক্ষমতার অভাবে তাহ ব্যর্থ ও হস্তিকর হইয় উঠে। বর্তমান এহিত্যের গতানুগতিকতার মধ্যে আলোচ্য পুস্তকথানি তাই পাঠকের নিকট নূতন ও উপভোগ্য বোধ হইবে। স্বরচি এবং আদর্শের প্রাচীনত। বজায় রাখিয়াও যে আধুনিক উপন্যাস লেখা চলে এবং তাছাতে রসসৃষ্টি কিছুমাত্র ব্যাহত হয় না, ধীরেন্দ্রনারায়ণের উপস্তাস তাহার পরিচয় দিবে। বিভিন্ন টাইপ অ'কিতেও লেখকের দক্ষত আছে ; এত চরিত্রের মধ্যে প্রায় সকলগুলিই বেশ পৃথক ও স্পষ্ট হইয় ফুটিয়াছে , আবার ক্লাস্তিকর মনস্তাত্ত্বিক বিশ্লেষণেরও কোপাও প্রয়োজন হয় নাই। পুস্তকের ভাষা গোড়ার দিকে কিছু আড়ম্বরপূর্ণ হইলেও শেষে অতাপ্ত সহজ ও সাবলীল হইয় উঠিয়াছে। ছাপা বাধাই ভাল । বাস্তবের झुभूष्टी-थमाण ভট্টাচায্য । প্রকাশক—ীস্থবোধ মৈত্র, কল্যাণ পাবলিশিং হাউস, ১৮২১ অণরেট ফাষ্ট লেন, কলিকাঙl । शूला দেড় টাক, । . 3 & X | কয়েকটি গল্পের সমষ্টি । গল্প কোনটিই নহে, লেখক উদ্ভট খয়ালে খানিকট। অসমৃদ্ধ প্রলপ লিপিবদ্ধ করিয়াছেন । অtড়ষ্ট রচনাভঙ্গী, ভাষার দৈন্ত, অজস্র বানান-ভুল, এবং রুচির জযস্ততা ইটাকে সাহিত্য-রসিকের অপাঠ্য করিয়া তুলিয়াছে। বইয়ের ভূমিকায় ০ মে লেখক যে বাস্তবতার দোহাই পড়িয়াছেন, লেখার মধ্যে 19:ব গু লেশমাত্র পরিচর পাওয়া গেল ন । শ্ৰীমনোজ বসু নিরালায়—প্রমথনাথ রায় । মডার্ণ পাবলিশিং সিণ্ডিকেট, .১. গুIমাচরণ দে ষ্ট্রীট, কলিকাত । মূল্য ১ < । নিরালায়, মৃত্যু, ডাক্তার আর হাওয়া বদল—এই চারটি ছোটগল্পে বইখানি ১১১ পাতায় শেষ হইয়াছে। গল্পগুলির প্লট অতি সাধারণ, এ৭, সবগুলি এক হিসাবে একই ধরণের নিরাশ প্রেমের কাহিনী। তপে বইখানি স্বলিখিত বলিয়৷ পাঠে বরাবরই বেশ একটু তৃপ্তি পাওয় য: । কাগজ, বাধাই, ছাপা সবই ভাল । ঋতুরূপ—প্রমণগ্রনাথ সিংহ, বি-এসসি। গুরুদাস চট্টোপাধ্যায় এও সগের পুস্তকালয়ে প্রাপ্তব্য। মূল্য ১ < । ছয়টি ঋতুর স্বানাগোনায় ক্ষণিক মিলনের সঙ্গে মুচির বিরহের যে থরটি বাজিতে থাকে লেখক একটি গীতিনাট্যে তাহ ধরিল:র প্রয়াস কয়েছেন । পরিকল্পনাটি স্বগু এবং গীতিনাট্যের প্রাণস্বরূপ বে-গলি সেগুলিও 3রচিত ; ফলে বইখানি ভালই লাগিল। স্থদুখ প্রচ্ছদপট , সৰুজ গণিতে প্রায় নিতুল ছাপ। ঐবিভূতিভূষণ মুখোপাধ্যায় চট্টগ্রামী বাঙ্গালার রহস্যভেদ ( ভাষাতত্ত্ব )— সুধৰ্ম্মদ এনামুল হক, এম্-এ, পিএইচ-ডি প্রণীত। প্রকাশক— কহিনুর লাইব্রেরী, অন্দরকিল্প, চট্টগ্রাম। মূল্য এক টাকা মাত্র। গ্ৰাম্য ভাষার শব্দসঙ্কলন ও সংক্ষিপ্ত আলোচন অনেক দিন পৰ্যন্ত সাহিত্য-পরিষৎ-পত্রিক ও অন্তস্ত কোন কোন পত্রিকার মধ্যেই নিবদ্ধ ছিল। কিছুদিন হইল বিস্তৃতভাবে ও স্বতন্ত্র গ্রন্থের ভিতর দিয়া এইরূপ স্বালোচনার সুত্রপাত হইয়াছে। ১৩৩৪ সালে কুমিল্লা ভিক্টোরিয়া গল;জর কর্তৃপক্ষগণ প্রযুক্ত গৌরচন্দ্র গোপ মহাশয় সঙ্কলিত ‘ত্রিপুর fইলার কথ্যভাষা’ নামক গ্রন্থ ‘প্রকাশ করিয়াছেন । দুই-তিন বৎসর পুস্তক-পরিচয় ty= ovరి হইল শ্ৰীযুক্ত গোপাল হালদার মহাশয় লিখিত নোয়াখালীর চলিত ভাষা বিষয়ক বৈজ্ঞানিক আলোচনাপূর্ণ বিস্তৃত প্রবন্ধ কলিকাত-বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত হইয়াছে। সম্প্রতি শ্ৰীযুক্ত এনামুল হুক্‌ মহাশয় আলোচ্য গ্রন্থে আটটি পরিচ্ছেদ ও একটি পরিশিষ্ট্রে সরল সাধারণ ভাবে চট্টগ্রামের কথিত ভাষার বিস্তৃত বিশ্লেষণ করিয়াছেন। ব্যাকরণ, উচ্চারণ, অর্থ প্রভৃতি বিষয়ে এই ভাষার বৈচিত্র্য ও বৈশিষ্ট্য গ্রন্থের বিভিন্ন পরিচ্ছেদে ব্যাপকভাবে আলোচিত হইয়াছে। পরিশিষ্টে চট্টগ্রামের প্রায় এক সহস্ৰ প্রবাদ ও প্রবচনের একটি দীর্ঘ তালিক প্রদত্ত হইয়াছে। ইহা চট্টগ্রামের চলিত ভাবার নমুন: হিসাবে বিশেষ উপযোগী। তবে সাধারণ ভাষায় অপ্রচলিত শব্দের অর্থনির্দেশের অভাবে এই তালিকার অনেক স্থল সাধারণের নিকট ছুৰ্ব্বোধ্য হইয়। রছিয়াছে। চট্টগ্রামের চলিত ভাষার দিগদর্শন হিসাবে ও ভবিষ্যতে বৈজ্ঞানিক আলোচনা করিবার উপযোগী উপকরণের সংগ্রহ হিসাবে গ্রন্থখানি যথেষ্ট মুল্যবান সন্দেহ নাই। গ্রন্থমধ্যে —বিশেষ করিয়া স্বরব্যgন পরিবর্তনরীতির আলোচনা প্রসঙ্গে --ভাষীতত্ত্বানুমোদিত রীতি অবলম্বিত হইলে ইহার মূল্য আরও বদ্ধিত হইত। ভাষা অর্থে বুলি শব্দের বহুল প্রয়োগ এবং ‘স্বাক্ষর শব্দ’, ‘ক্রাক্ষর: শব্দ’ (পৃ. ৪৯), নিষেধিনী ( পৃ. ৭৩) প্রভৃতি ভাষা-সাপ্তব্য ও বাকরণ-স্কুষ্টির নিদর্শন গ্রন্থখানির ময্যাদ। কিছু ক্ষুঞ্জ করিয়াছে। ঐচিস্তাহরণ চক্রবত্তী গীতার উপদেশ—শ্ৰীবিষ্ণুপদ চক্ৰবৰ্ত্তী প্রণীত । ইহা একখানি গীত। সম্বন্ধে ক্ষুদ্র পুস্তক । ইহাতে গীতার মূল শ্লোকগুলি নাই। গ্রন্থকার এই গ্রন্থে কৰ্ম্ম, জ্ঞান ও ভক্তি প্রভৃতি বিষয়গুলি স্বতন্ত্রভাবে বুঝাইবার প্রয়াস পাইয়াছেন । ইহাতে সমস্বয়-ভালের একান্ত অভাব । শ্ৰীজিতেন্দ্রনাথ বসু ফরাসী-বিপ্লবে রুশো—গ্রসতুলকৃষ্ণ গোষ প্রণীত। দাম এক টাকা । আজিকার এই বিংশ শতাব্দীর ফরাসী সভ্যতার মুলে ভলটেয়ার প্রভূতি যে-কয়জন চিপ্তাশীল মনস্বীর জ্ঞান-গরিম ও ভাব-সম্পদ অস্তুনিহিত আছে, তাহর মধ্যে রূপের পুরুষকার ও চিন্তাধার; অস্ততম । :Foilst toufessions, E.ııile, Contract Sociale, Nouvelle Heloise, Return to Nature প্রভূতি গ্রন্থগুলি বিশ্ব-সাহিত্যের অস্তওম সম্পদ। তিনি একাধারে যেমন চিন্তাশীল ও গৰুক ছিলেন, তেমনি আবার নিতান্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির লোকও ছিলেন । মানুষ যে কখন কি ভাবে একটি মহত্বের পথ অবলম্বন করিয়৷ ধন্ত হয়, তাহ। BBB BBBB DD D S B BBB BB BBB BB BB BBBBB BBB B BBBB BB BBBBBS BB BBBD DD BB BBBS হযোগে জীবনের সমস্ত ধারা একেবারে বদলাইয়। ফেলে । अभनंद ঘটন! আমরা টলষ্টয়ের জীবনে পাইয়াছি, সুইডেলবাগের জীব,ে পাইয়াছি, রুশোর জীবণে পাইয়াছি, আর পাইয়াছি অনেক বড় বড় লোকের জীবনে । উনবিংশ শতাব্দীর প্রারম্ভে ইংরেজ, ফরাসী ও জাৰ্ম্মানীর সাহিত্যে যে অভিনব Romanticism এর স্বত্রপাত আরম্ভ হয়, তাহার মূলেও রুশোর এই চিন্তাধার। ধে ফরাসী-বিল্লল পৃথিবীর ইতিহাসে #Relosa włal, co Roigu of Terror, Suptombor Massacre প্রভূতি ঘটন সমস্ত সভ্য জগতের উপর নিপুঢ় ছাপ মারিয়া দেয়, তাহার মূলেও রুশোর এই চিন্তাধারা । যেমন শেলি না জন্মাষ্টলে ব্রাডলিং জন্মাইত ল, Alastor লেখা না হইলে Paulino লেখা হইত না, তেমনি রুশে পৃথিবীতে না জানিলে সাহিত্যের রোমান্টীক যুগ আদিত না,