পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বরদাই মহাকবি চন্দের মহাকাব্য পৃথ্বীরাজ রাসোর ঐতিহাসিকতা 86tS ছিলেন। ১২১০ খৃষ্টাৰে বিদ্ধ্যবর্খার পুত্র স্বভট-বর্ম রাজা ছিলেন। এই রাজাদের যখন দানপত্র পাওয়া গিয়াছে, তখন তাহাজের ঐ সময়ে অস্তিত্ব-সম্বন্ধে সন্দেহ করা যাইতে পারে না। উহাদের অস্তিত্ব সত্য হইলে রাসোর ভীমদেব স্বাদবরায় ও ইজাবতী ষে কল্পিত তাহাতে সন্দেহমাত্র নাই । 西 রাসোর ৩৬ সময়ে আছে যে, রণথম্বের যাদব-বংশীয় রাজা ভান্থর কন্যা হংসাবতীকে চন্দেরীর শিশুপাল-বংশীয় রাজা পঞ্চাইন বিবাহ করিতে আগ্রহ প্রকাশ করিলেন। किड छांश ॐ दिदांश् अश्यांनन कब्रिट्जन मा, अथळ বলবান পঞ্চাইনকে নিরস্তও করিতে পারিলেন না। তখন অন্ত উপায় না দেখিয়া বলবান পৃথ্বীরাজকে বলিয়া পাঠাইলেন, আমি আপনাকে কস্তাদান করিলাম, আপনি পঞ্চাইনকে পরাস্ত করিয়া হংসাবতীকে গ্রহণ করুন । পৃথ্বীরাজ পঞ্চাইনকে পরাজিত করিয়া হংসাবতীকে বিবাহ করিলেন। এ বিবাহেরও তারিখ ও সন নাই, তবে ইন্দ্রাবতীর বিবাহের পরের বর্ণনা, অতএব তাহার পরে হওয়াই সম্ভব । পৃথ্বীরাজের জীবন-কালে রণথন্ধ স্বতন্ত্র স্বাধীন রাজ্য ছিল না, শাকম্ভরী-পতিদের অর্থাৎ পৃথ্বীরাজের একটি দুর্গমাজ ছিল, সেখানে পৃথ্বীরাজের বেতনভুক্ একজন ছৰ্গब्रक्रक शकिङ। शंघौङ्ग भर्शकाया श्रृंशैब्रात्वप्न धृष्ट्राद्र বছপরে একজন জৈন সাধুর রচনা [ ১৪৪৩ খৃঃ ]। হাম্মীর এই চোহান বংশোদ্ভব পৃথ্বীরাজের অধস্তন পঞ্চম পুরুষ, ও রণথম্বের রাজা ছিলেন। ঐ কাব্যে পৃথ্বীর সবিস্তার বর্ণনা আছে, এই কাব্যে আছে যে পৃথ্বীর পতনের পর, चचबैौब्र भूमणशांनtशब्र श्छन्नड इहेरण, शृषॆौब्रां८बब्र शूब গোবিন্দরাজ রুশখন্ধকে আপনার বাসোপযোগী করিয়া রাজধানী করিলেন। এই গোবিন্দরাজই अनषप्रब यषष ब्रांजा। शृषैौब्र बौबनकांtण ब्रनषटर ब्रांछ। ছিল না। ১১৮২ খৃষ্টাক্সের পূৰ্ব্বে বুম্বেলখণ্ডের রাজা পরমাল চন্দ্রেলের তিনটি রাজধানী ছিল, পূৰ্ব্বে কলিঙ্গুর, মধ্যে মহোবা ও পশ্চিমে চঙ্গেরী। মদনগুরের শিলালেখঅনুসারে ১১৮২ খৃষ্টাৰে পৃথ্বী পরমালের পশ্চিমাঞ্জ রাজ্য ও তাহার সহিত চম্বেরী ও মহোবা জয় করিয়া লইলেন । অতএব ১১৮২ খৃষ্টাম্বের পূৰ্ব্বে চন্দেরীতে পরমালের বেতনতুক ও পরে পৃথ্বীর বেতনতৃক দুৰ্গরক্ষক থাকিত । चउ७द शृधेौब्र छौबिडादशांश ब्र११श e stअग्रेौ छेउछ স্থানে রাজা-রাণী ছিল না, অগত্য রাজকন্যা হংসাবতীও ছিল না। যে-কালে রাসে রচিত হইয়াছে, সেকালে সম্ভবতঃ চন্দেরীতে ও রণথম্বে উভয় স্থানে রাজীদের বাস হুইয়াছে, সেইজন্স এরূপ গল্প রচনা করা হইয়াছে । 瓦 রাসে-অকুসারে সোমেশ্বরের, দিল্লীর অনঙ্গপাল তোমরের কন্যা কমলার গর্ভে এক পুত্র ও এক কস্তা জন্মগ্রহণ করিয়াছিল, বড় পৃথ্বীরাজ ও ছোট পৃথী-কুমারী। রাসোতে পৃথ্বীর আর এক ছোট ভাটর উল্লেখ আছে, কিন্তু তিনি কাহার গর্ভজাত লেখা নাই। এই পৃথা-কুমারীর বিবাহ চিত্তোরের রাণ সমরসিংহের সহিত হইয়াছিল। পৃথ্বী দিল্লীর সিংহাসন লাভ করিতে যাইবার ২৪ দিবস পূৰ্ব্বে পুথার বিবাহ হইয়াছিল, তখন পৃথ্বীর বয়স ১২, অতএব পৃথার ১• সম্ভব । সমরসিংহ ১১৯৩ খৃঃ ঘোরীর সহিত যুদ্ধে নিহত হইলে পৃথার গর্ভজাত একমাত্র পুত্র রত্নসিংহ চিতোরের সিংহাসন অলঙ্কত করিয়াছিলেন । কিন্তু এখন সমরসিংহ, ও তাহাঙ্ক পুত্র রত্নসিংহের কয়েকখানি স্থানীজ পাওয়া গিয়াছে, তাহাম্বারা প্রমাণিত হয় যে, সমরসিংহ পৃথ্বীর পতনের প্রায় একশতাব্দী পরে—খৃষ্টীয় জয়োদশ শতাব্দীর শেষ চতুর্থাংশে চিতোরের সিংহাসনে অধিষ্ঠিত ও রত্নসিংহ তাহার পর আলাঙউদ্দীন খিলঞ্জীর সমসাময়িক ছিলেন। চিতোরের রাণাদের মধ্যে একাধিক সমরসিংহ বা রত্নসিংহের অস্তিত্বের কোনও প্রমাণ পাওয়া যায় না, অতএব সমরসিংহ পৃথ্বীর সমসামরিক বা ভগ্নীপতি ও রত্নসিংহ তাহার ভাগিনী হইতে পারেন না ।