পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] গত কংগ্রেসের প্রধান প্রতিজ্ঞা প্রয়োজন হইলে স্বাধীনতা লাভ করিবার নিমিত্ত আমরা যে সকল প্রকার আত্মসম্মান-সঙ্গত, সভ্যাকুসারী, বৈধ উপায় অবলম্বনের পক্ষপাতী, তাহা অনেক বৎসর ধরিয়া বার বার বলিয়াছি । অতএব কংগ্রেস ম্বে নিরুপদ্রব আইন লঙ্ঘনের উপর আমাদের छांडौघ्र लांदौ श्लांश् করিতে গবৰ্ম্মন্টেকে বাধ্য করিবার ও জাতীয় সম্মান রক্ষা করিবার একমাত্র নিশ্চিত ফলদায়ক শেষ উপায় বলিয়া আস্থা প্রকাশ করিয়াছেন, সেই আস্থা ও বিশ্বাসকে আমরা অঙ্কুচিত মনে করি না। কিন্তু এবারকার কংগ্রেসের প্রধান প্রতিজ্ঞায় নিরুপক্সব আইন অমান্ত করিবার কথা ধে-ভাবে আনা হইয়াছে, তাহ আমরা স্ববিবেচনা ও স্ববুদ্ধির পরিচায়ক মনে করি না। সত্য ও ন্যায়ের মধ্যাদা বিবিধ প্রসঙ্গ—গত কংগ্রেসের প্রধান প্রতিজ্ঞা M9 কণগ্রস-মগুপের তোরণু-বার রক্ষা করিয়া কাজ হাসিল করা রাজনৈতিক কাৰ্য্য-প্রণালীর উদ্বেগু । কংগ্রেস চান, যে, ভারতীয় ব্যবস্থাপক সভায় ১৯২৪ সালের ফেব্রুয়ারী মাসে এবং ১৯২৫ সালের সেপ্টেম্বর মাসে যে জাতীয় দাবী উপস্থিত করা চইয়াছিল এবং স্বাহা ঐ সভায় অনুমোদিত হইয়াছিল, গৰক্সেণ্ট তাহাতে সম্পূর্ণ বা মোটামুটি সম্পূর্ণ সায় দেন। এই অভিপ্রায়ে কংগ্রেস সংক্ষেপত: বলিতেছেন, যে, গবন্মেণ্ট যদি ফেব্রুয়ারীর শেষের মধ্যে আমাদের দাবাতে কৰ্ণপাত না করেন, তাহা হইলে কংগ্রেস দেশের লোককে নিরুপদ্রব আইন লঙ্ঘনের জন্য প্রস্তুত করিতে বা जथिरुडग्न रुजलांबौ করিতে চেষ্টা করিবেন। ইহা একপ্রকার ভয় ●भ*ञ, किन्न ब्रांखনৈতিক পেঁচাল ভাষায় ইহাকে সরকারের উপর रूरtअंग-ब७rणब थांछाउद्रौ१ मृश চাপ দিবার চেষ্টা বলা যাইতে পারে।