পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やかgb- প্রবাসী—ফান্ধন, ১৩৩২ মূক মেদিনীর ব্যথা খুজে ফিরে পথ, এস বন্ধু ভাষা দাও তায় । বীজের গোপন বক্ষে শিহুরে উল্লাস তরু হ’য়ে উঠিভে আকাশে ; কোরকের বদ্ধ হিয়া পেতে চায় ছাড়া দিশাহারা অশাস্ত বাতাসে ; নবীন আযাঢ় এল উড়ায়ে নিশান তুণদল আনন্দে বিহবল ; এস কবি পূর্ণ করে তাদের কামনা —স্বপ্ন হোক সার্থক সফল : ময়দানবের শিল্প মিশেছে গুণ্ডিয়ায় —কথাসার মহাভারতের ; অযোধ্য, দ্বারকা, কাঞ্চী, পাটলী, বৈশালী —ইতিহাস শুধু অতীতের। তুমি হে অমর শিল্পী, চির যাদুকর, স্পর্শ ভাব বিলোল যৌবন ; হয়ত বুঝে না নিজে আপনার কথা, স্ৰষ্টির সঙ্গীতে নিমগন । অরণ্য কাটিয়া নিতি করিছ রচনা কমলার লীলা-পদ্মাসন ; বিজন শ্বাপদ্মভূমে তুলিছ গড়িয়া মুখরিত মানব-ভবন । নগ্ন ধরণীর বুকে দিয়াছ বিছায়ে চীনাংশুক হরিৎ হিরণ ; কল্পবী সাজালে তা’র ফুটায়ে গোলাপ, মল্লিক, মালতী অগণন । মাতৃত্বের তৃপ্তি আনি রিক্ততা ঘুচায়ে গাছে-গাছে ভরি’ দিলে ফল ; ভরিয়া মেঘের কুম্ভ সহস্র ধারায়, বিসৰ্জ্জিলে অভিষেক-জল । তোমারে চিনেছে তাই, হে চির-নবীন ! বসন্তের প্রথম বাতাস ঃ [२०* छांश, २ग्न थ७ প্রথম কর্ষণক্ষিপ্ত বরফের প্রাতে মৃত্তিকার স্বরভি নিশ্বাস ; প্রথম উষার আলো আকাশের চোখে, প্রথম পার্থীর কলধ্বনি ; নিশাস্তের সুপ্তিস্থার তটিনীর বুকে নুপুরের প্রথম নিকণি । জাম্বাইয়া গন্ধদীপ, সাজি ভরি’ ফুলে তাই তব আরাত্রিক গান রচিছে নিখিল ধরা—নিত্য অহনিশ নান্দীপাঠে তোমার আহ্বান । আকাশে আগুন তুলি নিশান উড়ায়ে, ভস্কারবে আসোনি সম্ভাফি’ , নছ তুমি জয়শীল রাজা বাদশাহ মারী-সম নিষ্ঠুর-বিলাসী। যুগে-যুগে ঝঞ্জাবাত প্লাবনদহন শির পাতি করেছ গ্রহণ ; অক্রোধে স্কিনেছ ক্রোধ, শাস্তিতে বিগ্ৰহ, —ক্ষমা দিয়া হিংসার বারণ। তুণসম নত মাথা করুণ কোমল তরুসম সহিষ্ণু নিৰ্ব্বেদ ; মুখ ফুটে বলোনিকো, হে মৌনী সাধক, জীবনের কিবা হর্ষ-খেদ । কোথ৷ সেই হত্যাপ্রিয় আততায়ী দল দিগ্বিজয়ী যাহাজের নাম ; কোথা সেই রশোল্লাস, কোন ঘূলিতলে ধূলি হ’য়ে লভিছে বিশ্রাম! ম'রে গেছে রাজা ও নকীব— রক্ত-লেখা সে-কাহিনী বিশ্বত স্থদুর, তৈমুরের অস্থি ল’য়ে নগর-তোরণে খেলা করে পথের কুকুর । আপনার আশীবিষে দহন-জর্জর আপনি মরেছে তা’র সব,