পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W28e বিদায় নিতে হ’ল । সবে সেদিনের কথা, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, একটা মস্ত বড় পরিবর্তনের ভিতর থেকে পুরোনো খোলস ছেড়ে বেরিয়ে এসেছে—সে এখনও তরুণ, ভালে৷ ক'রে দাড়াতে শেখেনি। ধারা শৃঙ্খলার ভিতর দিয়ে তা’কে চালিয়ে নিয়ে চলেছিলেন, ডাক্তার সরকার ছিলেন তাদেরই মধ্যে একজন । ডাক্তার সরকার আমাদের কর্ণধার ছিলেন রসায়নবিভাগে । তার অভাবে আঞ্জ বাঙ্গালী-অবাঙ্গালী সব ছাত্রই হাহাকার করছে । বাঙ্গfগী ছাদের তিনি -*, r o | է: on ডাক্তার জন্নদাপ্রসাদ সরঞ্চার সৰ্ব্বদাই চোখে-চোখে রাখতেন। তাদের কোনো কাজই র্তার দৃষ্টির বাইরে ধেতে পেত না এবং প্রায়ই তার ঘরে একজনকে না একজনকে ঢুকতে হত তার তলব পেয়ে মেহের মূছ ভৎসনা শুনতে । তাদের সাহায্য করতে তিনি ছিলেন উদ্বার ; তাদের জন্ম লড়তে তাকে কখনও পিছপাও হ’তে দেখিনি । প্রবাসী—ফাঙ্কন, ১৩৩২ [ २4* छां★, २ग्न थ७ ক্লাসে তাদের যথেষ্ট ভয় দেখালেও বিপদের সময় তিনি তাদের কখনও ত্যাগ করেননি । আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাম্বুলেন্স কোর (ambulance corps) f( ; <!«x CALT Efts C#4 সভাপতি ক’রে এবং ক্রমশঃ তাকে সেক্রেটারী কায়েম ক’রে ভার যা-কিছু ভর তারই ধাড়ে চাপিয়ে দেওয়া হয় । আর্থিক ক্ষতি অনেক ক্ষেত্রে সহ ক’রেও বিশ্বস্তভাবে তিনি এ-ভার শেধ অবধি ব’য়ে গেছেন এবং তার চালনায় আমাদের ক্ষুদ্র ‘কোর’ অনেক উন্নতির ভিতর দিয়ে বেড়ে উঠেছে ; শুধু তার জন্যেই এমন-কি আমরা দু' বছর বাইরে গিয়ে অল ইণ্ডিয়া অ্যাম্বুলেন্স, কমিণিটিশনে প্রতিধেীগিতা ক'বে এসেছি । কয়েক বছরের কথা । কলেজের বাঙালী ছাত্রেরা একট। বাংল। অভিনয় কবৃবার সকল্প করে। তাদের এ সংকল্পে বষ্টি সহানুভূতি ও সাহায্য করা দূরে থাক, অনেক ভাবে বাধা দেবার চেষ্টা করে । ড:ভণব সরকার শুধু আমাদের কর্ণধার হয়ে নিজের বাড়ীতে আমাদের মহলার জায়গা পৰ্য্যশ্ন দিয়ে সুশৃঙ্খলে আমাদের এসংকল্পকে কার্য্যে পরিণত করবার অবসর দেন। শুধু র্তার জন্তেই আমরা পরের বছরে ৪ অন্য অভিনয়ে কুভকাধ্য ইহ । ছাত্রদের সঙ্গে মিলতে, তাদের মতে মত দিতে তিনি ছিলেন একমাত্র এবং অদ্বিতীয় । “এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের বাঙালী সম্মিলনী’ নাম দিয়ে আমরা বাঙালী শিক্ষক ও ছাত্রদের মিলুবার একটা ক্ষেত্র গড়ে তুলেfছল!ম। ডাক্তার সরকার মশাই আমাদের বেশ একজন নিয়মিত সভ্য ছিলেন । সম্মিলনীর কোনো কাজে তাকে বড়-একটা অনুপস্থিত দেখিনি । ছাত্রদের সঙ্গে তার সম্বন্ধ ছিল ভারি মধুর। তিনি একাধারে তাদের শিক্ষক, বন্ধু, অভিভাবক ও উপদেষ্ট ছিলেন । র্তার বাড়ীর দরজা সৰ্ব্বদ। উন্মুক্ত ছিল আমাদের জন্ম-আমাদের আব্দায়-অত্যাচার তাকে সময়ে-অসময়ে সব সময়েই সহ করতে হয়েছে। অনেক সময়ে বেশ মনে আছে, ধমক দিতে গিয়ে তাকে হেসে ফেলতে দেখেছি।