পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి: ఫి ষষ্ঠ শতাব্দীতে মিলেটুস নগরস্থ থালেস বিশ্বাস করিতেন ধে, জলই একমাত্র মূল পদার্থ। ছাম্বোগা-উপনিষদে সনৎকুমার নারদকে বঞ্জিতেছেন—জলই আদি পদার্থ, জল বিভিন্ন মূৰ্ত্তি পরিগ্রহ করিলে পৃথিবী, আকাশ, পৰ্ব্বত, কীট পতঙ্গ, গোমহিষাদি মন্তব্য ও উক্লিাদি উৎপন্ন হয়। অ্যানেক্সিমিনেস বায়ুকে, হেরাক্লাইটস অগ্নিকে ও ফেরেকাইডস মৃত্তিকাকে মূল পদাৰ্থ বলিয়া বিশ্বাস করিতেন। প্রাচীন যুগের কথা ছাড়িয়া দিয়া আধুনিক কালে উনবিংশ শতাব্দীর প্রারম্ভে প্রাউট বলিলেন যে, হাইড্রোজেনই সমস্ত মূল পদার্থের উপাদান। সমস্ত মূল পদার্থ বিভিন্ন সংখ্যায় হাইড্রোজেন-পরমাণুর সমষ্টি-মাত্র। কিন্তু এখন শুধু মত প্রচারের যুগ আর নাই, প্রকৃত পরীক্ষামূলক বিজ্ঞান-যুগের আরম্ভ হইয়াছে। পরীক্ষা দ্বারা দেখা গেল, অধিকাংশ মৌলিক পদার্থের পরমাণবিক গুরুত্ব অভয়রাশি नां श्हेंब्र छध्नाऽन श्८ङ८छ् । कांट्छझे दछामिट्कद्र নিকট গ্রাউটের আহ্মানের কোনো ভিত্তি থাকিল না। মেণ্ডেলীফ এই একমাত্র মূল পদার্থের অস্তিত্ব স্বীকারের অতিশয় বিরোধী ছিলেন ও পুরাতন গ্রীক পণ্ডিতগণের উদেশে ঠাট্টা করিয়া বলিয়াছেন, ইহারা অনেকগুলি দেবতাকে বিশ্বাস করিয়া কি-প্রকারে এক মূল পদার্থে বিশ্বাস করেন, বুঝিতে পারি না। কিন্তু উনবিংশ শতাব্দীর আয়ুঃশেষের সঙ্গে-সঙ্গে মেণ্ডেলীফের এই ধারণারও জায়ুঃশেষ হইয়াছে। ভ্যালটনের পরমাণু এখন আর অবিভাজ্য নয়। সকল পরমাণুর শেষ বিকার হইতেছে ইলেক্ট্রন বা অতিপরমাণু। মৌলিক পদার্থের সব পরমাণু স্বভাবাপন্ন ও সমান -গুরুত্বের, ভ্যালটনের এই তথ্যটিও এখন চালিয়া সাজাইতে হইবে । এখন প্রমাণিত হইয়াছে যে, মৌলিকের পরমাণুর মধ্যে ভিন্নতা থাকিতে পারে, কিন্তু এতদিন ধরা পড়ে নাই, উপযুক্ত ষন্ত্রের অভাবে। কোনো মৌলিক পদার্থৰে লইয়া যখন তাহার পরমাণবিক গুরুত্ব নির্ণয় প্রবাসী—আষাঢ়, 3లిలిచి সমসামরিক বৈজ্ঞানিকেও বিশ্বাস করিতেন। খ্ৰীষ্টপূৰ্ব্ব ।

  • श्नक्केश्वन चाविकीब नपरल २००• नाप्नब भाका यवानी क्रून पूछ' यवक ध्वधून ।

{ ২৫শ ভাগ, ১ম খণ্ড করি, তখন পদার্থের পরিমাণ যতই অল্প করি না, তাহার মধ্যে লক্ষ-লক্ষ পরমাণু থাকে। স্বতরাং পৰীক্ষা দ্বারা যে আণবিক গুরুত্ব পাওয়া যায়, তাহা গড়পড়তা ফলমাত্র। ক্লোরিনের আণবিক গুরুত্ব সাড়ে পয়ত্রিশ। ইহা হইতেই প্রমাণ হয় না যে প্রত্যেক পরমাণুর গুরুত্ব সাড়ে পয়ত্ৰিশ । কোনো পরমাণুর গুরুত্ব ৩৫, কাহারো ৩৬, কাহারে ৩৭ হইতে পারে। মুস্থিল হইতেছে এই যে,একটি অণুকে বাছিয়া লইয়া পরীক্ষা করিতে পারা যায় না, তাই ভ্যালটনের সময় হইতে একথাটা কাহাবও মনে হয় নাই যে, সমধৰ্ম্ম৷ পরমাণুর গুরুত্ব এক নাও হইতে পারে। একদিন পরীক্ষায় কেবল কতকগুলি অণুর গড়পড়তা হিসাব পাওয়া "tēvs i few nerfs Mass spectrograph i stofte গুরুত্ব-বিশ্লেষক এমন-এক যন্ত্র আবিষ্কৃত হইয়াছে যে,তাহার সাহায্যে একই মৌলিক পদার্থের বিভিন্ন গুরুত্ব-যুক্ত অণুগুলি পৃথকৃ হইয়া পড়ে। একটি ত্রিকোণ কাচ-ফলকের মধ্য দিয়া, আলোকের বিভিন্ন বর্ণ যেমন পৃথক হইয়া যায়, সেইরূপ এই যন্ত্রে বিভিন্ন-গুরুত্বের অণু পৃথক-পৃথক্ পথে পরিচালিত হয়। পাশ্বস্থিত তড়িৎ ও চুম্বকের বলে কে কতটা বাকিল দেখিয়া তাহাদের আপেক্ষিক গুরুত্বের নিরূপণ করা হইয়াছে। দেখা গিয়াছে যে, যে-ক্লোরিনগ্যাসের অণুর গুরুত্ব সাড়ে পত্রিশ বলিয়া জানা ছিল, উহা কতকগুলি বিভিন্ন-গুরুত্বের পরমাণুর সমষ্টিমাত্র। কোনো পরমাণুর গুরুত্ব ৩৫, কোনো পরমাণুর গুরুত্ব, ৩৭, বিভিন্ন-পরমাণুর গুরুত্ৰে ভগ্নাংশের নাম-গন্ধ নাই । श्रांब्रtनद्र यांशंबिक ७झड़ २००'०७, किछ dहे शब शांब्र বিশ্লেষণ করিয়া দেখা গিয়াছে যে, পারদের মধ্যে ১৯৭, ra err و Rsی ,s ۹۰ ,ه ۹۰ , ه ۹۰ , دهد و اهد পরমাণু আছে। এই যজ্ঞের সাহায্যে প্রমাণিত হইয়াছে যে,অনেক মৌলিক পদার্থের মধ্যে বিভিন্ন-গুরুত্বের পরমাণু আছে এবং যেখানেই দেখা গিয়াছে যে, সাধারণক্ষাবে নির্ধারিত পরমাণুর গুরুত্বে ভগ্নাংশ আছে, সেইখানেই এই ব্যাপার। জ্যাস্টিমনি নামক ধাতুকে এইপ্রকারে बिरछषण कब्रिब्रl s>२२ शैडेiएच जTाँडेन नां★क ७कजम ইংরেজ রাসায়নিক নোবেল পুরস্কার পাইয়াছেন। অতএব गव श्रहांर्षई cष होईप्झांटबटनग्न जकै, ५-कथांब र्विनtन