পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রহায়ণ খোরাকে স্বস্থসবল জাতি গঠিত হইতে পারে না। রাজনৈতিক আলোচনা ও কাজ কেবল উত্তেজনা-উন্মাদনাময়, কিংবা উহা বিন্দুমাত্রও অনাবগুক, এরূপ বলা বা ইঙ্গিত করা আমাদের উন্ধেগুবহির্ভূত। জাতীয় গবক্সেণ্ট প্রতিষ্ঠিত হুইবার আগেও যে নিরক্ষরতাদূরীকরণচেষ্ট একান্ত আবশ্বক, আমরা কেবল ইহাই বলিতে চাই । শ্ৰীযুক্ত শরৎচন্দ্র বন্ধ বলেন, যে সমস্ত গুরুতর সমস্য। আণ্ড দেশের সম্মুখে উপস্থিত, সেইগুলি সৰ্ব্ব-ভারতীয় হইলেও, বাংলার পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। বিদেশী গবন্মেণ্ট এই সমস্ত সমস্তার সমাধান করিতে পারে নাই, কারণ উহার চেষ্টায় কোন সত্য সহানুভূতি নাই। কিন্তু উহাতে হতাশ হইবার কিছুই নাই। কারণ বাংলার জাতীয়তায় তাহার দৃঢ় বিশ্বাস আছে ; এবং এই বিশ্বাস বাংলার যুবশক্তির উপর তাহার যে বিশ্বাস ভাহ হইতেই উদ্ভূত। বস্তুত দীঘলিশ্বাস ও অনুতাপের দ্বারা দেশের সামাজিক ও রাজনৈতিক ব্যাধি উপশম কর! যাইবে না। একমাত্র দেশের যুবকরাই এই সব সমস্যার সমাধান করিতে সমর্থ । যুবকদেরই কৰ্ম্মক্ষেত্রে নামিতে হইবে, মুক্তির বাৰ্ত্ত প্রচার করিতে হইবে, সংগ্রামে অবতীর্ণ হইয়া দেশকে পরিচালিত করিতে হইবে । আমর আজ রাজনৈতিক মুক্তি-সংগ্রামের এক নুতন অধ্যায়ে প্রবেশ করিতে চলিয়াছি। কংগ্রেসের অহিংস আন্দোলন বহুকাল যাবৎ চলিয়া আসিয়াছে ; কংগ্রেস বর্তমানে আমাদের কার্য্যকলাপে এক শুস্ত পরিবর্তন সাধন করিয়াছে। কংগ্রেসের সাফল্যের জন্ত চেষ্ট করা বাংলার যুবকদেরই কাজ । কংগ্রেসকে সাফল্যমণ্ডিত করিতে হইলে কি কি আয়ুধে সন্নদ্ধ হইতে হইবে, বাংলার যুবককুল তাহাও অবগত আছে । আপনার সংগ্রামের জঙ্ক প্রস্তুত হউন । অহিংস সৈনিকের পক্ষে সাম্রাজ্যবাদীর ব্যাটন, বুলেট ও সঙ্গীনের সম্মুখীন হইতে হইলে যে সমস্ত মানসিক ও নৈতিক গুণ প্রয়োজন, সেই সমস্ত গু৭ আপনার অনুশীলন করুন । অতীতের স্মৃতি, বৰ্ত্তমানের প্রয়োজনের তাড় ও ভবিষ্যতের আশ: আপনাদিগকে সঞ্জীবিত রাখিবে। বস্থ মহাশয় যে ছাত্রছাত্রীদিগকে অহিংস সংগ্রামের সৈনিক হইবার জন্য প্রস্তুত হইতে বলিয়াছেন, তাহার জন্য আবশ্বক সমস্ত মানসিক ও নৈতিক গুণের অনুশীলন করিতে বলিয়, ছেন, এই উপদেশ সৰ্ব্বতোভাবে অনুসরণীয়। ইহা সন্তোষের বিষয় ষে বঙ্গের ছাত্রছাত্রীরা জানেন বুঝেন, যে, তাহাদিগকে প্রস্তুত হইতে হইবে। র্তাহাদের সম্মেলনে গৃহীত একটি প্রস্তাবের চতুর্থ অংশে বলা হইয়াছে, যে, একটি নিখিল-বঙ্গ ছাত্রসমিতি গঠন করিতে হইবে যাহার অন্যতম উদ্বেগু হইলে ছাত্রদিগকে পৌরজনপদ জীবনের জন্ত to oi ("to prepare the students for citizenship") বন্ধ মহাশয় বলিয়াছেন, "একমাত্র দেশের যুবকেরাই এই ৰিৰিৰ প্রসঙ্গ-ছাত্ৰসম্মেললে শরৎচন্দ্র বস্থর অভিভাষণ ఇSS সব সমস্তার সমাধান করিতে সমর্থ,- “কংগ্রেসের সাফল্যের জন্ত চেষ্টা করা বাংলার যুবকদেরই কাজ।” যাহার এই সব সমস্তার সমাধান করিতে সমর্থ, কংগ্রেসের সাফল্যের জন্ত চেষ্টা করা যাহাদের কৰ্ত্তব্য, যুবকেরা তাহাদের অন্তর্গত নিশ্চয়ই আছেন। কিন্তু যত দায় যুবকদেরই এবং একমাত্র যুবকেরাই সব কিছু করিতে সমর্থ, ইহা আমরা মনে করি না। প্রৌঢ়দের ও বুদ্ধদেরও কিছু কিছু কৰ্ত্তব্য আছে, এবং কিছু কাজ করিবার, পরামর্শ দিবার ও পরিচালনার ভার লইবার শক্তিও তাহাদের আছে। ইহাও মনে রাখিতে হইবে, যুবত্ব সম্পূর্ণরূপে বয়সের উপর নির্ভর করে না । জরাজীর্ণ বৃদ্ধ যুবক অনেক দেখিতে পাওয়া যায়। আবার চিরতারুণ্যশালী উদ্যমশীল বৃদ্ধও দুইচারি জন থাকিতে পারে। বস্থ মহাশয় সম্ভবতঃ যুবত্ব ও ছাত্ৰত সম্পূর্ণ সমার্থক রূপে প্রয়োগ করেন নাই। কারণ, তিনি যুবকদিগকে ষে ভাবে দেশের কাজে আত্মনিয়োগ করিতে বলিয়াছেন, ছাত্রাবস্থায় ছাত্রছাত্রীদিগকে সে ভাবে আত্মনিয়োগ করিতে হইলে তাহার নামে মাত্র ছাত্রছাত্রী থাকে। প্রস্তুতির প্রয়োজন র্তাহার অভিভাষণে ও সম্মেলনের একটি অভিভাষণে স্বীকৃত হইয়াছে। শাস্তির সময়ে অহিংস সংগ্রামের জন্ত প্রস্তুতির প্রয়োজন অস্বীকৃত হইবে না । বিপ্লবে ও সশস্ত্র সংগ্রামেও যে প্রস্তুতির প্রয়োজন, তাহা চীনে ও স্পেনে প্রমাণিত হইতেছে। চীনের যুবকেরা স্বদেশের স্বাধীনতা রক্ষার নিমিত্ত অতিমানব সাহস, দুঃখসহিষ্ণুতা ও পৌরুষের সহিত জাপানের বিরুদ্ধে লড়িয়াছে। এই সব গুণে তাহারা জাপানীদের চেয়ে বিন্দুমাত্রও নিকৃষ্ট নহে, বরং শ্রেষ্ঠ । কিন্তু জাপানী সৈন্তদের মত তাহাদের যুদ্ধশিক্ষা না-থাকায়, এবং চীনের যুদ্ধায়োজন জাপানের সমান না-হওয়ায় চীনকে পরাস্ত হইতে হইয়াছে। কিন্তু হারিয়া হারিয়া চীন যুদ্ধ শিখিতেছে, যুদ্ধের আয়োজনও করিতেছে। অতীতে যাহা ঘটিয়াছে, ভবিষ্যতে তাহা না ঘটিতে পারে। স্পেনে এখন যাহারা বিদ্রোহীতাহারা সরকারী স্বশিক্ষিত সেনানায়ক ও স্বশিক্ষিত সাধারণ সৈনিক ছিল। এখন যাহারা স্পেনের গরয়েন্টের সেনানায়ক ও সাধারণ সৈনিক, তাহারা