পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“চণ্ডীদাস-চরিত” ( ~ ) এই কথা নৃপমুখে শুনি মাত মনমুখে কহিলেন সহাস্য বদনে । মোর বাক্যে যার সন্দ তাহার কপাল মন্দ বিশেষত রাজা দেখে কানে ॥ পরম বৈষ্ণব তুমি মোর ভক্ত জানি আমি স্থপণ্ডিত কিন্তু তুমি রাজা। র্তেই স্বভাবের দোষে দুষ আজি চণ্ডীদাসে লয়ে যত মিথ্যাবাদী প্রজা ॥ শুন ওরে নরমণি যেই রামী সেই আমি শিব-অংশে চণ্ডীর জনম । তোর বহু ভাগ্যগুণে আইলেন ব্রহ্মণ্যধামে কৃষ্ণলীলা করিতে কীৰ্ত্তন ॥ এ মৰ্ত্ত মায়ার রাজ্য জান সে মায়ার কার্য্য কৰ্ম্মকৰ্ত্ত যার কাম-রতি । যথা রয় কাম-গন্ধ নয়ন থাকিতে অন্ধ তথা বৃদ্ধ যুবক যুবতী ॥ কাম-রতি নিত্য এসে ফুসলায় চণ্ডীদাসে প্রেম-রত্ন করিতে হরণ । র্তেই রামী-রূপে তার সঙ্গে থাকি অনিবার রক্ষি রাধাকৃষ্ণ-প্রেমধন ॥ কায়া অন্তগত ছায়া যথা কায়া তথা মায়। পুন নিত্য ধাম পরিহরি। প্রেমিক প্রেমিক দুটি রক্ষিতে এসেছি ছুটি আমি আর নিত্য সহচরী১২ ৷ রামী চিনে চণ্ডীদাসে চণ্ডী জানে রামী কে সে জানে তুচ্ছ দোহে সাধারণ। পাত্র না থাকিলে চিনা কৰ্ম্মের কারণ জানা বড় মুকঠিন হে রাজন ॥ ১২ ) বসিলা বৌদ্ধ বঞ্জেশ্বরী। তাইfর সহচরীর মধ্যে নিত্যা প্রধান । এই নিত্য সামান্ত মনসাদেবী নহেন। ইহঁকে পরে পাওয়া যাইবে । এক জন বঁধু গলে অন্তে দেবে, দিবে বলে গাথে ফুল দুইটি স্বন্দরী। না দিতে না জানি শুনি বলিতে পার কি তুমি কেবা সাধবী কেবা বারনারী ॥ প্রেমের পাগল চণ্ডী না মানে সমাজগণ্ডী ততোধিক রামী রজকিনী। প্রাণে প্রাণে মিশি যায় কিন্তু কাম-গন্ধ নাঞি দোহে দোহাকার চিন্তামণি ॥ ভাবি দেখ নর-রায় রাজা কহে হায় হায় পড়েছে মা সব কথা মনে । একি হোলো একি হোলে জলে গেল জলে গেল হৃদয় প্রচণ্ড দাবীগুনে ॥ -সহসা উন্মত্ত তুমি হইলে কি নৃপমণি কহিলেন হাসি ভবদার । আবল তাবল বল অকস্মাৎ একি হইল কেন বল বঁাদে হওঁ সারা ॥ রাজা কন কব আমি কি না জান খাম তুমি চণ্ডীদাস-শূন্তা যে ধরণী । কব কি মা হায় হায় ঘাতকে বধিল তায় সমাজের মন্ত্রণায় শুনি ॥ মাতার অধিক তুমি বাসলী বিশ্ব-জননী তুমিও বিমুখ সে বিপাকে। না রক্ষিলে প্রাণ তার ভূমিতলে পড়ি যার কাটামুণ্ড মা ম৷ বলি ডাকে ॥ ক্ষমা কর ক্ষেমাস্করী আর না বলিতে পারি পাপী আমি গেল প্রাণ জলে । যার রাজ্যে ব্ৰহ্মহত্যা. কর মা তাহারে হত্য বলি রাজা পড়িল ভূতলে । দিএল মাত আত্ম-শক্তি ডাকিলেন নরপতি উত্তরে উত্তর কহে মাত । হাসি কন শৈলসুতা কে ব্ৰহ্মকে করে হত্যা একথা শুনিলে তুমি কোথা।