পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণশ্বিন রাজা কহে যেই জন তপঃসিদ্ধ হয়। তাহার বয়স কন্তু না হয় নির্ণয় ॥ কিন্তু দেব দয়া করি কহ সত্য বাণী । কে হয় সে আপনার রামী রজকিনী ॥ হাসিএটা কহিল চণ্ডী কি কব রাজন। কারণ ব্যতীত কাৰ্য্য নহে কদাচন ॥ একই সম্বন্ধ মোর রামিনী সহিতে । যে সম্বন্ধ হয় তার জগতের সাথে ॥ অই দেখ মল্লরাজ কোথায় সে রামী । কোথ। কতে আতল এঙ্গ হেরম্ব-জননী ৷ সাজ রাজা রণক্ষেত্রে চতুরঙ্গ দলে । দেথা হবে এইবার সেষ্ট রণস্থলে ॥ এত বলি দ্রুতপদে চলি গেল। দেশহে । ভাসিতে লাগিল রাজ অপার সন্দেহে ॥ দর হতে চণ্ডীদাস কহিল রাজন। করহ সংগ্রাম-স্থলে তুরিত গমন । মঙ্গবীর পরাক্রম ক্ষত্ররাজ তুমি । বিনা যুদ্ধে বাহুড়িলে হবে অধোগামী । অথব বিষ্ণুপুরে তাঙ্গর মুতুi-সংবাদ আসিয়াছিল। মাসে মল্লেখর ছাতল আক্রমণ করিয়াছিলেন । তখন চণ্ডীদাসের বয়স তেত্রিশের কালে । ১° ৪৬ শকের চেত্র মাসে চণ্ডীদাসের জন্ম হইয়। থাকিলে ১৯৭৯ শকের আশ্বিন মাসে তাঙ্গার বয়স ৩২ বৎসর ৬ মাস হইয়াছিল, ত্রিশ পূর্ণ হয় নাই । পুর্থীতে আর এক কথা আছে। ফিরোজ-শাহ মল্লরাজ আক্রমণ করিয়াছিলেন এবং সেটি শমগুদিনের মৃত্যুর পূবের ঘটনা । ১৩৫৪ খি ষ্টাব্দে ফিরোজ-শাঙ্ক বঙ্গদেশে শোণিত-স্রোত প্রবাহিত করিয়াছিলেন, সে সময়ে মল্লভূমেও আসিয়া থাকিতে পারেন। গৌড়ের ইতিহাসে ইহার উল্লেখ নাই। উদয়সেন মল্লরাজ-পেঙা দখিয়াছিলেন । পুথীত পরে সে কথা আছে । অতএব ১৩০৪ খি ষ্টাব্দে অর্থাৎ ১২৭৭১২"° ** মল্লভূমিআক্রমণ সহসা অবিশ্বাস করিতে পারা যায় না । ভারতের ইতিহাসে আছে ১২৮২ শকে, ১৩৬০ থি ষ্টাব্দে ফিরোজ-শাহ পাগৈ। দ্বিতীয় বার আক্রমণ করিয়া দিকেন্দর-শাহের সহিত সন্ধি করেন। সে বৎসর ফিরে\জশাহ ওডিস্ক জয় করিতে গিয়াছিলেন, প্রত্যাবৰ্ত্তন কালে মল্লভূম আক্রমণ করিয়া থাকিতে পারেন। এটিও মত মনে হয়। কারণ পদ্মলোচন শমণ বাসলী মহাঝে” লিখিয়াছেন, চতনার রজা হামীর-উত্তর ম্লেচ্ছভূপতির হস্তে পাশ-বন্ধ হইয়াছিলেন। বাদীর কৃপায় রাজ। পাশ মুক্ত হন। শত বৎসর পুবে ছাতনা-বাসী রাধানাথ*াস লিথিয়ছিলেন, এক ম্লেচ্ছভুপতি রাজাকে মেদিনীপুরে ধরিয়া লইয়। গিয়াছিলেন । রিজ-শাং প্রস্তান পথে বীরভূমের রাজ্যকে পরাজিত করেন। রাজ। সন্ধি করেন । ( শ্ৰীযুত নলিনীকান্তু-ভট্টশালী-কৃত Coins and Chronology of the early independent Sultans of Bengal osoɛ PËR 1 ) এই বৎসর আশ্বিন চণ্ডীদাস-চরিত tూSNరి করজোড় করি রাজা কহিলা তখন । সঙ্গে মোর এস প্রভু মদন-মোহন ॥ 弱 ভোজ-রাজ পুরী এই ছত্রিন নগর । কি জানি কি হতে হয় সমর ভিতর। হইল আকাশবাণী শুনরে গোপাল। যে হিংসিবে তোরে আমি তার মহাকাল ॥ সকলি আমার হাতে রাখিয়াছি পুরি । কে কারে রাখিতে পারে আমি যদি মারি ॥ তোমার বিপদ যদি ঘটে রণস্থলে । পলকে প্রলয় আমি ঘটাব তাহলে । আবার কে কহে উচ্চে পূরব আকাশে । পলাও গোপাল-সিংহ আপনার দেশে । এস না সংগ্রামে আই চাটুবাক্যে ভুলি । ছত্রিন-নগর রক্ষে প্রচণ্ড বাসলী ৷ তাহারে জিনিবে রণে হেন সাধ্য কার । বিধি বিষ্ণু মহেশ্বর পূজা করে যার ॥ আমি যদি রণে তোর বধিরে জীবন। কি করিতে পারে তোর মদন-মোহন ॥ রাজা কহে কে তুমি কি বলিছ আমারে। প্রাণ-ভয়ে রণ ত্যজি পলাইব ঘরে ॥ যে হও সে হও রণে দেখাইব আজ । ক্ষত্রিয়ের পুত্র আমি এই মল্লরাজ ॥ তুমিই ত ছিলে মাগো রাবণের ঘরে । কেন সে মরিলা তবে শ্রীরামের শরে । গো-সিংহ যে ছিল তোর প্রাণের দোসর । কেন তবে পার্থ-করে গেল যমঘর ॥৩৩ ৩৩) গো-সিংহ নামে এক দুৰ্দ্ধান্ত অস্ত্রর পাৰ্বতীর আশ্রিত ছিল, কিন্তু অজুনের হস্তে নিহত হয় । মহাভারতের বিরাট পর্বে শর্মীবৃক্ষতলে অজুন বিরাট-রাজপুত্র উত্তরের জিজ্ঞাসায় তাহার দশ নামের উৎপত্তি বলিয়াছিলেন । বিজয় এক নাম । সংস্কৃত মহাভারতে কিম্ব কাশীদাসী মহাভারতে সে উৎপত্তি বর্ণিত নাই। ওড়িয়া কবি সারল-দাস ওডিয়া মহাভারতে গো-সিংহের যুদ্ধ লিথিয়াছেন । তাহার বঙ্গানুবাদ বিষ্ণুপুর অঞ্চলে প্রচারিত ছিল । তথাকার সন ১২৬০ সালে লিখিত পুণী হইতে যুদ্ধ-বৃত্তান্ত সংক্ষেপ করিতেছি । কৃষ্ণ যত যাদব ষাদনী লষ্টয় রৈবতক পর্বতে যজ্ঞ আরম্ভ করিলেন । পৃথিবীর যত রাজা নিমন্ত্রণ পাইলেন। সাতকি দেবলোকে যাইয় দেবগণসহ ইন্দ্রকে নিমন্ত্রণ দিলেন। ইন্স চিন্তিত হইলেন, তিনি দেবগণসহ যজ্ঞ-স্থলে গেলে প্রবলপ্রতাপ গো-সিংহ স্বরপুর লণ্ডভণ্ড করিবে । স্বর-গুর বৃহস্পতির খুজিতে