পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমৃত y=S96 সঞ্চয়ের ধাক্কা যতই বাড়ে ততই আমাকে চলে ঠেলে । থামতে পারি নে, থামাতে পারি নে তার তাড়না। বিত্ত বাড়ে, খ্যাতি বাড়ে, বুক ফুলিয়ে এগিয়ে চলে আত্মশ্লাঘা ৷ শেষে ডাক্তার বললে বিশ্রাম চাই নিতান্তই, দেহের কল আচল হয়ে এল ব'লে। গেলেম দূরদেশে নির্জনে । সেখানে সমুদ্রের একটা খাড়ি এসে মিলেছে পাহাড়তলীর অরণ্যে । ভিড় জমেছে গাছে গাছে মাছধরা পাখীদের পাড়ায়। ক্ষীণ নদীটি ঝরে পড়ছে পাহাড় থেকে পাথরের ধাপে ধাপে । মুড়ি ডিঙিয়ে বেঁকে-চলা তার ফটিক জলের কলকলানি ধরিয়ে রেখেছে একটি মূল স্বর নির্জনতার । নিত্য-স্নান-করা সেখানকার হাওয়৷ চলেছে মন্ত্র গুনগুনিয়ে বনের থেকে বনে । দল বেঁধেছে নারকেল গাছ কেউ খাড়া, কেউ হেলে-পড়া, দিনরাত তার ঝালরঝোলা অস্থিরপনা । ফিরে ফিরে আছাড় খেয়ে ফেনিয়ে উঠছে ঢেউ মোট মোট কালো,পাথরে । ডাঙায় ছড়িয়ে দিয়ে যাচ্ছে বিমুক শামুক খাওলা । কান্ত শরীর ব্যস্ত মনকে ফিরিয়েছে শান্ত রক্তধারার স্নিগ্ধতায় । কৰ্ম্মের নেশার কাজ এল ম'রে।