পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԵՆ প্রবাসী—আশ্বিন, ১৩ee ২৬শ ভাগ, ১ম খণ্ড রবীন্দ্রনাথের ইতালী যাত্রার উদেণ্ড গত বৎসর ইতালীতে অবস্থান কালে রবীন্দ্রনাথ যেপ্রতিশ্রুতি করিয়াছিলেন তাহ রক্ষার্থই তিনি এবার ইতালী গিয়াছিলেন। ইতালী রাজসৰ্বকারের এই আমন্ত্রণ হঠাৎ আসে নাই এবং পূৰ্ব্ব হইতে এবিষয়ে কোনওরূপ বন্দোবস্তও ছিল না ; যথাবিধি ও যথাকালে এই নিমন্ত্রণ আসিয়াছিল । আমাদের ধারণ ছিল যে, বেনিটে মুসোলিনীর নেতৃত্বাধীনে ইতালীতে নিছক জাতিসৰ্ব্বস্ব শাসনতন্ত্র ( narrow nationalism ) zifsfără fiul rîăiatei কিছুতেই ইতালী রাজসরকারের আতিথ্য গ্রহণ করিবেন না, কারণ তাহাতে র্তাহার আস্তর্জাতিক সেবা ও কৰ্ম্মপ্রচেষ্টা বাধাপ্রাপ্ত হইবে। তাহার বিশ্বমানবতা ক্ষুণ্ণ হইবে। আমাদের যতদূর মনে পড়ে যাত্রার পূৰ্ব্বে রবীন্দ্রনাথ একবার বলিয়াছিলেন যে, ইতালীর শাসনকৰ্ত্তাদের তরফ হইতে কোনো নিমন্ত্রণ তিনি গ্রহণ করিবেন না । কেমন করিয়া বিশ্বভারতীর কৰ্ম্মসচিববৃন্দ তাহাকে এই নিমন্ত্রণ গ্রহণে প্রবর্তিত করেন আমরা তাহ অবগত নহি । সম্ভবতঃ র্তাহারা আশা করিয়াছিলেন যে, এরূপ করিলে বিশ্বভারতীর প্রচার ও প্রসারের পথ সুগম হইবে। আমাদের মনে তথন নানা সন্দেহ উকিঝুকি মারিলেও রবীন্দ্রনাথের মন্ত্রীচতুষ্টয়ের (অধ্যাপক কালে ফমিকি, জিওসেপ্পে টুচ্চি ও প্রশান্তচন্দ্র মহলানবীশ এবং শ্ৰীযুক্ত রথীন্দ্রনাথ ঠাকুর ) বুদ্ধিশক্তির উপর আস্থা স্থাপন করিয়া আশ্বস্ত ছিলাম এবং আশা করিয়াছিলাম যে, ইতালীর মত এক প্রবল শক্তিশালী জাতির সহিত সখ্যতাবন্ধন স্থাপিত হইলে বিশ্বভারতীর তথা ভারতবর্ষের অনেক সুবিধার সম্ভাবনা আছে । আমরা প্রতিদিন ংবাদপত্রের স্তম্ভে রবীন্দ্রনাথের বিপুল অভ্যর্থন ও অভিনন্দনের কথা যতই পাঠ করিতে লাগিলাম ; যতই দেখিলাম বিশ্বভারতীকে সৰ্ব্বত্র একটি আদর্শ প্রতিষ্ঠান বলা হইতেছে ও পৃথিবীর সর্বত্র শাখা-বিশ্বভারতী স্থাপিত করিবার জল্পনা হইতেছে, তথন আমাদের আশা বাড়িয়া গেল ; কবির সহযাত্রীদের উপর প্রভূত বিশ্বাস স্থাপিত হইল । রবীন্দ্রনাথ ইতালীতে বিপুল সম্মান ও অভ্যর্থনা লাভ করিয়াছেন, যদিও এখনও এদিক ওদিক দুইএকজন প্রজাতন্ত্র ও সাধারণতন্ত্রবাদী, সাম্রাজ্যতন্ত্রপরায়ণ খুনে? মুসোলিনীর আতিথ্য গ্রহণ করিবার জন্য রবীন্দ্রনাথকে গালাগালি দিয়াছেন। পরাধীন জাতির একজন ব্যক্তি যে বৰ্ত্তমানে পৃথিবীর প্রতাপশালী উন্নতিশীল এক জাতির মনে এতটা প্রীতি জাগাইতে সক্ষম হইবে ইউরোপ তাহা দেখিয়া অবাক হইয়াছে । অল্পকয়দিনের মধ্যেই রবীন্দ্রনাথ ইতালীর হৃদয় জয় করিলেন। ইতালী দ্বিধাশূন্ত চিত্তে রবীন্দ্রনাথকে প্রতি ও সম্মান প্রদর্শন করিতে লাগিল । ইহা হৃদয়ের সহিত হৃদয়ের যোগের নিদর্শন ; বৃথা তোষামোদ নহে ; কিম্ব প্রীতিরভাব দেখাইবার ভাণমাত্র নহে। কারণ, প্রতিদ্বন্দ্বী শক্তির সহিত যুদ্ধকালে যে-জাতি লোকবল অস্ত্রশস্ত্রাদি দ্বারা ইতালীর সহায়তা করিতে সম্পূর্ণ অপারগ, সেই জাতির সহিত মিথ্যা প্রীতির ভাব দেখাইয়া কোন লাভ নাই। এই সখ্য-বন্ধন এক অতি প্রাচীন সভ্যতার অধিকারী, বহুদিন যাবত নিগৃহীত, পরাধীন ও পরশোষিত জাতির অপর এক পরপদানত দেশের প্রতি আন্তরিক সহানুভূতি হইতেই গড়িয়া উঠিয়াছে। ইতালীকে বৰ্ত্তমান স্বাধীন অবস্থায় উপনীত হইতে যে অন্ধকার, রক্তস্রোত ও হানাহানির ভিতর দিয়া আসিতে হইয়াছে তাহার বেদন ও ব্যথা এখনও সম্পূর্ণ অপস্থত হয় নাই বলিয়া অনুরূপ অবস্থাসম্পন্ন ভারতের প্রতি ইতালীর এই প্রতি উদ্বুদ্ধ হইয়াছে । রবীন্দ্রনাথ তরুণ ভারতের বাৰ্ত্তাবহরূপে ইতালী গিয়াছিলেন ; ইতালীর তরুণদল তাহাকে সেইভাবেই গ্রহণ করিয়াছে । বিশ্বমানবতার প্রচারকের সহিত এক জন ফ্যাসিষ্টের মিলন সম্ভব কি না আমরা তাহার বিচারে অক্ষম ; কিন্তু আমরা এই মিলনের মধ্যে ইতালীর সহিত ভারতবর্ষের মিলনের ছবি দেখিয়া আনন্দিত হইয়াছিলাম । রবীন্দ্রনাথের মত-পরিবর্তন সম্প্রতি রবীন্দ্রনাথের একটি পত্র সংবাদপত্রাদিতে প্রকাশিত হইয়াছে। চিঠিটি মিঃ সি, এফ, এণ্ড রুজকে লিখিত । ইহাতে রবীন্দ্রনাথ ফ্যাসিষ্ট দল ও তাহাদের রাষ্ট্রনীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করিয়াছেন। র্তাহারা নাকি কবিকে শুধু ইতালী-রাজতন্ত্রের ভালো দিক্‌টাই দেখাইয়। কবির উপর এক নীচ চাল চালিয়াছেন, ইত্যাদি। কবির সহযাত্রী বিশ্বভাবতীর কৰ্ম্মসচিবদ্বয়ের প্রেরিত ভারতবর্ষ ও ইতালীর প্রতিবন্ধন ইত্যাদির সম্বন্ধে উচ্ছসিত প্রশংসাবাদের পর এই সমালোচনা পড়িয়া আমরা আশ্চৰ্য্য হইয়াছি। রবীন্দ্রনাথের এই চিঠি হইতে বুঝা যায় যে, ফ্যাসিষ্ট দল নানা উপায়ে কবিকে ধাপ্পা দিয়াছেন । ইতালীতে পদার্পণ করিবার পরমুহূৰ্ত্ত হইতেই তাহার র্তাহাকে এরূপ চবুকি ঘোরান ঘোরাইয়াছেন যে, তিনি ফ্যাসিষ্ট দলের দুর্নীতি ইত্যাদির কথা ভাবিবার বা দেখিবার অবসর মাত্র পান নাই । ফ্যাসিষ্ট কাগজে র্তাহারা রবীন্দ্রনাথের অভিমতগুলিকে ফলাও করিয়া দেখাইতেও কুষ্ঠিত হন নাই। সম্ভবতঃ ইতালীর বাহিরে গিয়া ভিন্নদেশীয় লোকদের মুখে বিরুদ্ধ সমালোচনা শুনিয়া রবীন্দ্রনাথ